জাতি জীবন ধন কালা। তোমার আমারে যে বল সে বল কালিয়া গলার মালা।। সই, ছাড়িতে বল যদি তারে। অন্তর সহিত সে প্রেম জড়িত কে তারে ছাড়িতে পারে।। ধ্রু।। যে দিন যেখানে যেই সব লীলা করেন কালিয়া কানু। সঙ্গের সঙ্গিনী হইয়া রহিনু শুনিতাম ও মৃদু বেণু।। এতরূপে নহে হিয়া পরতীত যাইতাম কদম্বের তলা। চণ্ডীদাসে কহে এত […]
keyboard_arrow_right