• তুহুঁ কিনা জানসি বালা
    তুহুঁ কিনা জানসি বালা। বিনি অপরাধে কাহে তুহুঁ রোখলি তেজলি মণিময় মালা।। আপনক দোষ আপে নাহি সমুঝলি কাহে বাঢ়ায়লি বাত। গোবিন্দদাস তোহারি লাগি মাধব আপ চলহ মঝু সাথ।। keyboard_arrow_right
  • তুহুঁ বিছুরলি গোরি রহলি মথুরাপুরি
    তুহুঁ বিছুরলি গোরি রহলি মথুরাপুরি নগরে নাগরি হেরি ভোরি। গগনে জলদ হেরি মনে মনরথ করি বিরহ-সাগরে ধনি বোরি।। শুন কানাই, করুণা-লব তোহে নাই। তোহারি, বিরহে ধনি নিশি দিশি ঝুরই তুরিতে মিলহ তুহুঁ যাই।। ধরনি শয়ন করি সঘন নয়ন ঝরি সহচরি রহত অগোরি। দিনে দিনে দূবরি কৈছে জিবন ধরি গোবিন্দদাস-পহুঁ ছোড়ি।। keyboard_arrow_right
  • তুহুঁ বিছুরলি গোরি রহলি মথুরাপুরি
    তুহুঁ বিছুরলি গোরি রহলি মথুরাপুরি নগরে নাগরি হেরি ভোরি। গগনে জলদ হেরি মনে মনোরথ করি বিরহ সাগরে ধনি বোরি।। কানাই করুণার লব তোহে নাই। তোহারি বিরহে ধনি নিশি দিশি ঝুরই তুরিতে মিলহ তুহুঁ যাই।। ধরনি শয়ন করি সঘন নয়ন ঝরি সহচরি রহত আগোরি। দিনে দিনে দুবরি কৈছে জিবন ধরি গোবিন্দদাসিয়া পহুঁ ছোড়ি। keyboard_arrow_right
  • তুহুঁ যদি মাধব চাহসি লেহ
    তুহুঁ যদি মাধব চাহসি লেহ। মদন সাখি করি খত লেখি দেহ।। মো বিনে নয়নে না হেরবি আন। হামারি বচনে করবি জল পান।। ছোড়বি কেলিকদম্ব বিলাস। দূরে করবি গুরুগৌরব আশ।। এ সব কবজ ধরব যব হাত। তবহি তোহারি সঞে মরমকি বাত।। তব ঘনশ্যাম দাস মুখ গোই। কাতর নাহ কহত তব রোই।। keyboard_arrow_right
  • তুহুঁ যদি সুন্দরি ভেটবি কান
    তুহুঁ যদি সুন্দরি ভেটবি কান। মঝু উপদেশ করহ অবধান।। কুসুম চয়ন ছল কর অনুবন্ধ। তাহিঁ মিলাওব গোকুলচন্দ।। শুনইতে সুন্দরী উলসিত ভেল।। মোতিমদাম দূতিগলে দেল।। দূতিক পাণি ধয়ল নিজ হাথ। সাজল সুন্দরি সহচরি সাথ।। গজগামিনি মনিমোহন বেশ। রস পরিহাসে কুঞ্জ পরবেশ।। তরু তরু কিশলয় কুসুম উতারি। শেজ বিছাওল মেলি সহচরি।। হরি-পরিরম্ভণ সাধহিঁ ভোর। পুন পুন শামঁরি […] keyboard_arrow_right
  • তৈখনে সাজল সখি দুই-চারি
    তৈখনে সাজল সখি দুই-চারি। তুরিতহিঁ ভেটল রসিক মুরারি।। দুতিকে পুছল ব্রজ-কুশলকি বাত। কৈছন নন্দ যশোমতি মাত।। কৈছনে কাননে চরতহি ধেনু। কৈছনে সখাগণ পুরতহি বেণু।। কৈছনে আছয়ে ব্রজ-কূল-নারি। কৈছনে আছয়ে কিশোরী হমারি।। কৈছনে যমুনা উথলই নীর। কৈছনে সারিশুক বোলতহি ধীর।। এই সব পুছইতে গদগদ ভাষ। মুরছি পড়ল তহি গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • তোদের দোঁহর দৈবের ঠাম
    তোদের দোঁহর দৈবের ঠাম। নিতি নিতি তোরা কলহ করিবি কত না সাধিব হাম।। নিতি নিতি তোদের এমতি করিয়ে কথাতে কথাতে দ্বন্দ্ব। সে বলে–“রাই রসিক নহে” তু বলিস–“উহ মন্দ।।” সে হেন নাগর গুণের সাগর জগৎ-দুর্ল্লভ লেহা। তু হেন নাগরী প্রেমের আগরি কেন বাড়াইলি লেহা।। নিতি নিতি তোরা এমতি করিবি ইথে কি পরাণ রয়। চণ্ডীদাস কহে– অবলা-পরাণে […] keyboard_arrow_right
  • তোদের দোঁহের দৈবের ঠাম
    তোদের দোঁহের দৈবের ঠাম। নিতি নিতি তোরা কলহ করিবি কত না সাধিব হাম।। নিতি নিতি তোদের এমতি করিয়ে কথাতে কথাতে দ্বন্দ্ব। সে বলে রাই রসিক নহে তু বলিস উহ মন্দ।। সে হেন নাগর গুণের সাগর জগৎদুর্ল্লভ লেহা। তু হেন নাগরী প্রেমের আগরি কেন বাড়াইলি লেহা।। নিতি নিতি তোরা এমতি করিবি ইথে কি পরাণ রয়। চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • তোমার বদন আমার জীবন
    তোমার বদন আমার জীবন সরবস ধন তুমি। তোমা ধরি চিতে খুঁজিতে খুঁজিতে আসিয়া পাইলাম আমি।। রাই হে কি মোর করম ভাগি। ব্রজের জীবন সবাকার ধন আসিয়া পাইলাম লাগি।। দরিদ্রের মত ফিরিয়ে জগতে চণক মুঠির আশে। তার মাঝে যেন হেম বরিষণ বিধি মিলাওল পাশে।। এত দিনে মোর আশ পূরল ভাঙ্গল মনের ধন্দ। কহে নটবর এ হেন […] keyboard_arrow_right
  • তোহারি বেদন ছেদন কারণ
    তোহারি বেদন ছেদন কারণ পুন পুন পুছিয়ে তোয়। তুহুঁ উর ধরি ধরি মরি মরি বোলসি সূধ বূধ সব খোয়।। আলি রি হামারা তোহারি কিয়ে নহিয়ে। যো তুয়া দুখে দুখায়ত শত গুণ তাহারে কি বেদনা না কহিয়ে।। এ তুয়া সঙ্গিনি রঙ্গিণি রসিকিনি কহিলে কি আওব লাজে। ফণি মণি ধরব শমন ভবনে যাব যৈছে সিধারব কাজে।। হাম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ