• চিত্র-পট করে লৈয়া রসবতী রাই
    চিত্র-পট করে লৈয়া রসবতী রাই। মিলাই দেখই ধনি অনিমিখে চাই।। চরণে চাহিয়া দেখে সোণার নূপূর। নখ-চন্দ্র শোভা করে অতি সুমধুর।। কটি-তটে পীত বাস মেঘেতে বিজুরী। নিতম্বে কিঙ্কিণী তাহে আছে সারি সারি ।। দর্পণে মণ্ডিত দেখে হৃদয়-বলনি। বনমালা-মাঝে দোলে কৌস্তুভ-মণি।। কোটি-চাঁদ জিনি শোভা অধর-বান্ধুলী। মুখ-মাঝে বিরাজিত মোহন-মুরলী।। কপালে তিলক-পাঁতি অলকিত গণ্ড। চাঁচর চিকুরে শোভে মউর-শিখণ্ড।। আপনা […] keyboard_arrow_right
  • চির দিনে মীলল রাইক পাশ
    চির দিনে মীলল রাইক পাশ। উঠই না পারই বিরহ-হুতাশ।। বাম পাণি দেই দখিণ শরীরে। চেতন হোয়ল হাতক ভারে।। আঁখি মেলি হেরইতে উঠই না পার নাগর লেয়ল কোরে আপনার।। বিরহিণি বামে করি বৈঠল কান। বিরহিণি মানল স্বপন সমান।। পূরল যতহুঁ-মরম অভিলাষ। কছু নাহি বুঝল বলরাম দাস।। keyboard_arrow_right
  • চীরপবনে ধনি শীতল ভেল
    চীরপবনে ধনি শীতল ভেল। ছরম ঘরম সব দুরহিঁ গেল।। বৈঠল দুহুঁ যব শেজক মাহ। তব অনুমানল রসিক সুনাহ।। রাইক ইহ সব কপট তরাস। বুঝিয়া রসিকবর লহু লহু হাস।। তহিঁ পুন চুম্বই রাই-বয়ান। দুহুঁ জন মরমে হানল পাঁচ বাণ।। পুন বিলসয়ে দুহুঁ হেরইতে ধন্দ। কহ কবিশেখর ইহ পরবন্ধ।। keyboard_arrow_right
  • চূড়ক চূড়ে শিখণ্ডি শিখণ্ডক
    চূড়ক চূড়ে শিখণ্ডি শিখণ্ডক মণ্ডিত মালতি-মাল। সৌরভে উনমত ভ্রমরা ভ্রমরি কত চৌদিশে করত ঝঙ্কার।। সজনি! কো কহ কাম অনঙ্গ। কেলি-কদম্ব-তলে সো রতি-নায়ক পেখলুঁ নটবর-ভঙ্গ।। কতহুঁ বিষমশর নয়ন-তুণ ভর সঞ্চরু ভাঙ-কামান। নাগরি-নারি মরম মাহা হানই লখই না পারই আন।। শ্রুতি-মূলে চঞ্চল মণিময় কুণ্ডল দোলত মকর-আকার। গোবিন্দদাস অতয়ে অনুমানল মদনমোহন অবতার।। keyboard_arrow_right
  • চূড়ক চূড়ে ময়ূর শিখণ্ডক
    চূড়ক চূড়ে ময়ূর শিখণ্ডক মণ্ডিত মালতি মাল। সৌরভে উনমত ভ্রমরা ভ্রমরি কত চৌদিগে করত ঝঙ্কার।। সজনি! কো কহে কাম অনঙ্গ। কেলি কদম্বতলে সো রতিনায়ক পেখলুঁ নটবরভঙ্গ।।ধ্রু।। কতহুঁ বিষম শর নয়নতূণ ভর সঞ্চরু ভাঙ কামানে। নাগরি নারি- মরম মাহা হানই লখই না পারই আনে।। শ্রুতিমূলে চঞ্চল মণিময় কুণ্ডল দোলত মকর আকার। গোবিন্দদাসিয়া অতয়ে অনুমানল মদনমোহন অবতার।। keyboard_arrow_right
  • ছি ছি মানের লাগি শ্যাম বঁধুরে
    ছি ছি মানের লাগি শ্যাম বঁধুরে হারাইয়া ছিলাম। শ্যামল সুন্দর মধুর মুরতি পরশে শীতল হৈলান।। শ্রীমধুমঙ্গলে আন কুতূহলে ভুঞ্জাও ওদন দধি। হারা-ধন যেন পুনহি মিলল সদয় হইল বিধি।। নিজ সুখরসে পাপিনী পরশে না জানে পিয়ার সুখ। কহে চণ্ডীদাসে এ লাগি আমার মনেতে উঠয়ে দুখ।। keyboard_arrow_right
  • জটিলা কহয়ে বধূর ঠাঞি
    জটিলা কহয়ে বধূর ঠাঞি। তুরিতে ভোজন করহ মাই।। আয়ান ভোজন করিয়া গেল। দুঃশীলা কুটিলা শয়ন কৈল।। আন্ধল নয়নে না সুজে মোরে। না পারি বসিতে নিন্দের ভরে।। আপনি বাছনি করহ সাতি। দেখিতে দেখিতে বাঢ়িল রাতি।। তিলেক সোয়াথ নাহিক তোর। নয়ন-পুতলি তুমি সে মোর।। এঘর করণ তোহারি হাথ। শপথি করিয়ে ঝিয়ের মাথ।। দেবর দুর্মেধ করিবে মো। আমার […] keyboard_arrow_right
  • জটিলা শাশ ফুকরি তহিঁ বোলত
    জটিলা শাশ ফুকরি তহিঁ বোলত বহুরি বেরি কাহে থাড়ি। ললিতা কহত অমঙ্গল শূনল সতি পতিভয় অব গাঢ়ি।। শুনি কহে জটিলা ঘটিল কি অকুশল ঘর সঞে বাহির হোয়। বহুরিক পাণি পাণি ধরি হেরই কিয়ে অকুশল কহ মোয়।। যোগেশ্বর ফেরি বহুরি পাণি ধরি কুশল করব বনদেব। এহ এক অঙ্ক বঙ্ক নিশঙ্কহু বনহিঁ পশূপতি সেব।। পূজক মন্ত্র তন্ত্র […] keyboard_arrow_right
  • জনন্নাথ মিশ্রের সুকৃতিবীজ হইতে
    জনন্নাথ মিশ্রের সুকৃতিবীজ হইতে জনমিল গৌর কল্পতরু নদীয়াতে।। যতনে নিতাই মালী সে তরু সেবিল। নানা শাখা উপশাখা তাহার হইল।। ধরিল তাহাতে অদভুত প্রেমফল। আনন্দে নিতাই মালী সে ফল পাড়িয়া। দীন দুঃখী জনে দেয় দুহাতে বিলাঞা।। সে ফলের রস যেন সুধাকরসুধা। যে জন চুষিয়া খায় যায় তার ক্ষুধা।। আপনি সে ফল খাইয়া নিত্যানন্দ মালী। উনমত হৈয়া […] keyboard_arrow_right
  • জনম অবধি পীরিতি-বেয়াধি
    জনম অবধি পীরিতি-বেয়াধি অন্তরে রহিল মোর। থেকে থেকে উঠে পরাণ যে ফাটে জ্বালার নাহিক ওর।। সই, এ বড় বিষম বেথা। কানুর কলঙ্ক জগতে হইল জুড়াইব আর কোথা।। বেয়াধি অবধি করিয়ে সমাধি পাইয়ে ওঝার লাগি। এমতি ঔষধি হয় অল্প মূল্য লয় হিয়ার ঘুচাই আগি।। জনম অবধি কণ্টক ননদী জ্বালাতে জ্বালিলে মূল। তাহার অধিক দ্বিগুণ জ্বালাল খলের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ