কানাই, কারভাবে তোর এভাব দেখি রে। ব্রজের সে ভাব তো দেখিনে রে।। পরণে ছিল পীতধড়া, মাথায় ছিল মোহন চূড়া করে বাঁশী রে। আজ দেখি তোমার করোয়া কৌপীনসার ব্রজের সে ভাব কোথায় রাখলি রে।। দাস দাসী ত্যজিয়ে কানাই একা একা ফিরছো রে ভাই কাঙ্গাল বেশ ধরে। ভিখারী হলি কেন্তা সার করলি কিসের অভাবে রে।। ব্রজবাসী হ’য়ে […]
keyboard_arrow_right