• কিনা সে তোমার প্রেম
    কিনা সে তোমার প্রেম কতলক্ষ কোটি হেম সদাই জাগিছে অন্তরে। পূরুবে আছিল ভাগি তেঞি সে পাইয়াছি লাগি প্রাণ কান্দে বিচ্ছেদের ডরে।। কালিয়া বরণখানি আমার মাথার বেণী আঁচরে ঢাকিয়া রাখি বুকে। দিয়া চান্দ মুখে মুখ পূরাব মনের সুখ যে বলু সে বলু ছার লোকে।। মণি নহ মুকতা নহ গলায় গাঁথিয়া লব ফুল নহ কেশে করি বেশ। […] keyboard_arrow_right
  • কিনা সে সুখের সরোবরে
    কিনা সে সুখের সরোবরে। প্রেমের তরঙ্গ উথলিয়া পড়ে ধরে।। নাচত পহু বিশ্বম্ভরে। প্রেমভরে পদ ধরে ধরণী না ধরে।। বয়ান কনয়াচান্দ ছান্দে। কত সুধা বরিখয়ে থির নাহি বান্ধে।। রাজহংস প্রিয় সহচরে। কেহ ভেল মধুকর কেহ বা চকোরে।। নব নব নটন লহরী। প্রেম লছমি নাচে নদিয়ানগরী।। নব নব ভকতিরতনে। অযতনে পাইল সব দীন হীন জনে।। নয়নানন্দ কহে […] keyboard_arrow_right
  • কিবা শোভা রে মধুর বৃন্দাবনে
    কিবা শোভা রে মধুর বৃন্দাবনে। রাই কানু বসিল রতন সিংহাসনে।। রতনে নির্ম্মিত বেদী মানিকের গাঁথনি। তার মাঝে রাই কানু চৌদিকে গোপিনী।। হেমবরণী রাই কালিয়া নাগর। সোনার কমলে যেন মিলেছে ভ্রমর।। ললিতা বিশাখা আদি যত সখিগণ । আনন্দে দোঁহাররূপ করে নিরীক্ষণ।। দুই কান্ধে দুহুঁজন ভুজ আরোপিয়া। রাই বামে করি নাগর ত্রিভঙ্গ হইয়া।। ডালে বসি দুহুঁরূপ দেখে […] keyboard_arrow_right
  • কিবা সে ভুরুর ভঙ্গ ভূষণে ভূষিত অঙ্গ
    কিবা সে ভুরুর ভঙ্গ ভূষণে ভূষিত অঙ্গ কাম মোহে নয়নের কোণে। হাসি হাসি কথা কয় পরাণ কাড়িয়া লয় ভুলাইতে কত রঙ্গ জানে।। রসাবেশে হই ভোল মুখে না নিঃসরে বোল অধরে অধর পরশিল। অঙ্গ অবশ ভেল লাজ ভয় মান গেল জ্ঞানদাস ভাবিতে লাগিল।। keyboard_arrow_right
  • কিবা অপরূপ বেশ ধনী যে সাজিল
    কিবা অপরূপ বেশ ধনী যে সাজিল সব বেশ হৈল পয়োধরে দাগা দিল।। ভাবিতে ভাবিতে ধনী অনুমান করি। ধবলীর বৎস এক লয় কোলোপরি।। ছাপাইয়া পয়োধর বুকের কাঁচলি। আনন্দে চলিলা রাই মিলিতে মুরারি।। রাধা-কুণ্ড-তীরে আসি দিলা দরশন। সুবল দেখিয়া শ্যামের চমকিত মন।। কহ রে কহ রে সুবল তব কথা শুনি। কি লাগিয়া নাহি আইল রাধা বিনোদিনী।। সুবল […] keyboard_arrow_right
  • কিবা কহ নবদ্বীপ-চান্দ
    কিবা কহ নবদ্বীপ-চান্দ। শুনইতে সব মন বান্ধ।। আনহ নীল নিচোল। সব অঙ্গ ঝাঁপহ মোর।। চিরদিনে মীলব তায়। এত কহি কোন দিশে চায়। সোই ভাবে অবতার। রাধামোহন পহুঁ সার।। keyboard_arrow_right
  • কিবা কালিয়া রূপের ছটা
    কিবা কালিয়া রূপের ছটা। কুবলয়দল দলিত অঞ্জন জিনিয়া জলদঘটা।। কিবা বদনে মধুর হাসি। ঝরঝর ঝর ঝরয়ে অমিয়া জিনি শরদের শশী।। কিবা তেরছ নয়ানে চায়। ভেদয়ে অন্তর করে জর জর কি দিব উপমা তায়।। কিবা ভুরু ভ্রমরের পাঁতি। চন্দন তিলক ভালে ঝলমল মজায় যুবতি জাতি।। কিবা মকর কুণ্ডল কানে। দোলে ঘন ঘন ভুবন ভুলয়ে মদন না […] keyboard_arrow_right
  • কিবা নাম কোথায় থাকো কাহার রাখাল
    কিবা নাম কোথায় থাকো কাহার রাখাল। কাহার নন্দন তুমি রাখো কার পাল।। নব বৃন্দাবনে থাকো না মানো দোহাই। আমার সাক্ষাতে দিয়া কেন যাও নাই।। আপনার মান রাখো নহে যাও ফিরি। তোমার গৌরব আমি ভেদিতেহ পারি।। চণ্ডীদাস কহে শুন আমার বচন। তোমার লাগিয়া ফিরি গহন কানন ।। keyboard_arrow_right
  • কিবা রাতি কিবা দিন কিছুই না জানি
    কিবা রাতি কিবা দিন কিছুই না জানি। জাগিতে স্বপনে দেখি কালা রূপখানি।। আপনার নাম মোর নাহি পড়ে মনে। পরাণ হরিলে রাঙ্গা নয়ন-নাচনে।। কি খেনে দেখিলাম সই নাগর-শেখর। আঁখি ঝরে মন কাঁদে পরাণ ফাঁফর।। সহজে মুরতি খানি বড়ই মধুর। মরমে পশিয়া সে ধরম কৈলে চূর।। আর তাহে কত কত ধরে বৈদগধি। কুলেতে যতন করে কোন বা […] keyboard_arrow_right
  • কিবা রূপে কিবা গুণে মন মোর বান্ধে
    কিবা রূপে কিবা গুণে মন মোর বান্ধে। মুখে না নিঃসরে বাণী দুটি আঁখি কান্দে।। মনের মরম কথা শুনলো সজনি। শ্যাম বন্ধু পড়ে মনে দিবস রজনী।।ধ্রু।। চিতের আগুন কত চিতে নিবারিব। না যায় কঠিন প্রাণ কারে কি বলিব।। কোন্ বিধি সিরজিল কুলবতী বালা। কেবা নাহি করে প্রেম কার এত জ্বালা।। জ্ঞানদাস বলে মুঞি কারে কি বলিব। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ