• কানাই কত ফরকাহ চুল
    কানাই কত ফরকাহ চুল। দানী হৈয়া পথে যে জন বৈসয়ে তার ধরমগণ্ডা মূল।। আছে ঘন তোমার চাঁচর কেশ টানিয়া বান্ধ্যাছ ভালে। তাহার উপরে শিখী-পাখীর পাখা জড়ান বকুল-মালে।। এ তোড়ল বলয়া ঘাঘর ইথে আছে বুঝি ভাড়া। নন্দরাজ ঘরে নবনী খাইয়া হৈয়াছ উমাদ ষাঁড়া।। বনের কাষ্ঠ ঘসিয়া মেখেছ কত না সুগন্ধ তাহে। কি দেখি তোমার যুবতি ভুলিবে […] keyboard_arrow_right
  • কানাই করিয়া কোলে
    কানাই করিয়া কোলে। যশোদা কিছুই বলে।। তুমি কি ছাড়িবে মায়। শুন হে যাদব রায়।। কি দোষ পাইয়া মোর। কিছু না জানিল ওর।। মায়ের কি দোষ ধরি। দোষ গুণ না বিচারি।। তোরে উদূখলে বাঁধি। কি দোষ তাহার সাধি।। সে দোষ পাইয়া যদি। ছাড়ি যাবে গুণনিধি।। অনেক তপের ফলে। তোমারে পাইল কোলে।। মুই সে অভাগিনী নারী। ছাড়হ […] keyboard_arrow_right
  • কানাই করিয়া কোলে
    কানাই করিয়া কোলে। যশোদা কিছুই বলে।। “তুমি কি ছাড়িবে মায়। শুনহে যাদব রায়।। কি দোষ পাইয়া মোর। কিছু না জানিল ওর।। মায়ের কি দোষ ধরি। দোষ-গুণ না বিচারি।। তোরে উদুখলে বাঁধি। কি দোষ তাহার সাধি।। সে দোষ পাইয়া যদি। ছাড়ি যাবে গুণনিধি।। অনেক তপের ফলে। পাইল তোমারে কালে।। মুই অভাগিনী নারী। ছাড়হ অনাথ করি।।” মায়ের […] keyboard_arrow_right
  • কানাই কারভাবে তোর এভাব দেখি রে
    কানাই, কারভাবে তোর এভাব দেখি রে। ব্রজের সে ভাব তো দেখিনে রে।। পরণে ছিল পীতধড়া, মাথায় ছিল মোহন চূড়া করে বাঁশী রে। আজ দেখি তোমার করোয়া কৌপীনসার ব্রজের সে ভাব কোথায় রাখলি রে।। দাস দাসী ত্যজিয়ে কানাই একা একা ফিরছো রে ভাই কাঙ্গাল বেশ ধরে। ভিখারী হলি কেন্তা সার করলি কিসের অভাবে রে।। ব্রজবাসী হ’য়ে […] keyboard_arrow_right
  • কানাই তোমার তিলেক নাহি লাজ
    কানাই তোমার তিলেক নাহি লাজ। বিষয় কে দিল পথে ঠেকিলে রাধার হাতে অলপ না বাসিহ কাজ।। মোহন মুরতি ধর সন্ধানে মুরলী পূর বুকে হান মনমথ বাণ। রমণী মণ্ডলী করি আভরণ নিব কাড়ি ভালমতে সাধাইব দান।। কাড়ি নিব পীত ধড়া এলায়ে ফেলিব চূড়া মুরলী ভাসায়ে দিব জলে। কুবোল বলিবে যদি মাথায় ঢালিব দধি যেবা থাকে দানীর […] keyboard_arrow_right
  • কানাই ফিরা রে ধেনু ফিরা রে
    কানাই ফিরা রে ধেনু ফিরা রে। এ কি ঠাকুরাল কে তোর রাখাল সভাই গোয়ালছাল্যা রে।। কত বারে বার ফিরাইব আর ধবলি শ্যামলি চোরা রে। খন্দ খাইলে মন্দ বলিলে ডাড়াঞা দেখিব মোরা রে।। ধেনু না ফিরাল্যে আখি আড় হল্যে পালে পালে হবে মেলা রে। গোধন হারাবে চাহিঞা বেড়াবে তখনি করাবে খেলা রে।। হের দেখ ভাই তোর […] keyboard_arrow_right
  • কানাই বংশীবটের তলে বসি
    কানাই বংশীবটের তলে বসি। কানাই বান্ধয়ে আঁখি বলাই মহাখুসি।। রাখালগণ লুকাইল বনে। আঁখি ছাড়ি দিল বলাই করে নিরীক্ষণে।। একে মাতোয়ারা বলাই চান্দে। জা-জারে ছুঁইব কা-কারে না ছাড়িব তা-তাহার চড়িব কান্ধে।। খুঁজিতে চলিল বলাই বনের ভিতরে। আর একদিগে আসি সব শিশু ধরিল কানায়ের করে।। পুন পুন খেলই রাখাল সব। বাঁশীবটের তলে আনন্দ উৎসব।। পুনঃ আঁখি বান্ধে […] keyboard_arrow_right
  • কানায়েরে মাঝে করি চলে বলাই ধিরি ধিরি
    কানায়েরে মাঝে করি চলে বলাই ধিরি ধিরি উপনিত যমুনা পুলিনে। সখা গণ ধেয়ে গিয়ে যমুনার পানি পিয়ে নিজ নিজ মুখ নিরীক্ষণে।। নির্মল যমুনার জলে মুখ দেখে কুতূহলে কার মা কেমন সাজায়েছে ভাই। রাখাল সব এক সঙ্গে মুখ দেখে নানা রঙ্গে কানায়ের মুখের বালাই যাই।। আসিয়া তরুর তলে খেলে রাখাল নানাছলে সুবল চতুর বলে ভাইরে। আনন্দে […] keyboard_arrow_right
  • কানু অনুরাগে ঘরে রহিতে না পারি
    কানু অনুরাগে ঘরে রহিতে না পারি। কেমনে দেখিব তারে কহ না বিচারি।। গুরুজন-নয়ন-পাপগণ বারি। কেমনে মিলিব সখি নিশি উজিয়ারি।। কানুর পিরিতি হাম ছাড়িতে নারিব। রহিতে না পারি ঘরে কেমনে যাইব।। শুনি কহে সখী শুন মো সভার বোল। সবহুঁ ঘুমায়ব নহ উতরোল।। যৈছন যামিনি কৌমুদি ঘোর। তৈছন বেশ বনায়ব তোর।। এতহুঁ কহই করু বেশ বনান। ধনি […] keyboard_arrow_right
  • কানু আনিতে সোই সহচরি
    কানু আনিতে সোই সহচরি চলল বিপিনক পন্থ। গোঠ গোবর্দ্ধন যমুনা কি কানন এ সব দুরন্ত একান্ত।। সহচরি কাঁহা নাহি পাওল কান। যমুনার তীরে পড়ি রহু মাধব হৃদয় করত অনুমান।। চূড়া শিখণ্ড বিভঙ্গিম মুরলী পড়ি রহু দূরে। রাই রাই করি বোলত ঘন ঘন সঘনে নয়ান দুটী ঝুরে।। গোবিন্দদাস কহে বিষম সংশয় দেখলু মো বর কান। রাইক […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ