• বাঁশীর স্বরে পূরে যন্ত্র রাধা হৃদান্তরে
    বাঁশীর স্বরে পূরে যন্ত্র রাধা হৃদান্তরে। ধু রাধার মন্দির মাঝে, পঞ্চ শব্দে বাদ্য বাজে, রাধা কাল নিদ্রায় পীতিত। রাধিকার হৃদে বসি। দামোদরে ফুকে বাঁশী, প্রেম বশে গাহে যন্ত্রগীত। রাধিকার কায় মনে, ঠাকুরের বৃন্দাবনে, ষট্‌ ঋত রাগ তথা বৈসে। ছয় চক্র তান ঘর, তাতে সপ্ত সরোবর, রাজহংস শত পদ্মে ভাসে। বৃন্দাবনে বনমালী, রাধা সঙ্গে করে কেলি, […] keyboard_arrow_right
  • বাঁশীর নিঃস্বান কাণে সান্ধাইল বিষস্বরে
    বাঁশীর নিঃস্বান কাণে সান্ধাইল বিষস্বরে এ অঙ্গ জ্বলিয়া গেল মোর। কেবা করে প্রাণ দান সেচয়ে বা কোন জন তবে যায় এ দুখের ওর।। সই, হিয়া মোর কেন কাঁপে। নয়ানে ঝরয়ে নীর পরাণ না রহে স্থির এ বাঁশীর মধুর আলাপে।। মিলাইছে শিলারাজি চকিত হইল শশী মোর কাছে নাচিছে আসিয়া। নারীর যৌবন ধন তাতে তার আছে মন […] keyboard_arrow_right
  • বাঁশীর নিঃস্বান কাণে সান্ধাইল বিষস্বরে
    বাঁশীর নিঃস্বান কাণে সান্ধাইল বিষস্বরে এ অঙ্গ জ্বলিয়া গেল মোর। কেবা করে প্রাণ দান সেচয়ে বা কোন জন তবে যায় এ দুখের ওর।। সই, হিয়া মোর কেন কাঁপে। নয়ানে ঝরয়ে নীর পরাণ না রহে স্থির এই বাঁশীর মধুর আলাপে।। মিলাইছে শিলারাজি চকিত হইল শশী মোর কাছে নাচিছে আসিয়া। নারীর যৌবন ধন তাতে তার আছে মন […] keyboard_arrow_right
  • বাঁশীর সুরে যুবতীর মনহরা সখি গো
    বাঁশীর সুরে যুবতীর মনহরা সখি গো কুলনাশা বাঁশীয় কি এই ধারা। ধু আর সখি গো বিরহ বিচ্ছেদ আনলে নারীর মন সদায় পুড়ে আসব বইলে নিশি হইল সারা।। না পুরিল মনের সাদ ঘরে সদায় পরিবাদ রাত্রদিন ননদী দেয় পাহারা । সখি গো যখন শয্যায় শুইয়া যাই বলে শুনি রাই রাই কর্ণপাতে হই যাই বুদ্ধিহারা।। নিদ্রাভঙ্গ হইয়া […] keyboard_arrow_right
  • বাঁশীরব শুনি কানে চিত না ধৈরয মানে
    বাঁশীরব শুনি কানে চিত না ধৈরয মানে অমনি উঠিলা রসবতী। কে যাবে আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে ভেটিবারে গোকুলের পতি। ললিতা কহেন রাধে সাজাইব মনসাধে এমনি যাইবে কেনে ধনি। শেষে সব সখীসঙ্গে বিপিন বিহার রঙ্গে যেতে হবে তাও মোরা জানি।। রাইক সাজন ভালে লবঙ্গ মালতী মালে হরিচন্দনের বিন্দুভালে। দোসূতি মুকুতার মালা আনি এক ব্রজবালা তুলি […] keyboard_arrow_right
  • বাশুলী কহিছে শুন হে দ্বিজ
    বাশুলী কহিছে শুন হে দ্বিজ। কহিব তোমারে সাধন-বীজ।। প্রথম দুয়ারে মদের গতি। দ্বিতীয় দুয়ারে আসক স্থিতি।। তৃতীয় দুয়ারে কন্দর্প রয়। কন্দর্প রূপেতে শ্রীকৃষ্ণ কয়।। আসক রূপেতে শ্রীরাধা কই। মদরূপ ধরি আমি সে হই।। সাতাশী আঁখরে সাধিবে তিনে। একত্র করিয়া আপন মনে।। রতির আকৃতি আসক রয়। রসের আকৃতি কন্দর্প হয়।। তিনটি আঁখরে রতিকে যজি। পঞ্চম আঁখরে […] keyboard_arrow_right
  • বাস জাগরণে নিকুঞ্জ ভবনে
    বাস জাগরণে নিকুঞ্জ ভবনে আউলায় অলস ভরে। সুতলি কিশোরী আপনা পাসরি পরাণনাথের কোরে।। সখি হের দেখসি যাবা। নিন্দ যায় ধনি ও চান্দবদনী শ্যাম অঙ্গে দিয়া পা।। জলদ বরণে অধিক শোভিছে রাইয়ের চরণখানি। এ তিন ভুবনে তুলনা নাহিক কোরে নব কামিনী।। নাগরের বাহু সিথান হয়্যাছে বিথার বসন ভূষা। নিশ্বাসে দুলিছে নাসার বেসর মুখে হাসি আছে মিশা।। […] keyboard_arrow_right
  • বাসক গেহ গমন শুনি শ্যামর
    বাসক গেহ গমন শুনি শ্যামর দেয়ই বেণু-নিসান। তিন মঝু গমন বিলম্বহি সো ধনি কলপ-কোটি অনুমান।। ধনি ধনি রাইক সোহাগ। যো জগজীবন যুবতি প্রাণধন তাহারি পরাণ সম জাগ।। তছু প্রেমে আকুল মৌলি বকুলফুল আভরণ পন্থহি ডারি। চলল সিন্ধুর গতি নাহি জন সঙ্গতি উপনিত ভেল যাঁহা নারি।। দেখি ধনি নাগর আনন্দ-সাগর সফল দেহ করি মান।। জীবন যৌবন […] keyboard_arrow_right
  • বাসিত বিশদ বাস-গেহে বৈঠত
    বাসিত বিশদ বাস-গেহে বৈঠত বহ্নি-ভবন বলি উঠই । বরিহা-বিরচিত বীজন বিজইতে বিষধর-বিষ সম বলই।। বলানুজ বুঝলহোঁ বহুবিধ বোধি। বরবিধু-বয়নি বিনোদিনি বল্লবি বুড়ত বিরহ-পয়োধি।। বিগলিত-বলয় বাহু বিস-বল্লরি বিলপই বিপিন-বিতান। বিছুরল বেশ-বিলাস বিলাসিনি বহু বৈদগধি-বিধান।। ব্রজ বনিতা বসুধা-তলে বিলুঠই বিঘটিত বিমল শয়ান। বিরমিত বচন বিচারই বাউরি গোবিন্দদাস রস গান।। keyboard_arrow_right
  • বাহির হইয়া দেখ রে রাধা বিনোদ রায় সাজে
    বাহির হইয়া দেখ রে রাধা বিনোদ রায় সাজে। গো-ধেনু লইয়া রঙ্গে চলে কানু আন সঙ্গে চলিলে চলিতে সুরঙ্গ সিঙ্গাটি বাজে । ধু আগে পাছে শত ধেনু তার মাঝে রামকানু সঙ্গে করি বলরাম ভাই। সবে বোলে ভাই কানু-রামে লইল শিঙ্গা বেণু তার সাথে চল গীত গাই। দিল্লীর আগে বিস্তর দূর তার মাঝে ইসলামপুর তাতে রামকানু করে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ