• নানা প্রকারে প্রভু মায়েরে বুঝায়
    নানা প্রকারে প্রভু মায়েরে বুঝায়। অদ্বৈত ঘরণি সীতা শচীরে বৈসায়।। শান্তিপুর ভরিয়া উঠিল জয়ধ্বনি। অদ্বৈত আগিনায় নাচে গৌর গুণমণি।। প্রেমে টলমল প্রভু স্থির নহে চিত। নিতাই ধরিয়া নাচে নিমাই পণ্ডিত।। অদ্বৈত পসারি বাহু ফেরে কাছে কাছে। আছাড় খাইয়া প্রভু ভূমে পড়ে পাছে।। চতুদিকে ভকতগণ বোলে হরি হরি। শান্তিপুর হইলা যেন নবদ্বীপ পুরি। প্রভু অদ্বৈত দুটি […] keyboard_arrow_right
  • নানান প্রকারে প্রভু মায়েরে সান্ত্বায়
    নানান প্রকারে প্রভু মায়েরে সান্ত্বায়। অদ্বৈতঘরণী সীতা শচীরে বুঝায়।। শচীর সহিত যত নদীয়ার লোক। সুদৃষ্টি মেলিয়া প্রভু জুড়াইল শোক।। শান্তিপুর ভরিয়া উঠিল হরিধ্বনি। অদ্বৈতের আঙ্গিনায় নাচে গৌরমণি।। প্রেমে টলমল করে স্থির নহে চিত। নিতাই ধরিয়া কাঁদে নিমাই পণ্ডিত।। অদ্বৈত পসারি বাহু ফিরে পাছে পাছে। আছাড় খাইয়া গোরা ভূমে পড়ে পাছে।। চৌদিকে ভকতগণ বোলে হরি হবি। […] keyboard_arrow_right
  • নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী
    নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী। কেমন নাপিতিনী তুমি হের এক দেখি।। অঙ্গের বসন ধরি পাড়িয়া ফেলে দূরে। রমণীর বেশ গেও রসিক গোচরে।। পড়িল কল্পিত কুচ ভ্রম গেও দূরে। সথীগণ চমকিত হেরিয়ে নাগরে।। কি ছার মানের লাগি রমণী সাজিল। এত বলি সুন্দরী বামে দাঁড়াইল।। মানজনিত দুখ দূরে পরিহরি। চণ্ডীদাস বলে দোঁহার প্রেমের বলিহারি।। keyboard_arrow_right
  • নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী
    নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী। কেমন নাপিতিনী তুমি হের এক দেখি।। অঙ্গের বসন ধরি পাড়িয়া ফেলে দূরে। রমণীর বেশ গেও রসিক গোচরে।। পড়িল কল্পিত কুচ ভ্রম গেল দূরে। সখীগণ সচকিত হেরিয়ে নাগরে।। কি ছার মানের লাগি রমণী সাজিল। এত বলি সুন্দরী, বামে দাঁড়াইল।। মানজনিত দুখ দূরে পরিহরি। চণ্ডীদাস বলে–দোঁহার প্রেমের বলিহারি।। keyboard_arrow_right
  • নিকুঞ্জ বনমে ঝূলত যুগল কিশোর
    নিকুঞ্জ বনমে ঝূলত যুগল কিশোর। মরকত কাঞ্চন মীলল যৈছন কিয়ে দুহুঁ চাঁদ চকোর।।ধ্রু।। নয়নে নয়নে ঘন করত বিলোকন সরস পরশে দুহুঁ ভোর। দুহুঁ মুচকায়ত আধ আধ বোলত ঝূলত থোরহি থোর।। পবন মন্দগতি হেরি দুহুঁ মূরতি উলসিত নাচত মন্দ। নব বৃন্দাবন ত্রিভুবন মোহন নব নব কুসুম সুগন্ধ।। নওল হিণ্ডোরে নওল নাগরি সঞে ঝূলত নাগর চন্দ। রাধা […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ মন্দিরে দেখ অদভূত রঙ্গ
    নিকুঞ্জ মন্দিরে দেখ অদভূত রঙ্গ। দুহুঁ শিরে শোভে চূড়া দোঁহেই ত্রিভঙ্গ।। রাই শিখয়ে বাঁশী নাগর শিখায়। এক বাঁশী আধ আধ ধরিল দোঁহায়।। রাই ভেল বিনোদ মুরলী শ্রুতিধর। অঙ্গুলি লোলায়ে ভেদ জানায় নাগর।। শ্যাম কহে বাজাও দেখি বিনোদিনী রাই। যেই নামে উপাসনা সদাই ধেয়াই।। নিজ নাম রাই বাঁশী পুরিল অধরে। শ্যাম নাম ডাকিছে আপন বামাস্বরে।। রাই […] keyboard_arrow_right
  • নিকুঞ্জে বসিয়া নাগর রসিয়া
    নিকুঞ্জে বসিয়া নাগর রসিয়া বড়ই হইলা দুখী। রাধার পীরিতি মনে হয় তথি হিয়াতে না হয় সুখী।। বাঁশী মুখে দিয়া ব্যথিত হইয়া পূরত সুস্বর বাণী। রাধা রাধা বই আন নাহি কই ভুরিতে গমন ধ্বনি।। এই বাঁশী কয় মধুরস প্রায় ঘনে ঘনে কহে রাই। বাঁশীতে সকল নিশান বেকত ভরিয়া অমৃত তাই।। শুনি পশু পাখী পুলকিত মানে বনের […] keyboard_arrow_right
  • নিজ নিজ ধেনু লৈয়া সব শিশুগণে
    নিজ নিজ ধেনু লৈয়া সব শিশুগণে। হৈ হৈ রবেতে প্রবেশে বৃন্দাবনে।। সুবলে লইয়া শ্যাম গমন করিল। রাধা-কুণ্ড-তীরে আসি দরশন দিল।। দেখিয়া কুণ্ডের শোভা আনন্দ-অন্তরে। বিবিধ কুসুমে মালা গাঁথি নিজ করে।। নব নব পল্লবে শেজ বিছাইয়া। রাধা রাখা বলি কানু কান্দে ফুকারিয়া।। রাই-রূপ সোঙরিয়া ছাড়য়ে নিশ্বাস। বড়ই আনন্দে কহে যদুনাথ দাস।। keyboard_arrow_right
  • নিঠুর কালিয়া না গেল বলিয়া
    নিঠুর কালিয়া না গেল বলিয়া জানিলে যাইত সাথে। গুরুগরবিত বসতি আমার পরাণ লইয়া হাতে।। সই, কি আর বলিব তোরে। আপন অন্তর না কর বেকত তবে সে কহি যে তোরে।। মনের মরম জানিবে কে। সেই সে জানে মনের মরম এ রসে মজিল যে।। চোরের মা যেন পোয়ের লাগিয়া ফুকরি কাঁদিতে নারে। কুলবতী হৈয়া পীরিতি করিলে এমতি […] keyboard_arrow_right
  • নিঠুর কালিয়া না গেল বলিয়া
    নিঠুর কালিয়া না গেল বলিয়া জানিলে যাইথু সাথে। গুরু-গরবিত বসতি আমার পরাণ লইয়া হাতে।। সই, কি আর বলিব তোরে। আপন অন্তর না করে বেকত তবে সে কহি যে তারে ।।ধ্রু।। মনের মরম যে জনা না জানে — মরম জানিবে কে। সেই সে জানয়ে মনের মরম এ রসে মজিল যে।। চোরের রমণী যেন অনাথিনী ফুকরি কাঁদিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ