• নিবেদন শুন শুন বিনোদ নাগর
    নিবেদন শুন শুন বিনোদ নাগর । তোমারে ভজিয়া মোর কলঙ্ক সাগর।। পর্ব্বতসমান কুলশীল তোয়াগিয়া। ঘরের বাহির হইলাম তোমার লাগিয়া।। নব রে নব রে নব নবঘনশ্যাম। তোমার পিরীতিখানি অতি অনুপাম।। কি দিব কি দিব বঁধু মনে করি আমি। যে ধন তোমারে দিব সেই ধন তুমি।। তুমি আমার প্রাণবঁধু আমি হে তোমার । তোমার ধন তোমারে দিতে […] keyboard_arrow_right
  • নিবেদন শুন শুন বিনোদ নাগর
    নিবেদন শুন শুন বিনোদ নাগর। তোমারে ভজিয়ে মোর কলঙ্ক অপার।। পর্ব্বত সমান কুল শীল তেয়াগিয়া। ঘরের বাহির হৈলাম তোমার লাগিয়া।। নবরে নবরে নব নবঘন-শ্যাম। তোমার পীরিতিখানি অতি অনুপাম।। কি দিব কি দিব বঁধু মনে করি আমি। যে ধন তোমারে দিব সেই ধন তুমি।। তুমি আমার প্রাণ-বঁধু আমি হে তোমার। তোমার ধন তোমারে দিতে ক্ষতি কি […] keyboard_arrow_right
  • নিবেদন শুন শুন বিনোদ নাগর
    “নিবেদন শুন শুন বিনোদ নাগর। তোমারে ভজিয়ে মোর কলঙ্ক অপার।। পর্ব্বত -সমান কুল শীল তেয়াগিয়া। ঘরের বাহির হইলাম তোমার লাগিয়া ।। নব রে নব রে নব নবঘন শ্যাম। তোমার পীরিতি খানি অতি অনুপাম।। কি দিব কি নিব বঁধু মনে করি আমি। যে ধন তোমারে দিব সেই ধন তুমি।। তুমি আর প্রাণ-বঁধু আমি হে তোমার। তোমার […] keyboard_arrow_right
  • নীরস-সরসিজ ঝামর-বয়না
    নীরস-সরসিজ ঝামর-বয়না। তুয়া গুণ গুণইতে চমকিত-নয়না।। খেণে মুখ গোই রোই খেণে হসই। হিয়া অভিলাষে চলত মহি খসই।। এ হরি পেখলুঁ সো গজ-গমনি। জিবইতে সংশয় কুল-বর রমনি।। অনুখণ-মনসিজ মন মাহা হনই। হিমকর-কিরণহিঁ থির নাহি মনই।। খেণে উঠে খেণে বৈসে শুতি রহু ধরণী বিষ-শরাঘাতে যৈছে কাতর হরিণী।। কত যে বিছায়ব কমল-দল শেজ। ছটফটি শয়নে জীউ নাহি তেজ।। […] keyboard_arrow_right
  • নীলপদ্মকান্তি জিনি কিঙ্কিণী গোপাল
    নীলপদ্মকান্তি জিনি কিঙ্কিণী গোপাল। পরিধান পিঙ্গল বসন দেখি ভাল।। ডাহিনে টালনী ভালে কুটিল কুন্তল। বেড়িয়া মালতি যূথি জাতী থরে থর।। গোরোচনা তিলক অলকাপাঁতি-কোলে। রতন কুণ্ডল ছবি ঝলকে কপোল।। সপত্র কদম্ব ফুল দোলে বাম অংশে। পক্ক বিম্ব অধরে গাহিছে মৃদু বংশে।। নানা আভরণ অঙ্গে করে ঝলমল। উরপরে দোলে মালা নব গুঞ্জা ফল।। keyboard_arrow_right
  • নীলমণিঅঁকুর মুকুর নব আভা
    নীলমণিঅঁকুর মুকুর নব আভা। তাহে কি কহব শ্যাম শশিমুখশোভা।। চান্দ হেন বলি যদি বলিতে লাজাই। উহ কলঙ্কত ইথে কলঙ্ক না পাই।। অতি অপরূপ কালিন্দী নীপতলে। নব রঙ্গ ফুলমাল হিয়ায় হিলোলে।।ধ্রু।। চূড়ায় বরিহা নব মল্লিকা বকুল। গাঁথিয়া ভাতিয়া তথি মুকুতা অমূল।। অলি মধু পিয়ে তায় বসি থরে থরে। আজু পুণ্যে পরাণ লইয়া আইলুঁ ঘরে।। অঙ্গের তরঙ্গে […] keyboard_arrow_right
  • নীলাচলপুরে গতায়াত করে
    নীলাচলপুরে গতায়াত করে যত বৈরাগী সন্ন্যাসী। তাহা সভাকারে কান্দিয়া সোধায়ে যত নবদ্বীপবাসী।। তোমারা কি এক সন্ন্যাসী দেখ্যাছ। শ্রীকৃষ্ণচৈতন্য যাহার নাম তাহারে কি ভেটিয়াছ।। বয়স নবীন গলিত কাঞ্চন জিনি তনুখানি গোরা। হরেকৃষ্ণ নাম বোলয়ে সঘনে নয়নে গলয়ে ধারা।। কখন হাসন কখন রোদন কখন আছাড় খায়। পুলকের ছটা শিমুলের কাঁটা ঐছন সোনার গায়।। তারা বোলে আহা দেখিয়াছি […] keyboard_arrow_right
  • নূপুর-কলরব শুনইতে মাধব
    নূপুর-কলরব শুনইতে মাধব কুঞ্জক হোই বাহার। চলইতে খলই বলই সব আভরণ অম্বর নহত সম্ভার।। সজনি অদভুত কানুক নেহ। আগুসরি আদর ভাবহি বাদর কি করব না পায়ই থেহ।।ধ্রু।। কর গহি সঙ্কেত লেই পরবেশই করু নিরাজন নিজ হাত। শীকরযুত সরসিজদলে বীজই মলয়জ লেপই গাত।। রাই পুন দরশ-পরশ রসে নিমগন লাজহি অবনত মুখ। হেরি রাধামোহন সোই সুশোভন মীটব […] keyboard_arrow_right
  • পঞ্চবাণধারী পরমন্দকারী
    পঞ্চবাণধারী পরমন্দকারী তোরে বা বলিব কি। তোর আকর্ষণে পিরীতের ফাঁদে আমি সে ঠেকিয়াছি।। এত দিনে তোর মরম বুঝিলুঁ অনঙ্গ তোহারি নাম। অঙ্গ বা থাকিলে আর কি হইত কি জানি কি গুণগাম।। মনের মাঝারে পশিয়া নারীর সরম করিলি দূর। তার প্রতিফল হইবে তোমার কহিলুঁ বচন গূঢ়।। কালার পিরীতি লাগি তোর শরে কাতর হৈয়াছি আমি। কহয়ে উদ্ধব […] keyboard_arrow_right
  • পবনক পরশহি বিচলিত পল্লব
    পবনক পরশহি বিচলিত পল্লব শবদহিঁ সজল নয়ান। সচকিতে সঘনে নয়ন ধনি নিরখয়ে জানল আয়ল কান।। মাধব সমুঝল তুয়া চতুরাই। তমালক কোরে আপন তনু ছাপসি আর কৈছে রহবি ছাপাই।।ধ্রু।। পুনহি বিলম্বে ফিরয়ে সব কাননে পুন অনুমানয়ে চীতে। ভূলল পন্থ অন্ত নাহি পায়ল না বুঝিয়ে নাগররীতে।। নূপুর রণিত কলিত নব মাধুরি শুনইতে শ্রবণ উল্লাস। আগুসরি রাই কাননে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ