• বালা রমনী রমনে নহি সুখ
    বালা রমনী রমনে নহি সুখ। অন্তরে মদন দিগুন দেই দুখ।। সব সখি মেলি সুতায়ল পাস। চমকি চমকি ধনি ছাড়য়ে নিসাস।। করইত কোরে মোড়ই সব অঙ্গ। মন্ত্র ন সুনএ জনু বাল ভুজঙ্গ।। ভনই বিদ্যাপতি সুনহ মুরারি। তুহু রস সাগর মুগধিনি নারী।। keyboard_arrow_right
  • বালি বিলাসিনি জতনে আনলি
    বালি বিলাসিনি জতনে আনলি রমন করব রাখি। জৈসে মধুকর কুসুম ন তোড় মধু পিব মুখ মাখি।। মাধব – করব তৈসনি মেরা। বিনু হকারেও সুনিকেতন আবএ দোসরি বেরা।। সিরিস কুসুম কোমল ও ধনি তোহহু কোমল কাহ্ন। ইঙ্গিত উপর কেলি জে করব জে ন পরাভব জান।। দিনে দিনে দূন পেম বঢ়াওব জৈসে বাঢ়সি সসী। কৌতুকহু কিছু বাম […] keyboard_arrow_right
  • বালি বিলাসিনী মনসিজ নাট
    বালি বিলাসিনী মনসিজ নাট। অব কছু কছু সমুঝয়ে রসপাঠ।। শশিমুখী রহি রহি লহু লহু বোলে। প্রিয়তম শ্রবণে অমৃতরস লোলে।। যত যত করে ধনী কাকুতি কম্পে। বিদগধ ততহি গাঢ় পরিরম্ভে।। হরিণ নয়ানী সঘনে শিতকার। টুটুত কুচ কঞ্চুক মণিহার।। নির্ভর বিম্ব অধরপর দংশে। অনুভবি মনমথ রসে পরশংসে।। ঘন দামিনী মিলি কেলি বিলাস। সখীজন নয়ন শিখিনী সহাস।। কঙ্কণ […] keyboard_arrow_right
  • বাঁশী বাজলে কি আয়রে শশী
    বাঁশী বাজলে কি আয়রে শশী, বংশী ধ্বনি শুনলে আসে হয়ে মন উদাসী। বাঁশীর মূলে হৃদয় খুলে, কান পাতিল যে জনা, শুনে ধ্বনি মাবুদ্‌ গণি, কেবলমাত্র শূন্যে বসি। ডাকে বাঁশী শূন্যে বসি, জগজ্জনে বেরিয়ে, প্রাণটি খুলে উত্তর দিলে, গলে লাগে তার ফাঁসি। মন-চোরা দিবে ধরা, ঐ মোহন বাঁশী রবে, বাঁশীর গতি হয়ে পান্থি, উলট কর কালনিশি। […] keyboard_arrow_right
  • বাঁশী বাজান জানো না
    বাঁশী বাজান জানো না। অসময়ে বাঁজাও বাঁশী পরাণ মানে না।।ধু যখন আমি বৈসা থাকি গুরুজনার কাছে। তুমি নাম ধৈরা বাজাও বাঁশী আমি মরি লাজে।। ওপার হৈতে বাজাও বাঁশী এপার হৈতে শুনি। অভাগিয়া নারী হাম হে সাঁতার নাহি জানি।। যে ঝাড়ের বাঁশের বাঁশী সে ঝাড়ের লাগি পাঁও। জড়েমূলে উপাড়িয়া যমুনায় ভাসাও।। চাঁদকাজী বলে বাঁশী শুনে ঝুরে […] keyboard_arrow_right
  • বাঁশী দূতপণা কতেক প্রকারে
    বাঁশী দূতপণা কতেক প্রকারে বাজিল রসের তান। তবু না আওল বৃষভানু-সুতা রহল নিভৃত মান।। বিনোদ নাগর হইল কাতর ত্যজল সকল সুখ। রাধা পথ পানে চাহি ঘনে ঘনে বাড়ল বিরহ দুখ।। ক্ষেণে কত বেরি উঠল মুরারি সঘনে নিশ্বাস নাসা। অলসে কাতর রসিক নাগর না কহে একহি ভাষা।। না জানি কোথারে পড়ল মাথার পিঞ্ছ মুকুট চূড়া। কোথা […] keyboard_arrow_right
  • বাঁশী দূতিপনা কতেক প্রকারে
    বাঁশী দূতিপনা কতেক প্রকারে বাজল রসের তান। তবু না আওল বৃষভানু-সুতা রহল নিভৃত মান।। বিনোদ নাগর হইলা কাতর তেজিল সকল সুখ। রাধা-পথ পানে চাহি ঘনে ঘনে বাড়ল বিরহ-সুখ।। খেণে কত বেরি উঠল মুরারি সঘনে নিশ্বাস নাসা। আলসে কাতর রসিক নাগর না কহে একহি ভাষা।। না জানি কোথারে পড়ল মাথার পিঞ্চ-মুকুট-চূড়া কোথা না পড়ল কটির ঘাগর […] keyboard_arrow_right
  • বাঁশী ফুঁকে মনচোরা নাম ধরিয়ে ডাকে
    বাঁশী ফুঁকে মনচোরা,নাম ধরিয়ে ডাকে বাঁশী আলিফ-লাম-রা। বাজে বাঁশী মন উদাসী কদম ডালে লীলা, সঙ্কেত জানি বংশী ধ্বনি, ধর-গে’লো সই তরা তরা। টল্‌ টলাটল করতু অটল, আলিফ্‌ লাম মিমে, দালে লামে বাঁধে কামে মুর্শিদ বাণী করতু সারা। তিন তার গৌরাঙ্গ ঘুরে, চালাও তরী ভাব সাগরে, ডুব্ দিয়ে যা অতল নীরে, দেখবেরে মুখ হাসি ভরা। লুপ্তাকারে […] keyboard_arrow_right
  • বাঁশী বাজানো জান না
    বাঁশী বাজানো জান না। অসময়ে বাজাও বাঁশী পরাণ মানে না।। যখন আমি বৈসা থাকি গুরুজনার মাঝে। নাম ধৈরা বাজাও বাঁশী আমি মৈরি লাজে।। ওপার হৈতে বাজাও বাঁশী এপার হইতে শুনি। বিরহিণী নারী আমি হে সাঁতার নাহি জানি।। যে ঝাড়ের বাঁশী সে ঝাড়ের লাগি পাঁও। ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাঁও।। চাঁদ কাজী বলে বাঁশী শুনে ঝুরে […] keyboard_arrow_right
  • বাঁশী রবে উনমত পুলকিত মনে
    বাঁশী রবে উনমত পুলকিত মনে। সাজল নিকুঞ্জ বনে শ্যাম দরশনে।। মণিময় আভরণ বিচিত্র বসনে। সখীগণ সঙ্গে রঙ্গে করিলা গমনে।। গজেন্দ্র গমনে যায় রাই বিনোদিনী। রমণীর শিরোমণি কানু মন মোহিনী।। চলিতে না পারে রাই নিতম্বের ভরে। ধৈরজ ধরিতে নারে মুরলীর স্বরে।। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায়। মাধবীলতার তলে পাইলা শ্যাম রায়।। আইস আইস বিনোদিনী ডাকে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ