নাগর নাগরী প্রেমের গাগরী এ দুই গমনসরে। ধরিয়া নাগরী নাগরের কর নিকুঞ্জ মাঝারে ফিরে।। এ নরকুঞ্জর আকার সুন্দর দেখিয়া নাগররাজ। এক শত নারী কুঞ্জর-আকার আসিয়া মিলিল মাঝ।। তা দেখি নন্দের নন্দন-আনন্দ চরিয়া কুঞ্জর ‘পরে। রাধা শ্যাম তাই চড়ল তাহাই বিহার করই তারে।। কুঞ্জর -কামিনী বরজ-রমণী ফিরই যে কুঞ্জে কুঞ্জে। এই রস-কেলি করে দুই জনে সকল […]
keyboard_arrow_right