কি হৈল কি হৈল মোর কানুর পীরিতি। আঁখি ঝোরে পুলকেতে প্রাণ কাঁদে নিতি।। শুইলে সোয়াস্তি নাই নিঁদ গেল দূরে। কানু কানু করি প্রাণ নিরবধি ঝুরে।। নবীন পাউসের মীন মরণ না জানে। নব অনুরাগে চিত নিষেধ না মানে।। এনা রস যে না জানে সেনা আছে ভাল। হৃদয়ে বিঁধিল মোর কানু-প্রেম-শেল।। নিগূঢ় পীরিতিখানি আরতির ঘর। ইথে চণ্ডীদাস […]
keyboard_arrow_right