• বহুখণে পরিচয় ভেল
    বহুখণে পরিচয় ভেল। বিরহ-বেদন দূরে গেল।। দোঁহে দুহুঁ কোরে আগোরি। সহচরি হেরি বিভোরি।। অদভূত প্রেম-চরীত। হেরইতে চমকিত ভীত।। কোরহি দেখিতে না পায়। ঐছন না শুনি কোথায়।। পুন দোঁহে নিবিড় বিলাস। দুরে গেও বিরহ -হুতাশ।। গোবিন্দদাসক দাস। ইহ গুণ আনন্দে ভাষ।। keyboard_arrow_right
  • বহুখন নটন-পরিশ্রমে পহুঁ মোর
    বহুখন নটন-পরিশ্রমে পহুঁ মোর বৈঠল সহচর-কোর। সুশিতল মলয়-পবন বহ মৃদু মৃদু হেরইতে আনন্দ কো করু ওর।। দেখ দেখ অপরূপ গোরা দ্বিজ-রাজ। সুন্দর বদনে স্বেদ-কণ শোভন হেম-মুকুরে জনু মোতি বিরাজ।।ধ্রু।। বহুবিধ সেবনে সকল ভকতগণে শ্রম-জল সকল কয়ল যব দূর। নিজ গৃহে আওল গৌর দয়াময় পরিজন-হিয়ে আনন্দ পরিপূর।। সব সহচরগণে গেও নিকেতনে নিতি নিতি ঐছন করয়ে বিলাস। […] keyboard_arrow_right
  • বহুখন পদতলে যব রহুঁ কান
    বহুখন পদতলে যব রহুঁ কান। সখিগণ কহইতে ভাঙ্গল মান।। দুহুঁ জন গদ-গদ লোচন-লোর। কানু জানি তব কয়লহি কোয়।। কত কত প্রেম কয়ল পুন নাহ। ঘর সঙ্কীরণ-রস-নিরবাহ।। রাধামোহন-পহুঁ গুপত যো কারি। সো সুখ কো জন কহইতে পারি।। keyboard_arrow_right
  • বহুত যতনে হাম তোহে নিরমাওল
    বহুত যতনে হাম তোহে নিরমাওল নাম রাখিলাম রাধাকুণ্ড। বিনি অপরাধে বাদ করি দারুণ মোহে করলি ইহ দণ্ড।। সরসি রে ধিক্ তুয়া বারি। কৈছনে সলিল মাঝে নিমজায়লি সো বিধুবদন নেহারি।। কত জানি প্রাণ করত বিয়াকুলি তছু বক্ষ নহত শীতল। তুয়া নীরে ভাসত বংশী শিখী চন্দ্রিকা হেরি মঝু পরাণ বিকল।। যৈছন সখীগণ তুঁহু ভেলি তৈছন তৈছন হামারিও […] keyboard_arrow_right
  • বহুদিন পরে বঁধুয়া এলে
    বহুদিন পরে বঁধুয়া এলে । দেখা না হইত পরাণ গেলে।। এতেক সহিল অবলা বলে। ফাটিয়া যাইত পাষাণ হলে।। দুখিনীর দিন দুখেতে গেল। মথুরা নগরে ছিলে ত ভাল।। এ সব দুঃখ কিছু না গণি। তোমার কুশলে কুশল মানি।। এ সব দুঃখ গেল হে দূরে। হারান রতন পাইলাম কোরে।। (এখন) কোকিল আসিয়া করুক গান। ভ্রমরা ধরুক তাহার […] keyboard_arrow_right
  • বহুল-বারিদ-বরণ বন্ধুর
    বহুল-বারিদ- বরণ বন্ধুর বিজুরি-বিলসিত বাস। বিকচ-বান্ধলি- বলিত বারিজ বদন-বিম্ব পরকাশ।। বিহরতি বৃন্দাবনে বনমালি। বেঢ়ল ব্রজ-বধূ- বৃন্দ বিমোহিত বোলত বলি বলিহারি।। বকুল-বঞ্জুল- বল্লি-বলয়িত বিলোল-বহাঁবতংস। বিমল ভূষণ বেশ বাসিত বেকত বাওত বংশ।। বিশদ বারণ- বাহু-বৈভব বলয়-বন্ধ নিবন্ধ। বিবিধ বৈদগধি- বচন-বিরচন- বিবশ দাস গোবিন্দ।। keyboard_arrow_right
  • বহ্মরন্ধ্রে সহস্রদল পদ্মে রূপের আশ্রয়
    বহ্মরন্ধ্রে সহস্রদল পদ্মে রূপের আশ্রয়। ইষ্টে অধিষ্ঠাতা তার স্বরূপ লক্ষণ হয়।। সেই ইষ্টে যাহার হয় গাঢ় অনুরাগ। সেই জন লোক-ধর্ম্মাদি সব করে ত্যাগ।। কায়-মনোবাক্যে করে গুরুর সাধন। সেই ত কারণে উপজয়ে প্রেম ধন।। তাতে যদি কোন বাধা মনে উপজিবে। চণ্ডীদাস বলে সে নরকে ডুবিবে।। keyboard_arrow_right
  • বাঁকা শ্যামেরে কৈও নয়ান ত্রিভঙ্গে
    বাঁকা শ্যামেরে কৈও নয়ান ত্রিভঙ্গে ভাঙ্গে কুলধনি মান। ধু নাশে জ্ঞানমূল কিসে জাতিকুল যাচি যৌবন কর দান। জগত নাশক অস্থির ঘাতক তুয়া কটাক্ষের শর। মুঞি সে অবলা কোমল সরলা সহিতে সঙ্কট বড়। হেরি প্রাণ হরে অর্ধ-মৃত্যু করে এমন বধক কোথা। বিষপানে মরি কহিতে না পারি শ্যামের চরিত্র কথা। অবলা বধিলে কিবা সুখ মিলে রসিক নাগর […] keyboard_arrow_right
  • বাঁকুয়া পাঁচনী হাতে রঙ্গিয়া রাখাল সাথে
    বাঁকুয়া পাঁচনী হাতে রঙ্গিয়া রাখাল সাথে বাহির হৈলা রোহিণীনন্দন। শিঙ্গা দিয়া চাঁদ মুখে উভ করি দিলা ফুকে শিঙ্গারবে ভেদিল গগন।। পরিধান নীল ধটী গলে শোভে হেম কাঁঠি কোটি চন্দ্র জিনিয়া বদন। আকর্ণ শোভিত ঠান আঁখিযুগ ঘূর্ণমান শোভে কত রতন-ভূষণ।। এক কানে কোকনদ দেখিতে লাগয়ে সাধ আর কানে মকরকুণ্ডল। জিনি ময়মত্ত হাতী গমন মন্থরগতি ধরণী করয়ে […] keyboard_arrow_right
  • বাজত তাল রবাব পাখোয়াজ
    বাজত তাল রবাব পাখোয়াজ নাচত যুগল কিশোর । অঙ্গ হেলাহেলি নয়ন ঢুলাঢুলি দুঁহু দোঁহা মুখ হেরি ভোর।। চৌদিগে সখি মেলি গাওত বাওত করহি করহি কর জোড়। নবঘন পরে জনু তড়িত লতাবলি দুহুঁ রূপ অধিক উজোর।। বীণা উপাঙ্গ মুরজ সরমণ্ডল বাজত থোরহি থোর। অনন্তদাসপহুঁ রাইমুখ নিরখই যৈছন চান্দ চকোর।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ