নবিন কিশলয় ফুটল ফুল চয় পাতি বিবিধ বিধান। যৈছে খির সর তৈছে শেজ কর কুসুম কুল উপাধান। সখি হে স্বরূপে কহলমু তোয়। ঐছে সাজাহ বাস গৃহ জনু নিরখি হরি-সুখ হোয়।।ধ্রু।। চারু চম্পক- কুসুম-হারক গন্ধ মালতি-মাল। খপুর কর্পূর পাণ সুমধুর পুরিঞা কাঞ্চন-থাল।। করহ সব তুহুঁ জাগি রহলহুঁ পিয়াক পন্থ নিহার। কহে মনোহর কুঞ্জ-কাননে মিলব নন্দ-কুমার।।
keyboard_arrow_right