• কিবা শোভারে মধুর বৃন্দাবনে
    কিবা শোভারে মধুর বৃন্দাবনে । রাইকানু বসিয়াছে রত্ন সিংহাসনে।। রতনে নির্মিত বেদী মাণিকের গাঁথনি। তার মাঝে রাই কানু চৌদিগে গোপিনী।। এক এক তরুর মূলে এক এক অবলা। নীলগিরি বেড়ি যেন কনকের মালা।। হেম বরণী রাই কালিয়া নাগর। সোনার কমলে যেন মিলল ভ্রমর।। নব-গোরোচনা গোরী শ্যাম ইন্দীবর। বিনোদিনী বিজুরী বিনোদ জলধর।। কাচ বেড়া কাঞ্চনে কাঞ্চন বেড়া […] keyboard_arrow_right
  • কিবা সে কহিব বঁধুর পিরিতি
    কিবা সে কহিব বঁধুর পিরিতি তুলনা দিব যে কিসে। সমুখে রাখিয়া মুখ নিরখয়ে পরাণ অধিক বাসে।। আপনার হাতে পান সাজাইয়া মোর মুখ ভরি দেয়। মোর মুখে দিয়া আদর করিয়া মুখে মুখ দিয়া নেয়।। মরোঁ মরোঁ সই বঁধুর বালাই লৈয়া। না জানি কেমনে আছয়ে এখনে মোরে কাছে না দেখিয়া।। করতলে ঘন বদন মাজই বসন করয়ে দূর। […] keyboard_arrow_right
  • কিবা সে কুণ্ডের শোভা রাই-কানু-মনো-লোভা
    কিবা সে কুণ্ডের শোভা রাই-কানু-মনো-লোভা চারি দিগে শোভে চারু ঘাট। নানা-মণি রত্ন-ছটা অপূর্ব্ব বরণ-ঘটা ফটিক-মণিতে বান্ধা বাট।। প্রতি পথের দুই-পাশে মাণিকের কুটীর আছে রতন-মণ্ডপ তার মাঝে। বৃক্ষ-চারা ঘাটে ঘাটে শোভে জল সন্নিকটে দুই দুই রত্ন-বেদী সাজে।। কুণ্ডের দক্ষিণ-ভাগে চম্পকের তরু-আগে রতন-হিন্দোলা মণিময়। পূর্ব্বেতে কদম্ব-মালা নানা-মণি-রত্ন-শালা বৃক্ষ-শ্রেণী পুষ্প বরিষয়।। পশ্চিমে রসাল-তরু তাহাতে হিন্দোলা চারু উত্তরে বকুল […] keyboard_arrow_right
  • কিবা সে দোঁহার রূপ
    কিবা সে দোঁহার রূপ। কিশোর-কিশোরী রস পসারই সরস রূপের কূপ।।ধ্রু।। অরুণ-কিরণে মলিন ইন্দু কুমুদ মুদিত লাজে। চান্দের ভরমে চকোর মাতল ইন্দীবর হাসে মাঝে।। চান্দের উপরে চান্দ পেখলুঁ ইন্দুর উপরে শশী। প্রেমের আবেশে পিয়ে রসসুধা খঞ্জনযুগল পশি।। যমুনাতরঙ্গে অরুণ উদয় তারার পসার তথা। অরুণ ঝাঁপিয়া তিমির রহল কিয়ে অদভুত কথা।। কনকলতার সুমেরুশিখর ঘনের জনম তায়। ঘনের […] keyboard_arrow_right
  • কিবা সে রাধার রূপ কিরণ তার অপরূপ
    কিবা সে রাধার রূপ কিরণ তার অপরূপ ছটায় গৌর নিধুবন। তাল তমাল বেল সব তরু গৌর ভেল গৌর ভেল নিকুঞ্জ-কানন।। গৌর সব সখিগণ গৌর নন্দনন্দন জগত গৌর সম ভেল। গৌর যমুনা-জল গৌর বনের ফুলফল রাই রূপে সব গৌর হইল।। কি আনন্দ বৃন্দাবনে হেরি রাই চান্দ বদনে বিনোদ নাগর হরষিত। শুক শারি আদি যত গুণ গায় […] keyboard_arrow_right
  • কিমত …পরম ইশ্বর বলি
    “… … … … কিমত পরম ইশ্বর বলি। দেব ঋসিকেস। তুমি নারায়ন তুমি দেব বনমালি।। … … … … … … অচ্চুত অনন্ত কায়া। তুমি মোক্ষ মার্গ তুমি হয় সর্গ দেবের মুরতি-ছায়া।। বেদ অধ্যায়ন জোতি। তুমি দিবাকর এ চন্দ্র-মণ্ডল তুমি সে দেবের গতি।। … … … … … … এ চোদ্য ব্রহ্মাণ্ড-কর্ত্তা। … … … […] keyboard_arrow_right
  • কিমু চন্দ্রাবলিরনয়গভীরা
    কিমু চন্দ্রাবলিরনয়গভীরা। অরুণদমুং রতি-বীরমধীরা।। অতিচিরমজনি রজনিরতিকালী। সঙ্গমবিন্দত নহি বনমালী।। কিমিহ জনে ধৃত-পঙ্ক-বিপাকে। বিস্মৃতিরস্য বভূব বরাকে।। কিমুত সনাতন-তনুরলঘিষ্ঠম্‌। রণমারভত সুরারিভিরিষ্টম্।। keyboard_arrow_right
  • কিয়ে গুরু গরবিত না মানে পাপ চিত
    কিয়ে গুরু গরবিত না মানে পাপ চিত আন না শুনে কান বিন্ধে । ও নব নাগর সব গুণে আগোর তায়ে সে পরাণ কান্দে।। সজনি ! ও বোল বল জনি আর। কি যশ অপযশ না ভাওয়ে গৃহবাস হইনু কুলের অঙ্গার ।। ধ্রু।। কি জানি কিবা হৈল কি খেণে পরশিল সে রস-পরশ-মণি। জাতি কুলশীল আপন ইচ্ছায় করিনু […] keyboard_arrow_right
  • কিয়ে শুভ দরশনে উলসিত লোচনে
    কিয়ে শুভ দরশনে উলসিত লোচনে দুহুঁ দোঁহা হেরি মুখ-ছান্দে। তৃষিত চাতকী নব জলধরে মিলল ভুকিল চকোর চারু চান্দে।। আধ নয়নে দুহুঁ রূপ নেহারই চাহনি আনহি ভাঁতি। রসের আবেশে দুহুঁ অঙ্গ হেলাহেলি বিছুরল প্রেম-সাঙ্গাতি।। শ্যাম সুখময় দেহ গোরী পরশে সেহ মিলায়ল যেন কাঁচা ননী। রাই তনু ধরিতে নারে আউলাইল আনন্দ ভরে শিরিষ কুসুম কোমলিনী।। অতসী কুসুম […] keyboard_arrow_right
  • কিয়ে অপরূপ ঝুলনকেলি
    কিয়ে অপরূপ ঝুলনকেলি শ্যামহৃদয়ে হৃদয় মেলি রাধা রহু লাগি। অপরূপ রূপ কি দিব তূল ইন্দিবর মাঝে চম্পকফূল নব নব অনুরাগি।। দুহুঁ তনু তনু সঘনে লাগ উঠয়ে দুহুঁক অঙ্গ পরাগ সরস মদন জাগি। অখিল রমণি উমতি গন্ধে উঠল লছিমি নাসিকা রন্ধ্রে ব্রতভয় দুরে ভাগি।। রতিরসময় রসিক-রঙ্গ রমণীমণি রময়ে সঙ্গ কেলি রভস মাগি। ঝুকিত ঝুলন ধরত তাল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ