বাজে ঝনন ঝুনিয়া। মণির মেখলা কঙ্কণ বলয়া মঞ্জীর একুই হইয়া।। ঝুলে রাই শ্যাম শোভা অনুপাম জলদ-দামিনী জ্যোতি। তলে সখী তার উড়ু-পরিবার ইহ অপরূপ-ভাতি।। বিপঞ্চীর তাল মহতী মিশাল অনঙ্গ মুগধে ধায়। মঙ্গল মালব কেদার ভৈরব মল্লার মিশাই গায়।। মৃদঙ্গ মন্দিরা বীণা সপ্ত-স্বরা মুরজ করিয়া সাথী। বায়ে সখীগণ আনন্দিত মন দোঁহার প্রেমেতে মাতি।। ললিতা অবলা তরুণী তরলা […]
keyboard_arrow_right