• পুন পুন গোপি গোঠ-পথ হেরই
    পুন পুন গোপি গোঠ-পথ হেরই তরুতলে ঝাঁপই দেহ। তৈখনে ক্ষণ- ভঙ্গুর মধুমঙ্গল রোখি চলত নিজ গেহ।। সহচরি মনে মনে করি অনুমান। কবরি উতারি বিবিধ ফুল-মণ্ডিত চূড়া করল বনান।। কটিতটে ছান্দি বান্ধি নিজ অম্বর করি মধুমঙ্গল সাজ। বনে বনে বাহুড়ি গোকুল-পথ ধরি মীলল গোঠসমাজ।। মধুমঙ্গল ফিরি আওল বলি বলি ঘেরল গোপ গোঁয়ার। ছল চাতুরি করি মীলল […] keyboard_arrow_right
  • পুনরপি রাই মুরলী বাজাই
    পুনরপি রাই মুরলী বাজাই উঠিল একটি ধ্বনি। প্রথম সন্ধান উঠিল সঘন কৃষ্ণ কৃষ্ণ উঠে বাণী।। কহে শ্যাম পর বাজে অপস্বর না উঠল রাধা নাম। আগে গাহ ধনী রাধা নাম শুনি তবে সুধা অনুপাম।। তবে হাসি ধনী রাজার নন্দিনী কহিছে কানুর কাছে। মুরলী শিখিতে বড় সাধ আছে শিখাহ যে আর আছে।। তুমি গুণমণি গুণের সাগর আমি […] keyboard_arrow_right
  • পুনরপি রাই মুরলী বাজাই
    পুনরপি রাই মুরলী বাজাই উঠিল একটি ধ্বনি । প্রথম সন্ধান উঠিল সঘন “কৃষ্ণ, কৃষ্ণ”–উঠে বাণী।। কহে শ্যাম পর “বাজে অপস্বর না উঠল রাধা নাম। আগে গাহ ধনী, রাধা নাম শুনি তবে সুধা অনুপাম।।” তবে হাসি ধনী, রাজার নন্দিনী কহিছে কানুর কাছে। “মুরলী শিখিতে বড় সাধ আছে শিখাহ যে আর আছে।। তুমি গুণমণি গুণের সাগর আমি […] keyboard_arrow_right
  • পেখলুঁ একহি অদভুত রাগ
    পেখলুঁ একহি অদভুত রাগ। যুগল কঙল পর গজবর গীরত তা পর সিংহ করত অনুরাগ।।ধ্রু।। তহি পর সরোবর তা পর গিরি-বর গিরি ফুলে কঞ্জ-মৃণাল। রসিক কপোত বসই তহি উপর অরুণ-অমৃত-ফল ভাল।। ফল পর পুহুপ পুহুপ পর পল্লব তা পর শুক-মৃগ-ভাগ। যুগল ধনূক বসই তহি উপর তা পর ফণা-ধর নাগ।। ইহবিধ শোভা রহত নিশি-বাসর কবহুঁ না করত […] keyboard_arrow_right
  • প্রভাত কালের কাক কোকিল ডাকিল
    প্রভাত কালের কাক কোকিল ডাকিল দেখিয়া রজনী শেষ। উঠিয়া নাগর তুরিতে গেল যে বাঁধিতে বাঁধিতে কেশ।। সই, তোরে সে বলি যে কথা। সে বঁধু কালিয়া না গেল বলিয়া মরমে রহল ব্যথা।। রহিয়া আলিসে ঠেসনা বলিসে ঢুলু ঢুলু দুটি আঁখি। রসনে বসনে বদল হয়েছে এখন উঠিয়া দেখি।। ঘরে মোর বাদী শাশুড়ী নননী মিছা করে পরিবাদ। ইহাতে […] keyboard_arrow_right
  • প্রভাত কালের কাক কোকিল ডাকিল
    প্রভাত কালের কাক কোকিল ডাকিল দেখিয়া রজনী-শেষ। উঠিয়া নাগর তুরিতে গেল যে বাঁধিতে বাঁধিতে কেশ।। সই, তোরে সে বলি সে কথা। সে বঁধু কালিয়া না গেল বলিয়া মরমে রহল ব্যথা।। রহিয়া আলিসে ঠেসনা বালিসে ঢুলু ঢুলু দুটি আঁখি। বসনে বসনে বদন হয়েছে এখন উঠিয়া দেখি।। ঘরে মোর বাদী শাশুড়ী ননদী মিছা করে পরিবাদ। ইহাতে এমন […] keyboard_arrow_right
  • প্রভাতে উঠিয়া শ্রীদাম সুবল
    প্রভাতে উঠিয়া শ্রীদাম সুবল আদি সখাগণ মেলি। নন্দের মন্দিরে চলে ধীরে ধীরে যশোদা বিলাপ বেলি।। যাইয়া তাহারে কতেক প্রকারে প্রবোধ বচন কৈয়া। আসিবার কালে হেরি ধেনুশালে পড়ে মুরছিত হৈয়া।। অনেক যতনে চেতন পাইয়া ধেনুগণ সভে লৈয়া। যমুনা কাননে চলে গোচারণে বিরহে বিভোর হৈয়া।। তুয়া প্রিয় সেই কদম্বের মূলে বসিয়া রাখাল মেলি। দুহুঁ দুহাঁ গলে ধরিয়া […] keyboard_arrow_right
  • প্রভুরে রাখিয়া শান্তিপুরে
    প্রভুরে রাখিয়া শান্তিপুরে। নিত্যানন্দ আইলেন নদীয়া নগরে ।।ধ্রু।। ভাবিয়া শচীর দুঃখ নিত্যানন্দ রায়। পথমাঝে অবনীতে গড়াগড়ি যায়।। ক্ষণেকে সম্বরি নিতাই আইলেন ঘরে। শুনি শচী ঠাকুরাণী আইলা বাহিরে।। দাঁড়ায়ে মায়ের আগে ছাড়য়ে নিশ্বাস। প্রাণ বিদরয়ে ভাইয়ের কহিতে সন্ন্যাস।। কাতরে পড়িয়া শচী দেখিয়া নিতাই। কাঁদি বলে কোথা আছে আমার নিমাই।। না কাঁদিও শচীমাতা শুন মোর বাণী। সন্ন্যাস […] keyboard_arrow_right
  • প্রেমসিন্ধু গোরা রায় নিতাইতরঙ্গ তায়
    প্রেমসিন্ধু গোরা রায় নিতাইতরঙ্গ তায় করুণাবাতাস চারি পাশে। প্রেম উথলিয়া পড়ে জগত হাফান ছাড়ে তাপ তৃষ্ণা সভাকার নাশে।। দেখ দেখ নিতাই চৈতন্য দয়াময়। ভক্তহংসচক্রবাকে পিব পিব বলি ডাকে পাইয়া বঞ্চিত কেন হয়।।ধ্রু।। ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন যতনে গাঁথিয়া তার মালা। ভক্তিলতাসূত্র করি লেহ জীব কন্ঠ ভরি দূরে যাবে শমনের জ্বালা।। লীলারসসংকীর্ত্তন বিকসিত […] keyboard_arrow_right
  • প্রেমে মত্ত মহাবলী চলে দশ দিগ দলি
    প্রেমে মত্ত মহাবলী চলে দশ দিগ দলি ধরণী ধরিতে নরে ভার। অঙ্গভঙ্গী সুন্দর গতি অতি মন্থর কি ছার কুঞ্জর মাতোয়ার।। প্রেমে পুলকিত তনু কনক কদম্ব জনু প্রেমধারা বহে দুটী আঁখে। নাচে গায় গোরাগুণে পূরুব পৈড়াছে মনে ভাইয়া ভাইয়া বলি ডাকে।। হুহুঙ্কার মালসাটে কেশরীর রব ছুটে ফাটি মরে পাষণ্ডীর জনা। লগুড় নাহিক সাতে অরুণ কঞ্জক হাতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ