বাঁশীর স্বরে পূরে যন্ত্র রাধা হৃদান্তরে। ধু রাধার মন্দির মাঝে, পঞ্চ শব্দে বাদ্য বাজে, রাধা কাল নিদ্রায় পীতিত। রাধিকার হৃদে বসি। দামোদরে ফুকে বাঁশী, প্রেম বশে গাহে যন্ত্রগীত। রাধিকার কায় মনে, ঠাকুরের বৃন্দাবনে, ষট্ ঋত রাগ তথা বৈসে। ছয় চক্র তান ঘর, তাতে সপ্ত সরোবর, রাজহংস শত পদ্মে ভাসে। বৃন্দাবনে বনমালী, রাধা সঙ্গে করে কেলি, […]
keyboard_arrow_right