দৈবের যুকতি বিশেষ সুমতি যাহারে লাগয়ে যেহ। আন আন জনে করিয়া যতনে প্রেমেতে গঢ়য়ে দেহ।। সই, এমতি কানুর লেহ। জনম অবধি রহিবে পীরিতি বিচ্ছেদ না হবে সেহ ।।ধ্রু।। যাহা মনে ছিল তাহা না হইল সোঙরি পরাণ কাঁদে। লেহ-দাবানলে বন যেন জ্বলে হরিণী পড়িল ফাঁদে।। পলাইতে মনে চাহে পথ পানে দেখয়ে অনলময়। বনের মাঝারে ছট্ফট্ করে […]
keyboard_arrow_right