• দূতিক বাণী শুনি ধনি উলসিত
    দূতিক বাণী শুনি ধনি উলসিত ডুবই মদন-তরঙ্গে। মুচুকাই হাসি কহই তহি গদগদ তুহুঁ সব জানসি রঙ্গে।। সো বর-নাগর শ্যাম। বিদগধ রসিক-শিরোমণি-মুকুটহি ঐছন নহ তছু কাম।। ভেটবি শ্যাম-ধাম রণ-পণ্ডিত তুহে কি শিখাওব নীতে। রতি-বিপরীত-রীত যদি দেখবি সমুঝবি আপন চীতে।। চল চল দূতি আগে তুহুঁ অনুসর কুঞ্জহি কানুক পাশ। করই শিঙ্গার চলহ বর নাগরি ভনতহিঁ গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • দূতিয়ক চান্দ সবহুঁ নাহি হেরিয়ে
    দূতিয়ক চান্দ সবহুঁ নাহি হেরিয়ে পূণিম সময়ে পরাভাব। ঐছন শ্রম রস- পরশন ঐছন না জানিয়ে কিয়ে সুখ পাব।। এ হরি এ হরি কি বলিয়ে পারি। তুহুঁ মত কুঞ্জর কমলিনী নারী।।ধ্রু।। নিতি নিতি রাতি শীতে দেখ অতিশয় বরিখয়ে লাখ তুয়ার। তাপে উতাপিত তিরপিত নহে ক্ষিতি যব নহে জলধর-ধার।। কনকশিল্পী জনু শারি সরণ রেণু ঐছন রসবতী নেহ। […] keyboard_arrow_right
  • দূতী মুদিত মন মাহ
    দূতী মুদিত মন মাহ। কত পরবোধি থির করু নাহ।। তৈখণে শুভখণ পাই। চললহি যাঁহা রহু রঙ্গিণী রাই।। বিরচি যুগতি রুচিকারি। ভেটত দিঠি ভরি ঢরকই বারি।। কানুচরিত উহ বেরি। নরহরি লহু লহু কহু মুখ হেরি।। keyboard_arrow_right
  • দূরহিঁ দুহুঁ হেরি দুহুঁ পুলকাইত
    দূরহিঁ দুহুঁ হেরি দুহুঁ পুলকাইত দুহুঁ ভেল ভাবে বিভোর। নয়নে নয়নে যব দুহুঁ দোঁহা নিরখই তব বহ আনন্দ লোর।। সজনী দেখ রাধামাধব-প্রেম। দুহুঁ দোঁহা কি করব থেহ না পাওত জনু দুহুঁ দারিদ-হেম।। দুহুঁকর বচন বচন পুন গদ গদ দুহুঁ অঙ্গ ভেল সুকম্প। দুহুঁ দোঁহা পরশিতে দুহুঁ ভেল নিমগন ঐছন হোয়ত স্তম্ভ।। অপরূপ বিধু-মণি দুহুঁ কিয়ে […] keyboard_arrow_right
  • দূরহি দূরে রহি দোঁহে দোঁহা হেরি
    দূরহি দূরে রহি দোঁহে দোঁহা হেরি। চিনই না পারয়ে পুনপুন বেরি।। কিয়ে অপরূপ দুহুঁ লখই না পারি। চীত-পুতলি জনু দুহুঁ রহু থারি।। খেনে অনিমিখ খেনে সনিমিখ হোই। হেরইতে যতনে লখই নাহি কোই।। সহচরিগণ হাসি দেখি দুহুঁ রঙ্গ। মাধব কহ ইহ প্রেম তরঙ্গ।। keyboard_arrow_right
  • দেখ রাধা মাধব ধারি
    দেখ রাধা মাধব ধারি। রতি-রণ মান বিরামক যৈছন চরবণ তপত কুশারি।। হরি মুখ হেরইতে সুমখি আবাঞ্ছই চাহনি কুটিলহি ভাতি। গদ গদ বচন অসূয়া কছু সূচন ততহি মনমথে মাতি।। নখ-শর-ঘাত তৈছে সুখাবহ চুম্বন কছু পরসাদ। রম্ভণ পুন পুলক কচুঁক-বর ভেদই রস মরিয়াদ।। ও সুখ-সিন্ধু মগন ভেল মাধব কামিনি কছু কছু বূর। ভণ রাধামোহন সঁভোগ সঁকীরণ দুহুঁক […] keyboard_arrow_right
  • দেখি নটবর ধনী গৃহেতে আইলা
    দেখি নটবর ধনী গৃহেতে আইলা। গোষ্ঠের ভাবের কথা মনেতে পড়িলা।।ধ্রু।। তবে বিনোদিনী লইয়া সঙ্গিনী আপন মন্দিরে গিয়া। ললিতা বিশাখা তারা দিল দেখা আনে সভে ডাক দিয়া।। বোলে বিনোদিনী শুনলো সঙ্গিনী বচন রাখ গো তোরা। সব সখী লয়্যা রাখাল সাজায়্যা বৃন্দাবনে যাব মোরা।। ছিদাম সুদাম কেহ হব দাম সুবলাদি যত সখা। দেখি বৃন্দাবনে নটবর সনে যাইয়া […] keyboard_arrow_right
  • দেবতী আসিয়া ঘরেতে পশিয়া
    দেবতী আসিয়া ঘরেতে পশিয়া শয়নে দেখিয়া কান। গায়ে হাত দিয়া তারে জাগাইয়া করাইল সাবধান।। সত্বরে উঠিয়া তাহারে বন্দিয়া নয়ন কচালে হাতে। আশিস পাইয়া বাহির হইয়া মিলিলা সখার সাথে।। যত দাসগণ করিয়া যতন ধোয়াইল মুখচান্দে। দেখিয়া বদন মরয়ে মদন ফাঁপরে পড়িয়া কান্দে।। সখাগণ সঙ্গে নানা রসরঙ্গে খড়িকে আইলা হরি। গাবী বৎস সব করে হাম্বা রব দোহয়ে […] keyboard_arrow_right
  • দেবদত্ত গোপাল যে দূর্বাদলশ্যাম
    দেবদত্ত গোপাল যে দূর্বাদলশ্যাম। অরুণ বসন পরে অতি অনুপাম।। রঙীন পাগড়ি প্যাঁচ উড়িছে পবনে। নব কিশলয় তার দুলিছে শ্রবণে।। গলায় দুলিছে হার মুকুতা প্রবাল। মৃগমদ চন্দন তিলক শোভে ভাল।। কেয়ুর শোভিত ভূজ সঘনে দোলায়। রুনুরুনু সঘনে নূপুর বাজে পায়।। ধড়ায় মুরলী করে কনক পাঁচনি। বনফুল-মালায় ধূসর তনুখানি।। keyboard_arrow_right
  • দৈব যুকতি বিশেষ গতি
    দৈব যুকতি বিশেষ গতি যাহারে লাগয়ে তায়। আন আন জনে করিয়া যতনে প্রেমেতে গড়ায়ে দেয়।। সই,এমন কানুর রসে। জনম অবধি রহিবে পীরিতি বিচ্ছেদ না হবে শেষে।। যেই মনে ছিল তাহা না হইল সোঙরি পরাণ কাঁদে। লেহ দাবানলে মন যেন জ্বলে হরিণী পড়িল ফাঁদে।। পলাইতে চায় পথ নাহি পায় দেখি যে অনলময়। বনের মাঝারে ছট্‌ফট্‌ করে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ