• পাসরিতে নারি কালা কানুর পিরীতি
    পাসরিতে নারি কালা কানুর পিরীতি। সোঙরিতে প্রাণ কান্দে করিব কি রীতি।। হিয়ায় হইতে প্রিয়া শেজে না ছোঁয়ায়। বুকে বুকে মুখে রজনি গোঙায়। তনু তনু পরশ লাগি আভরণ তেজে। চরণে যাবক রচে দেখি পাই লাজে।। নিশি অবসান জানি কাতর হইয়া। দৃঢ় করি বান্ধে মোরে ভুজ-লতা দিয়া।। অরুণ উদয় দেখি পড়ি প্রেমফান্দে। মুখে মুখ দিয়া পিয়া কত […] keyboard_arrow_right
  • পিয়া পরসঙ্গ রঙ্গ রূপ কহইতে
    পিয়া পরসঙ্গ রঙ্গ রূপ কহইতে অতি আকুল ধনি ভেলা। জনু কুহুপক্ষ পরশে কলানিধি মলিন খীণ ভই গেলা।। শিথিল বলয়া কর তরলিত কঙ্কণ বসন না সম্বরে অঙ্গে। ভাব হার উর কম্পিত কলেবর লোচনে লোর তরঙ্গে।। কুবলয় নীলবরণ তনু সামরি ঝামরি পিউ পিউ ভাষ। জনু দিন মাঝ তপনে নবপল্লব জীবয়ে ইন্দুক আশ।। হিয় ধক ধক ধনি ধরণি […] keyboard_arrow_right
  • পিয়া পরদেশ বেশ গেল দূর
    পিয়া পরদেশ বেশ গেল দূর। হাস রভস সবহুঁ ভেল চূর।। মৃগমদ চন্দন লেপন বীখ। মন্দ পবন জনু আনলশীখ।। এ সখি এ সখি দুরদিন লাগি। হাত রতন খসে কোন অভাগি।।ধ্রু।। হিমকর উগইতে দিনকরতেজ। নলিনি বিছায়ত কন্টকশেজ।। সব বিপরীত এহ সময় বসন্ত। মনমথ পিশুন কয়ল জিউ অন্ত।। রতনহার ভেল গুরুতর ভার। দিনে দিনে দেহ নেহ অনুসার।। বিহি […] keyboard_arrow_right
  • পিরিতিক রীত কোন অবগাহই
    পিরিতিক রীত কোন অবগাহই সহজই বঙ্কিম সোই। যো রস-ধাধসে ধস ধস অন্তর পাঁজর জর জর হোই।। সজনি তোহে কহি কানুক নেহা। যত যত নীত চীতে মঝু উঠয়ে ভাবিতে আকুল দেহা।। পরবশ হোই যোই ধনি জীবই প্রেম-বিলাসক আশে। দরশন দুলহ দূরে রহুঁ লালস নিচয়ে মরণ অভিলাষে।। মরমক বোল কহত হিয়া ডোলত কো কহ জনি পরিবাদে। গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • পিরীতি বলিয়া এ তিন আখর
    পিরীতি বলিয়া এ তিন আখর সিরজিল কোন ধাতা। অবধি জানিতে শুধাই কাহাকে ঘুচাই মনের ব্যথা।। পিরীতি মূরতি পিরীতি রতন যার চিতে উপজিল। সে ধনী কতেক জনমে জনমে যজ্ঞ করিয়াছিল।। সই পিরীতি না জানে যারা। এ তিন ভুবনে জনমে জনমে কি সুখ জানয়ে তারা।। যে জন যা বিনে না রহে পরাণে সে যে হইল কুলনাশী। তবে […] keyboard_arrow_right
  • পীরিতি পসার লইয়া বেভার
    পীরিতি পসার লইয়া বেভার দেখি যে জগৎ ময়। যত যে নাগরী কুলের কুমারী কলঙ্কী আমারে কয়। সখি না জানি কি হবে মোর । সে শ্যামনাগর গুণের সাগর কেমনে বাসিব পর।।ধ্রু।। সে গুণ স্মরিতে যাহা করে চিতে তাহা বা বলিব কত। গুরুজনা-কুলে ডুবাইয়া মূলে তাহাতে হইব রত।। থাকিলে এ দেশে মোরে দেখি হাসে কহিতে না পারি […] keyboard_arrow_right
  • পীরিতি পসার লইয়া ব্যভার
    পীরিতি পসার লইয়া ব্যভার দেখিয়ে জগৎময়। যতেক নাগরী কুলের কুমারী কলঙ্কী আমারে কয়।। সখি, জানি কি হইবে মোর। সে শ্যাম নাগর গুণের সাগর কেমনে বাসিব পর।। সে গুণ সোঙারিতে, যাহা করে চিতে তাহা বা বলিব কত। গুরুজনা কুলে ডুবাইয়া মূলে তাহাতে হইব রত।। থাকিলে যে দেশে আমারে হাসে কহিতে না পারি কথা। অযোগ্য লোকে …. […] keyboard_arrow_right
  • পীরিতি বলিয়া এ তিন আঁখর
    পীরিতি বলিয়া এ তিন আঁখর সিরজিল কোন্‌ ধাতা। অবধি জানিতে শুধাই কাহাকে ঘুচাই মনের ব্যথা।। পীরিতি রতন পীরিতি যতন যার চিতে উপজিল। সে ধনী কতেক জনম জনমে কি ভাগ্য করিয়াছিল।। সই,পীরিতি না জানে যারা। এ তিন ভুবনে মানুষ জনমে কি সুখে আছয়ে তারা।। যে জন যা বিনে না রহে পরাণে সে যে হল কুলনাশী। তবে […] keyboard_arrow_right
  • পীরিতি বলিয়া এ তিন আঁখর
    পীরিতি বলিয়া এ তিন আঁখর সিরজিল কোন্‌ ধাতা। অবধি জানিতে শুধাব কাহাকে ঘুচাব মনের ব্যথা।। পীরিতি-মূরতি পীরিতি-রতন যার চিতে উপজিল । সে ধনী কতেক জনমে জনমে কি ভাগ্য করিয়াছিল।। সই, পীরিতি না জানে যারা। এ তিন ভুবনে মানুষ জনমে কি সুখে আছয়ে তারা।।ধ্রু।। যে জনা যা বিনে না জীয়ে পরাণে সেই তার কুল বাসি । […] keyboard_arrow_right
  • পুন পুন গরজন বজর নিপাতন
    পুন পুন গরজন বজর নিপাতন আওল শাঙন মাহ। জলধর-তিমির ঘোর দিন যামিনি ঘর বাহির নাহি যাহ।। সজনী কো কহে বরিষা ভাল। ধারাধর-জল-ধারা জনু লাগয়ে বিরহিনি তীর বিশাল।।ধ্রু।। একে হাম গেহি নেহি পুন কো করু ফাঁফর অন্তর মোর। ততি খনে মরি মরি গৌর গৌর করি ধরণি লুঠই মহাভোর।। গণি গণি দিবস মাস পুন পূরল মাস মাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ