নীলাচলপুরে গতায়াত করে যত বৈরাগী সন্ন্যাসী। তাহা সভাকারে কান্দিয়া সোধায়ে যত নবদ্বীপবাসী।। তোমারা কি এক সন্ন্যাসী দেখ্যাছ। শ্রীকৃষ্ণচৈতন্য যাহার নাম তাহারে কি ভেটিয়াছ।। বয়স নবীন গলিত কাঞ্চন জিনি তনুখানি গোরা। হরেকৃষ্ণ নাম বোলয়ে সঘনে নয়নে গলয়ে ধারা।। কখন হাসন কখন রোদন কখন আছাড় খায়। পুলকের ছটা শিমুলের কাঁটা ঐছন সোনার গায়।। তারা বোলে আহা দেখিয়াছি […]
keyboard_arrow_right