• কিসের বাড়ী কিসের ঘর রে কিসের জমিদারী
    কিসের বাড়ী কিসের ঘর রে কিসের জমিদারী। সঙ্গের সঙ্গিয়া কেহই নাই তোর, কেবল একাশ্বরী।। ঐ যে তোমার ধন জন, সুন্দর সুন্দর স্ত্রী। কেহ নি যাইবে সঙ্গে যমে নিতে ধরি।। কিসের আশা, কিসের বাসা, কিসের লক্ষণছিরী। (আরে) কিছুই কিছুই নয়রে, সকলি গৌর হরি।। শুনরে হাছন আমার বচন, তুমি যে আমারি। ভবের মায়া ছাড়িয়ে সদায় থাক চরণ […] keyboard_arrow_right
  • কিসের লাগিয়া রাই হইলা মানিনী
    কিসের লাগিয়া রাই হইলা মানিনী। ভাগ্যে মিলয়ে হেন মধুর যামিনী।। ভাগ্যে মিলয়ে হেন রসময় কান্ত। তোহে বিমুখ বিহি বুঝল নিতান্ত।। অকারণ মানে খোয়লি নিজ দেহ। ঐছে কুমতি দরশায়ল কেহ।। ঐছন সহচরি শুনইতে বাত। সুবদনি হাসি ধুনায়ত মাথ।। কো মানিনি কাহে সাধসি এহ। কিয়ে পরলাপসি না বুঝয়ে কেহ।। নাগর কহ সখি কহসি বাণী। কাহে তুহুঁ ইহ […] keyboard_arrow_right
  • কী কাহ্ন নিরেখহ ভৌঁহ বিভঙ্গ
    কী কাহ্ন নিরেখহ ভৌঁহ বিভঙ্গ। ধনু মোহি সোপি গেল অপন অনঙ্গ।। কঞ্চনে কামে গঢ়ল কুচকুম্ভ। ভগইতে মনব দেইতে পরিরম্ভ।। চতুর সখী জন সারথি লেহ। আসেপ মোহি বাল্ক সসিরেহ।। রাহু তরাস চান্দ সঞো আনি। অধর সুধা মনমথে ধরু জানি।। জিবজঞো রাথঞো রহঞো মুগোধি। পিবি জনু হলহ লাগতি মোরি চোরি।। কৈতব করথি কলামতি নারি। গুণগাহক পহু বুঝথি […] keyboard_arrow_right
  • কী কুচ অঞ্চলে রাখহ গোয়ে
    কী কুচ অঞ্চলে রাখহ গোয়ে। উপচিত কতএ তিরোহিত হোএ।। উপজলি প্রীতি হঠহি দুর গেলি। নয়নক কাজরে মুখ মসি ভেলি।। তেঁ অবসাদে অবস ভেল দেহ। খত খরিআ সন ভেল সিনেহ।। জঞো বাজলি তঞো সংসঅ গেলি। আনি নবও নিধি জনি দেলি।। ভূনই বিদ্যাপতি এহু রস জান । রাজা সিবসিংঘ রূপনরায়ন লখিমা দেই রমান।। keyboard_arrow_right
  • কী পরবচনে কান্তে দেল কান
    কী পরবচনে কান্তে দেল কান। কী মন পললি কলামতি আন।। কি দিন দোসে দৈব ভেল বাম। কঞোনে কারণে পিআ নহিলে নাম।। এ সখি এ সখি দেহে উপদেস। এক পুর কাহ্ন বস মো পতি বিদেস।। আসাপাসে মদনে করু বন্ধ। জিবইতে জুবতি ন তেজ অনুবন্ধ।। অবধি দিবস নহি পাবিঅ ওল। অনিঅত জৌবন জীবন থোল।। কতকটা এইরূপ একটি […] keyboard_arrow_right
  • কী পহু পিসুন বচন দেল কান
    কী পহু পিসুন বচন দেল কান। কী পর কামিনি হরল গেআন।। কী পহু বিসরল পুরুবক নেহ। কী জীবন দহু পরল সন্দেহ।। ঝূঠা বচন সুইলাহু মোহি লাগি। তুরঅ বাঁধি ঘর লেসলি আগি।। কন্ত দিগন্ত গেলা হে কাঁ লাগি। সীতলি রঅনি বরিস ঘনে আগি।। কহব কলাবতি কন্ত হমার। বারিস পরদেস বসএ গমার।। সব পরদেসিআ একে সোভাব। গএ […] keyboard_arrow_right
  • কী ফল পরিচয়-কথন অনেক
    কী ফল পরিচয়-কথন অনেক। জানবি তব যব হব পরতেখ।। যো দরশনে হোয় পরম আনন্দ। সো অবধারবি যদুকুল চন্দ।। শুন তভু কহি কছু নিরুপম রূপ। জগজন লোচন-অমিয়া-স্বরূপ।। লাবণি-লহরি-ললিত সব অঙ্গ। ভ্রূ ধনু-নটন মদন-ধনু-ভঙ্গ।। দাড়িম দশন হসন সুধা-কেলি। বদন তুলনা নহ চাঁদ শত মেলি।। কত মরকত জিতি বাহু সুদণ্ড। গোপী-বসন হরণ হঠ চণ্ড।। পরিসর উর কিয়ে মরকত-ঠাট। […] keyboard_arrow_right
  • কী ভেলি কামকলা মোরি ঘাটি কি ওহে
    কী ভেলি কামকলা মোরি ঘাটি কি ওহে ন বুঝএ রসপরিপাটি। তীখর বচন কন্তে দিহু কান তে বিহিঁ করু মোর সম অবধান। ভমর হমর কিছু কহব সন্দেস কন্ত বসন্ত ন রহ দূর দেস। কী দহুঁ ভমর ততএ নহি নাদ পিক পঞ্চম ধুনি মধুর ননাদ। কী ধনুবান মদন নহি সাজ কী বিরহী নহি বিরহি সমাজ। keyboard_arrow_right
  • কী হমে সাঁঝক একসরি তারা
    কী হমে সাঁঝক একসরি তারা ভাদর চৌঠিক সসী। ইথি দুহু মাঝ কওন মোর আনন জে পহু হেরসি ন হঁসী।। (সাএ সাএ) কহহ কহহ কহ্নু কপট করহ জনু কি মোরা ভেল অপরাধে।। ন মোয়ঁ কবহু তুঅ অনুগতি চুকলিহু বচন ন বোলল মন্দা। সামি সমাজ হম পেমে অনুরঞ্জিয় কুমুদিনি সন্নিধি চন্দা।। ভনই বিদ্যাপতি সুনু বর জৌবতি মেদিনি […] keyboard_arrow_right
  • কীর কুটিল মুখ ন বুঝ বেদন দুখ
    কীর কুটিল মুখ ন বুঝ বেদন দুখ বোল বচন পরমানে। বিরহ বেদন দহ কোক করুন সহ সরূপ কহত কে আনে।। হরি হরি মোরি উরবসি কী ভেলী। জোহইতে ধাবও কতহু ন পাবও মুরছি খসওঁ কত বেলী।। গিরি নরি তরুঅর কোকিল ভ্রমর বর হরিন হাথি হিমধামা। সভক পরওঁ পয় সবে ভেল নিরদয় কেও ন কহে তসু নামা।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ