কাতরা অধিকা দেখিয়া রাধিকা বিশাখা কহিল তায়। চিতে এত ধনী ব্যাকুল হইলে ধরম সরম যায়।। ধনি, কহব তোমার ঠাঁই। পরকীয়া রস করিতে হে বশ অধিক চাতুরী চাই।। যাইবি দক্ষিণে থাকিবি পশ্চিমে বলিবি পূরবমুখে। গোপন পীরিতি গোপনে রাখিবি থাকিবি মনের সুখে।। গোপন পীরিতি গোপনে রাখিবি সাধিবি মনের কাজ। সাপের মুখেতে ভেকেরে নাচাবি তবে ত রসিকরাজ।। যে […]
keyboard_arrow_right