• জাতি জীবন ধন কালা
    জাতি জীবন ধন কালা। তোমার আমারে যে বল সে বল কালিয়া গলার মালা।। সই, ছাড়িতে বল যদি তারে। অন্তর সহিত সে প্রেম জড়িত কে তারে ছাড়িতে পারে।। ধ্রু।। যে দিন যেখানে যেই সব লীলা করেন কালিয়া কানু। সঙ্গের সঙ্গিনী হইয়া রহিনু শুনিতাম ও মৃদু বেণু।। এতরূপে নহে হিয়া পরতীত যাইতাম কদম্বের তলা। চণ্ডীদাসে কহে এত […] keyboard_arrow_right
  • জানলুঁ রে হরি তোহারি সোহাগ
    জানলুঁ রে হরি তোহারি সোহাগ। যাকর দেহলি রজনি গোঙায়লি তাহি করহ অনুরাগ।। রতি-রণ-পণ্ডিত বেশ অখণ্ডিত ঘন ঘন মোড়সি অঙ্গ। তে অনুমানিয়ে বেকত উজাগরি বিঘটিত ভামিনি-সঙ্গ।। মতি অনুরূপ গতি এহ বচন সতি আজু দেখলুঁ পরতেক। যো পরবঞ্চক বিহি তাহে বঞ্চউ দুরজন দেখি না দেখ।। তুহুঁ রস-সাগর বিদগধ নাগর হাম মুগধিনি কুল-নারী। গোবিন্দদাস কহই তুয়া হরি সঞে […] keyboard_arrow_right
  • জানলুঁ রে হরি তোহারি সোহাগ
    জানলুঁ রে হরি তোহারি সোহাগ। যাকর দেহলি রজনি গোঙায়লি তাহি করহ অনুরাগ।।ধ্রু।। রতিরণ পণ্ডিত বেশ অখণ্ডিত ঘন ঘন মোড়সি অঙ্গ। তে অনুমানিয়ে বেরথ উজাগরি বিঘটিত ভামিনি সঙ্গ।। মতি অনুরূপ গতি এহ বচন সতি আজু দেখলুঁ পরতেক। যো পরবঞ্চক বিহি তাহে বঞ্চউ দুরজন দেখি না দেখ।। তুহুঁ রসসাগর বিদগধ নাগর হাম মুগধিনি কুল-নারী। গোবিন্দদাসিয়া কহই তুয়া […] keyboard_arrow_right
  • জানিল গোঠেরে আজি যাবে নীলমণি
    জানিল গোঠেরে আজি যাবে নীলমণি। মনের সাধে করে বেশ যশোদা রোহিণী।। কপালে রচিঞা দিল চন্দনের রেখা। চূড়াটি বান্ধিঞা দিল ময়ূরের পাখা।। শ্যাম অঙ্গে বিরাজিত ধাতু প্রবাল। ঝলমল করে মণি-মুকুতার মাল।। কাছিঞা পরাএ পীত ধটি কটি মাঝে। দুগাছি নূপুর দিল চরণে-পঙ্কজে।। না চলিতে চুএ ঘাম শ্রীমুখ-কমলে। পুন পুন মোছে রাণী নেতের আঁচলে।। বলরাম দাস কহে রাম […] keyboard_arrow_right
  • জীবের ভাগ্যে অবনী বিহরে দুইভাই
    জীবের ভাগ্যে অবনী বিহরে দুইভাই। ভুবন মোহন গোরাচাঁদ নিতাই।। কলিযুগে জীব যত ছিল অচেতন। হরিনামামৃত দিয়া করিল চেতন।। হেন অবতার ভাই কভু শুনি নাই। পাতকী উদ্ধার কৈলা ঘরে ঘরে যাই।। হেন অবতার ভাই নাহি কোন যুগে। কোন্ অবতারে হেন পাপীর পাপ মাগে।। রুধির পাড়িল অঙ্গে করিয়া প্রহার। যাচি প্রেম দিয়া তার করিলা উদ্ধার।। নামপ্রেমসুধাতে ভরিল […] keyboard_arrow_right
  • ঝুলত গোরাচাঁদ সুন্দর রঙ্গিয়া
    ঝুলত গোরাচাঁদ সুন্দর রঙ্গিয়া। প্রেমভরে হৈয়া ডগমগিয়া। রাধার ভাবেতে ধারা বয়ানেতে ভাসে। ভাব বুঝি গদাধর ঝুলে বাম পাশে।। মুরলী বলিয়া চাহে বদন হেরিয়া। বাসু ঘোষ গায় গোরাগুণ সোঙরিয়া।। keyboard_arrow_right
  • ঝুলনা হইতে নামিলা তুরিতে
    ঝুলনা হইতে নামিলা তুরিতে রসবতী রস-রাজ। রতন-আসনে বসিলা যতনে রতন মন্দির মাঝ।। সুচামর লেই বীজন বীজই সেবা-পরায়ণা সখী। সুবাসিত জলে বদন পাখালে বসনে মোছাঞা দেখি।। থারি ভরি কোই বিবিধ মিঠাই ধরি দুহুঁ-সম্মুখে। সখীগণ সহে কতহুঁ কৌতুকে ভোজন করিল সুখে।। তাম্বুল সাজাঞা কোন সখী লৈয়া দোঁহার বদনে দিল। এ কেশ-কুসুমে আপাদবদনে নিছিয়া নিছিয়া নিল। কুসুম-তলপে অলপে […] keyboard_arrow_right
  • ঝুলনা হইতে নামিলা তুরিতে
    ঝুলনা হইতে নামিলা তুরিতে গগনে নিরখি বেলা। ফুল তুলিবারে চলিলা সত্বরে সকল আভীর বালা।। ভরি ফলফুলে শাখা সব লোলে আসিয়া পরশে মূল। সখি সব মেলি করিয়া ধামালি তোলয়ে বিবিধ ফুল।। সকল কানন মণির বান্ধন পরাগে পূরিত বাট। করি মধুপান অলি করে গান ময়ূরী করয়ে নাট।। সুগন্ধি করবী তোলয়ে মাধবী অশোক কিংশুক জবা। এ থলকমল তোলয়ে […] keyboard_arrow_right
  • ঝুলিতে ঝুলিতে কানু চাঁদ মুখে লৈয়া বেণু
    ঝুলিতে ঝুলিতে কানু চাঁদ মুখে লৈয়া বেণু রাই বলে আলাপ মল্লার। ভাল বলি আলাপিতে রাইয়ের কটাক্ষ পাতে ভুলি গেই ও নন্দ কুমার।। দেখি হাসে যতেক আহিরী। মল্লার আলাপিতে গান্ধার গৌরী খেণে সুহই খেণে আসোয়ারী।।ধ্রু।। তহি রসবতী হাসি আপনে বাজান বাঁশী বিধিমতে আলাপে মল্লার। গগন ঢাকিল মেঘে সভে চমৎকার দেখে সখীগণে বোলে বলিহার।। রাই মন বুঝি […] keyboard_arrow_right
  • টারল হৈমন শিশিরক অন্ত
    টারল হৈমন শিশিরক অন্ত। টোয়ত অব ধনি সময় বসন্ত।। টুটল তুয়া অবধিক পরথাব। টলমল জীবন রহ কিয়ে সব।। ঠামহিঁ ইহ যদুপতি রহু ভোরি। ঠেরত কৈছে সময় উহ গোরি।। ডগডহ বিরহ সহই না পার। ডারল মণিময় অভরণভার।। ডরে নাহি ছোড়ত সহচরি সঙ্গ। ডুবত ধনি জনি মদন-তরঙ্গ।। ঢরঢর অহনিশি উতপত লোর।। ঢীট কানু তুহু কপট বিলাস। ঢীটে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ