• কানু উপেখলুঁ মোয়
    কানু উপেখলুঁ মোয়। অব তনু ঘন ঘন রোয়।। (মোর দুখ কেহ নাহি জানে।) সো বহুবল্লভ সহজহি ভোর। কৈছনে বেদন জানব মোর।। চলইতে চাহি তাঁহা আদর ভঙ্গ। সহই না পারিয়ে মদন-তরঙ্গ।। এ সখি কাহে উপেখলোঁ কান। না জানিয়ে দগধি চলল মোহে মান।। সখিগণ গণইতে তুহুঁ সে সেয়ানী। তোহে কি শিখায়ব চতুরিম বাণী।। সহজই সুচতুর গোপ কানাই। […] keyboard_arrow_right
  • কানু উপেখি ধনি ভাব একাকিনি
    কানু উপেখি ধনি ভাব একাকিনি বিরলহি মন্দিরে বসি। নয়নক নীর অবিরত গলতহি বদন-কমল যায় ভাসি।। হেট বয়ানে রসবতী। পিয়ান গুণ যত চীতহি ভাবত নখে করি লিখতহি ক্ষিতি।। বিরস বদন করি আছয়ে সুন্দরী সখিগণ মীলল পাশ। নাহ বিমুখ হেরি কান্দয়ে ফুকরি কহতহি গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • কানু কহে শুন গোপি আমার বচন
    কানু কহে শু গোপি আমার বচন। দান দিয়া মথুরাতে করহ গমন।। কড়ি নিব আজি বুঝি কড়া কড়া। রাজার হাসিল কড়ি নাহি যায় ছাড়া।। বহুদিন গেছ তোরা দানী ভাণ্ডাইয়া। আজি সে লইব দান পশরা লুটিয়া।। যাবে যদি বিকি কিনি করিতে মথুরা। রাজার হাসিল কড়ি দিয়া যাহ তোরা।। চণ্ডীদাস কহে শুন রাধা বিনোদিনী। কতদিন গেছ পথে তাহা […] keyboard_arrow_right
  • কানু পরিবাদ মনে ছিল সাধ
    কানু পরিবাদ মনে ছিল সাধ সফল করিল বিধি। কুজনবচনে ছাড়িতে নারিব সে হেন গুণের নিধি।। বন্ধুর পিরীতি শেলের ঘা পহিলে সহিল বুকে। দেখিত দেখিতে বেথাটি বাঢ়িল এ দুখ কহিব কাকে।। হিয়া দগ দগ করে নিরন্তর যারে না দেখিলে মরি। হিয়ার ভিতরে কি শেল সাম্ভাইল বল না কি বুদ্ধি করি।। অন্য বেথা নয় বোধে শোধে রয় […] keyboard_arrow_right
  • কানু প্রবোধ করি চতুর সহচরি
    কানু প্রবোধ করি চতুর সহচরি ঠমকি ঠমকি চলি যায়। মণিময় আভরণ রতন ভূষণ সঘনে বাহু ফিরায়।। রতন মন্দির মাহ প্রবেশিল সহচরি ভেটল রাইক পাশ। কত না চাতুরি বচন মাধুরি তাহে মিলাইয়া হাস।। শুন শুন বিনোদিনী রাধে। সো বর নাগর তুয়া লাগি আগর হেরল বহু পরমাদে।। বহু যতন করি মোহে পাঠায়ল তো নহু অবহু উবার। গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • কানু বিনে রাধার না লয় আন চিত
    কানু বিনে রাধার না লয় আন চিত, জগতের কায় মনে যার যন্ত্র গীত। ধু প্রেম বিনু রাধাএ না জানে কোন কাম, অষ্ট অঙ্গে রাধার নিঃস্বরে শ্যাম নাম।। ভক্ষ্য নিদ্রা ত্যজি রাধা শ্যাম-প্রেমে বশ, সততে হরির সেবা অমূল্য পরশ। গুরুর চরণে হীন আলি রাজা ভণে, জন্মে জন্মে ভক্ত রাধা হরির চরণে।। keyboard_arrow_right
  • কানু বিরস কথি লাগি
    কানু বিরস কথি লাগি। কিয়ে মোর করম অভাগি।। হাম যব গেলু পিয়া পাশ। পিয়া দীঘ ছাড়ল নিশাস।। হাম পুছল যব বাত। শিরে হানল নিজ হাত।। তবহিঁ পুছলি বেরি বেরি। সজল নয়নে রহু হেরি।। তৈখনে বুঝল বিচারি। কঠিন জীবন বরনারী।। এ দুখ আন কি জান। গোবিন্দদাস পরমাণ।। keyboard_arrow_right
  • কানু রহল পরদেশ
    কানু রহল পরদেশ। জলদ সময় পরবেশ।। দামিনী দশ দিশ ধাব। নিকরুণ কান্ত না আব।। সজনি কাহে করব দিন বঞ্চ। জীবইতে ভেল অশঞ্চ।।ধ্রু।। গগনে গরজে ঘন ঘোর। শুনি উনমত চিত মোর।। যব নিশি বাহিরে পয়ান। শীকরে নিকলে পরাণ।। দিনকর দিবস উপেখি। অলিকুল কমলে না পেখি।। চাতক পিউ পিউ নাদ। জ্ঞানদাস কহ পরমাদ।। keyboard_arrow_right
  • কানু হেরব ছল মন বড় সাধ
    কানু হেরব ছল মন বড় সাধ। কানু হেরইত ভেল অত পরমাদ।। তবধরি অবুধি মুগুধি হম নারি। কি কহি কি সুনি কিছু বুঝএ ন পারি।। সাওন-ঘন সম ঝরু দুনয়ান। অবিরত ধস ধস করএ পরান।। কী লাগি সজনী দরসন ভেল। রভসে অপন জিউ পর হথ দেল।। না জানূ কিএ করু মোহন-চোর। হেরইত প্রান হরি লঈ গেল মোর।। […] keyboard_arrow_right
  • কানু অঙ্গপরশে শীতল হব কবে
    কানু অঙ্গপরশে শীতল হব কবে। মদন-দহন-জ্বালা কবে সে ঘুচিবে।। বয়ানে বয়ান হেরি কবে সে ধরিবে। বয়ানে বয়ান দিলে হিয়া জুড়াইবে।। করে ধরি পয়োধর কবে সে চাপিবে। দুখদশা ঘুচি তবে সুখ উপজিবে।। বাশুলী এমন দশা কবে সে করিবে। চণ্ডীদাসের মনোদুখ তবে সে ঘুচিবে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ