• কহে তবে নন্দ পুনঃ পুনঃ বানি
    কহে তবে নন্দ পুনঃ পুনঃ বানি– ” কুলপুরহিত তুমি। কিবা নিবেদিব তোমার চরনে কি আর বলিব আমি।। সকল গোচর আছে তুয়া পাসে কংসের জতেক রিত। ভয় পায়্যা চিতে নন্দের গৃহেতে রাখি লঞা সেই ভিত।। তাথে নাহি ক্ষেমা পাঠাএ অসুর নষ্ট করিবার তরে। নানা সে বিপাক করাএ সংসয় এই সে গোকুলপুরে।।” নন্দেরে কহিল গর্গমুনি জত সব […] keyboard_arrow_right
  • কহে তবে পুন পুতুনা রাক্ষসী
    কহে তবে পুন পুতুনা রাক্ষসী– “না কান্দ, না কান্দ আর। মুখ ভরি আগে দুগ্ধ পান কর বহিছে পএর ধার।।” মাআ রূপে তবে পুতুনা রাক্ষসী করিছে কতেক ছলা। নন্দরাণী তবে পুতুনার মোহে মাআতে ভুলিয়া গেল।। “শুন গো যশোদা, কোথা আরাধিলা পাইলে এমন শিশু । ফলের কারণে এ হেন নন্দন কহনে না জাএ কিছু।। এমত ছাআলের হেদে […] keyboard_arrow_right
  • কহে ধনি রাধা কেন তুমি হেথা
    কহে ধনি রাধা “কেন তুমি হেথা কি হেতু ইহার বল। কেন বা আইলে কিসের কারণে কে তোমা পাঠাইয়া দিল।।” তবে কহে দূতী– “শুনহ আরতি মোরে পাঠাইল শ্যাম। সে হেন নাগর আমি সে আইল ভাঙ্গিতে দারুণ মান।। সে হেন নাগরে পরিহরি ধনি আছহ মাধবীতলে। শ্যামের বিধাতা শুনি তার কথা কহিতে পরাণ ঝুরে।।” কহে ধনি রাধা– “শুন […] keyboard_arrow_right
  • কহে ধনী রাধা কেন তুমি হেথা
    কহে ধনী রাধা কেন তুমি হেথা কি হেতু ইহার বল। কেন বা আইলে কিসের কারণে কে তোমা পাঠাইয়া দিল।। তবে কহে দূতী শুনহ আরতি মোরে পাঠাইল শ্যাম। সে হেন নাগর আমি সে আইল ভাঙ্গিতে তোমার মান।। সে হেন নাগর পরিহর ধনি আছহ মাধবী-তলে। শ্যামের বিধাতা ( ?) শুনি তার কথা কহিতে পরাণ ঝুরে।। কহে ধনী […] keyboard_arrow_right
  • কহে নর্ম্মসখী– শুন চন্দ্রমুখি
    কহে নর্ম্মসখী– “শুন চন্দ্রমুখি, পুরব বৃত্তান্ত কথা। হেনক পীরিতি তাহা পাবে কতি পীরিতি থাকয়ে তথা।। এইরূপে ভেল পীরিতি-জনম আখর উঠল তিন। তোহে তাহে আছে পীরিতি ধরম ইথে নাহি কিছু ভিন।। ঐছন পীরিতি তাহার ঘোষণা রোধ না করহ রাধে। অনেক জতনে পীরিতি-রতন পাঞাছ অনেক সাধে।। এত দুঃখ দেবে মথন করিয়া পায়ল পীরিতি-লেহা। হেনক পীরিতি– বিহনে যে […] keyboard_arrow_right
  • কহে পঞ্চজন শুনহ রাজন্‌
    কহে পঞ্চজন ”শুনহ রাজন্‌ এক নিবেদন আছে। তোমার নন্দিনী সঙ্গে একজন নিরবধি থাকে কাছে।। দেবের নির্ঘাত হয়েছিল অঙ্গে এবে জানি কোন দোষ। যমুনাতে স্নান করাহ যতনে ঘুচুক দেবের রোষ।। এক তীর্থ হয় পতিত পাবনী করিলে তাহাতে স্নান। যত দোষ ঘুচে তবে অন্ন রুচে ইহাতে নাহিক আন।।” তবে সহচরী এক সঙ্গে দিল যমুনা সিনান লাগি। চলে […] keyboard_arrow_right
  • কহে পহুঁ বংশীধর মোর পীতবাস পর
    কহে পহুঁ বংশীধর, মোর পীতবাস পর, গৌর অঙ্গে মাখহ কস্তুরী। শ্রবণে কুণ্ডল দিল, বনমালা পরাইল, চূড়া বাঁধে এলায়া কবরী।। গৌর অঙ্গুলি তোর, সোনা বাঁধা বাঁশী মোর, ধর দেখি রন্ধ্র রন্ধ্র মাঝে। চরণে চরণ রাখ, কদম্ব হিলান থাক, তবে সে বিনোদ বাঁশী বাজে। মুরলী অধরে লেহ, এই রন্ধ্রে ফুক দেহ, অঙ্গুলী লোলায়া দিব আমি।। জ্ঞানদাস এই […] keyboard_arrow_right
  • কহে বলরাম এক নিবেদন
    কহে বলরাম এক নিবেদন শুন নন্দ ঘোষ রায়। কত দিন মোরা রহিলা কহিলা এ বসু দৈবকী মায়।। এ কথা শুনিতে বলরাম-মুখে নন্দের বেদনা অতি। যেন আচম্বিতে গাসি হিয়াচ্ছেদে মরমে বাজিল তথি।। নহে নিবারণ নিঠুর বচন শ্রবণে শুনল যবে। ব্যথাটি পাইয়া মূর্চ্ছিত হইয়া ধরণী পড়ল তবে।। এই সে তোমার মনেতে আছিল রহিতে মথুরাপুরে। রাখিয়া এখানে হিয়ার […] keyboard_arrow_right
  • কহে বলরাম–এক নিবেদন
    কহে বলরাম– “এক নিবেদন শুন নন্দঘোষ রায়। ‘কত দিন মোরা রহিলা’-কহিলা এ বসু-দৈবকী মায়।।” এ কথা শুনিতে বলরাম-মুখে নন্দের বেদনা অতি। যেন আচম্বিতে গাসি হিয়াচ্ছেদে মরমে বাজিল তথি। নহে নিবারণ নিঠুর বচন শ্রবণে শুনল যবে। ব্যথাটি পাইয়া মূর্চ্ছিত হইয়া ধরণী পড়ল তবে।। “এই সে তোমার মনেতে আছিল রহিতে মথুরাপুরে। রাখিয়া এখানে হিয়ার পুথলি কেমনে যাইব […] keyboard_arrow_right
  • কহে বসুদেব শুন নন্দঘোস
    কহে বসুদেব– “শুন, নন্দঘোস, বালক দিআছি তোহে। বুঝিআ জা কর তুমারে সপিলু কি করে আমার মোহে।। বংশ রক্ষা জদি পারহ রাখিতে তবে সে বড়াই বড়। ইহাকে অধিক আর কি বলিব তোমারে কহিল দড়।। জাহ নিজ ঘরে এখানে না থাক শুন, নন্দঘোস রাঅ। বহুত আপদ বালক-উপরে তোমারে কহিল তায়।।” নন্দঘোস নড়ে তুরিত গমনে চলিলা গোকুল-পুরে। গিআ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ