• তখন নাপিত আসি প্রভুর সম্মুখে বসি
    তখন নাপিত আসি প্রভুর সম্মুখে বসি ক্ষুর দিল সে চাঁচর কেশে। করি অতি উচ্চর কান্দে যত লোক সব নয়নের জলে দেহ ভাসে।। হরি হরি কিনা কৈল কাঞ্চন-নগরে। যতেক নগরবাসী দিবসে হইল নিশি প্রবেশিল শোকের সায়রে। মুণ্ডন করিতে কেশ হৈয়া অতি প্রেমাবেশ নাপিত কান্দরে উচ্চ-রায়। কি হৈল কি হৈল বলে ক্ষুর আর নাহি চলে প্রাণ ফাটি […] keyboard_arrow_right
  • তছু দুখে দুখী এক প্রিয়সখী
    তছু দুখে দুখী এক প্রিয়সখী গৌরবিরহে ভোরা। সহিতে নারিয়া চলিল ধাইয়া যেমনি বাউরি পারা।। নদীয়া নগরে সুরধুনীতীরে যেখানে বসিতা পহুঁ। তথায় যাইয়া গদগদ হৈয়া কি কহরে লহু লহু।। সে সব প্রলাপ বচন শুনিতে পাষাণ মিলাঞা যায়। গৌড় হইতে নীলাচল পুরে যাইয়া দেখিতে পায়।। আঁখি ঝর ঝর হিয়া গর গর কহয়ে কাঁদিয়া কথা। মাধব ঘোষের হিয়া […] keyboard_arrow_right
  • তনুরুচি-হারী কিরণ-মণি-কাঁতি
    তনুরুচি-হারী কিরণ-মণি-কাঁতি। পহিরল নীলবসন কত ভাঁতি।। এহো নেহারি কি বিজুরিক রেহা। লাজে লুকায়ল সঘন মেহা।। দেখ দেখ সুবল বিপিনে কোন গোরী। বলকয়ে চিত চোরায়লি মোরি।। খঞ্জন-গঞ্জন লোচন জোর। যৈছে চিত্রগতি চারু চকোর।। হেরি হেরি অতয়ে করিয়ে অনুমান। খঞ্জন খঞ্জ ভেল চলই না জান।। চলইতে রুনু ঝুনু মঞ্জির বোলই। মনসিজ মন্ত্র বেকত জনু ভনই।। ইথে কৈছে […] keyboard_arrow_right
  • তপত কাঞ্চন জিনি গোপ বসুদাম
    তপত কাঞ্চন জিনি গোপ বসুদাম। অরুণ বসন পরে গলে ফুলদাম।। ডাহিনে টালনী বাঁধে লটপট পাগ। চম্পকের মালা তাহে নানা ফুলরাগ।। উপরে দুলিছে ফুল অঙ্গে ফুলডাল। মৃগমদ চন্দনেতে রঞ্জিত কপাল।। নানা আভরণ অঙ্গে মাণিক্য রতন। সর্বাঙ্গ ভূষিয়া শোভে অগুরু চন্দন।। সুধাময় তনুখানি নাটুয়ার ছান্দ। অঙ্গ নিরখিয়ে মুগ্ধ পূর্ণিমার চান্দ।। ঘন ঘন মুরলী বাজায় মনোহর। হাসির হিলোলে […] keyboard_arrow_right
  • তব চঞ্চল-মতিরয়মঘহন্তা।
    তব চঞ্চল-মতিরয়মঘহন্তা। অহমুত্তম-ধৃতি-দিগ্ধ-দিগন্তা।। দূতি বিদূরয় কোমল-কথনম্। পুনরভিধাস্যে নহি মধু-মথনম্।।ধ্রু।। শঠ-চরিতোঽয়ং তব বনমালী। মৃদুহৃদয়াহং নিজ-কুলপালী।। তব হরিরেষ নিরঙ্কুশ-নর্ম্মা। অহমনুবদ্ধ-সনাতন-ধর্ম্মা।। keyboard_arrow_right
  • তাদরে দেখিলুঁ নটচাঁদে
    তাদরে দেখিলুঁ নটচাঁদে। সেই হৈতে উঠে মোর কানু-পরিবাদে।। এতেক যুবতীগণ আছয়ে গোকুলে। কলঙ্ক কেবল লেখা মোর সে কপালে।। স্বামী ছায়াতে মারে বাড়ি। তার আগে কুকথা কয় দারুণ শাশুড়ী। ননদী দেখয়ে চৌখের বালি। শ্যাম-নাগর তোলাই সদাই পাড়ে গালি।। এ দুখে পাঁজর হৈল কাল। ভাবিয়া দেখিলুঁ এবে মরণ সে ভাল।। দ্বিজ চণ্ডীদাসে পুনঃ কয়। পরের বচনে কি […] keyboard_arrow_right
  • তুমি মোর নিধি রাই তুমি মোর নিধি
    তুমি মোর নিধি রাই তুমি মোর নিধি। না জানি কি দিয়া তোমা নিরমিল বিধি।। বসিয়া দিবস রাতি অনিমিখ-আঁখি। কোটি-কলপ যদি নিরবধি দেখি।। তভু তিরপিত নহে এ দুই নয়ান। জাগিতে তোমারে দেখি স্বপন সমান।। নীরস দরপণ দূরে পরিহরি। কি ছার কমলের ফুল বটেক না করি।। ছি ছি কি শরদের চাঁদ ভিতরে কালিমা। কি দিয়া করিব তোমার […] keyboard_arrow_right
  • তুয়া আশোয়াসে জাগি নিশি বঞ্চলুঁ
    তুয়া আশোয়াসে জাগি নিশি বঞ্চলুঁ তাহে ভেল অরুণ নয়ান। মৃগমদ-বিন্দু অধরে কৈছে লাগল তাহে ভেল মলিন বয়ান।। সুন্দরি কাহে কহসি কটুবাণী। তোহারি চরণ ধরি শপতি করিয়ে কহি তুহুঁ বিনে আন নাহি জানি।।ধ্রু।। তোহে বিমুখ দেখি ঝুরয়ে যুগল আঁখি বিদরয়ে পরাণ হামার। তুহুঁ যদি অভিমানে মোহে উপেখবি হাম কাহাঁ যায়ব আর।। হামারি মরম তুহুঁ ভাল রিতে […] keyboard_arrow_right
  • তুয়া গুণ গুণিতে গুণিতে
    তুয়া গুণ গুণিতে গুণিতে। শুধিতে তোমার ধার জনমিব কত বার পুন মোরে হবে জনমিতে।।ধ্রু।। শোণিত করিয়া কালি কালিজা কাগজ করি খতে দিলাম নিজ হাতে সহি। খত রৈল তুয়া হাতে খাতক হৈল নন্দ সুতে শোধ দিব তুয়া গুণ গাহি।। খত ছাড়াইতে যদি ধন নাহি দেন বিধি ব্যাজ লাগি কি বুদ্ধি করিব। জয় রাধে শ্রীরাধে বলি লুটায়্যা […] keyboard_arrow_right
  • তুলসী বচনে সব সখীগণে
    তুলসী বচনে সব সখীগণে দেব পূজিবার তরে। বিধি অগোচর নানা উপহার পূজন ভাজন ভরে।। চিনি ফেনী কলা মাখন রসালা রেউড়ি কদম্বা তিলা। পুরি পুয়া খাজা পেড়া সরভাজা রাধিকা করিয়াছিলা।। অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা সঘৃত মুদৃগ ঝুরি। দেবতা পূজনে করিয়া যতনে বুঁদি রসকরা খিরি।। অগোর চন্দন ভরিলা ভাজন সুগন্ধি ফুলের মালা। অতুল অমূল কর্পূর তাম্বূল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ