• বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ
    বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ ঝলমল আভরণ সাজে। দুই দিগে শ্রুতিমূলে মকরকুণ্ডল দোলে গলে এক কৌস্তুভ বিরাজে।। সুবলিত ভুজদণ্ড জিনি করিবরশুণ্ড তাহাতে শোভেয়ে হেমদণ্ড। অরুণ অম্বর গায় সিংহের গমনে ধায় দেখি কাঁপে অসুর পাষণ্ড।। অঙ্গ দেখি শুদ্ধ স্বর্ণ দুটি আঁখি রক্তবর্ণ তাহাতে ঝরয়ে মকরন্দ। সুমেরু বাহিয়া যেন গঙ্গা ধারা বহে হেন দেখি সুরলোকের আনন্দ।। সর্ব্বাঙ্গে […] keyboard_arrow_right
  • বন্ধু তোমার কথায় বিকাইলাম আমি
    বন্ধু তোমার কথায় বিকাইলাম আমি। প্রেম দঢ়াইতে কবজ চাহিলাম নফর হইলে তুমি।। তুমি রসময় সরল হৃদয় নিছনি লইঞা মরি।। ও চান্দ-মুখের বচন শুনিঞা পরাণ ধরিতে নারি।। আমি বলাহক তুমি সে চাতক বুঝিঞা ভাঙ্গিল ধান্দা। দুখ দূরে গেল এত দিনে হল্য পরাণে পরাণে বান্ধা।। আমরা সকল অবলা অখল তোমারে সোঁপিলুঁ দেহ। দীনবন্ধু ভণে জীবনে মরণে তুমি […] keyboard_arrow_right
  • বন্ধুয়া আসিয়া হাসিয়া হাসিয়া
    বন্ধুয়া আসিয়া হাসিয়া হাসিয়া মিলব আমার পাশে। তুরিতে দেখিয়া চকিতে উঠিয়া বদন ঝাঁপিব বাসে।। তা দেখি নাগর রসের সাগর আঁচরে ধরিবে মোর। করে কর ধরি গদগদ করি কহিব বচন থোর।। তবহি মলিন দেখিয়া বদন হইয়া নাগর ভোরে। আঁখি ছল ছলে গরগর বোলে কত না সাধিবে মোরে।। সময় জানিয়া থীর মানিয়া পূরাব মনের আশ। এ সকল […] keyboard_arrow_right
  • বন্ধুর সঙ্কেতে আজু যাইতে নারিলুঁ গো
    বন্ধুর সঙ্কেতে আজু যাইতে নারিলুঁ গো পাপ ননদিনী হৈল বাধা। দুখেতে আপন ঘরে শুতিয়া রহিলুঁ গো বিহি পূরাইল মনসাধা।। সজনি সে সুখ কি কহিব অনেক। পিয়া আসি যেন মোরে নিকুঞ্জ কানন ঘরে স্বপনে হইল পরতেখ।। বুকে বুকে মুখে মুখে নিবিড় মদন সুখে কত না আরতি সে না কথা। ননদী জনিত দুখ জাগরণে যত ছিল ঘুমাইলে […] keyboard_arrow_right
  • বর-চামীকর-গঞ্জি কলেবর
    বর-চামীকর- গঞ্জি কলেবর ইন্দীবর-সম হোই। কুলবতি-গরব সবহু তুহুঁ খোয়লি ফুকরি ফুকরি ঘন রোই।। সুন্দরি চিন্তা পরিহর দূরে। সো শ্যামরু-রস কৈছন পরবশ সাধি না পায়ব তোরে।।ধ্রু।। বরজ-সমাজ খোঁজ করি প্রতি ঘরে না মিলব তুহারি সমানে। রতি-পতি-সুকিরিতি ঐছে কলাবতি এ জগতে নহে অনুমানে।। অতয়ে নিবেদন রমণি প্রাণ-ধন ছেদন করহ ইহ তাপে। মনমথ বোলত রঙ্গ-তরঙ্গ-সুখ তুয়া বিনু নাহি […] keyboard_arrow_right
  • বরুথপ গোপাল যে অতি মনোহর
    বরুথপ গোপাল যে অতি মনোহর। সিন্দূরবরণ অতি স্নিগ্ধ কলেবর।। ধবল বসন পরে গলে বনমাল। অরূণবরণ দুটি নয়ন বিশাল।। ভুবনমোহন রূপ অপরূপ ছান্দ। হেরিতে মলিন কত পূর্ণিমার চান্দ।। বিনোদ পাগড়ি প্যাঁচ পিঠে ঝলমল। ঝিকিমিকি করে দুটি শ্রবণে কুণ্ডল।। হাত দোলাইয়া যায় বাম করে বাঁশী। আধ আধ বচন কহিছে মৃদু হাসি।। keyboard_arrow_right
  • বলরাম তুমি মোর গোপাল লৈয়া যাইছ
    বলরাম তুমি মোর গোপাল লৈয়া যাইছ। যারে ঘুমে চিয়াইয়ে দুগ্ধ পিয়াইতে নারি তারে তুমি গোঠে সাজাইছ।। কত জন্ম ভাগ্য করি আরাধিয়া হর গৌরী পাইলাম এ দুখ পাসরা। কেমনে ধৈরজ ধরে মায়ে কি বলিতে পারে বনে যাও এ দুগ্ধ কোঙরা।। বসন ধরিয়া হাতে ফিরে গোপাল সাথে সাথে দণ্ডে দণ্ডে দশবার খায়। এ হেন দুধের বাছা বনেতে […] keyboard_arrow_right
  • বলরাম তুমি মোর গোপাল লৈয়া যাইছ
    বলরাম তুমি মোর গোপাল লৈয়া যাইছ। যারে ঘুমে চিয়াইয়ে দুগ্ধ পিয়াইতে নারি তারে তুমি গোঠে সাজাইছ।। কত জন্ম ভাগ্য করি আরাধিয়া হর গৌরী পাইলাম এ দুখ পাসরা। কেমনে ধৈরজ ধরে মায়ে কি বলিতে পারে বনে যাউক এ দুধ কোঙরা।। বসন ধরিয়া হাতে ফিরে গোপাল সাথে সাথে দণ্ডে দণ্ডে দশবার খায়। এ হেন দুধের বাছা বনেতে […] keyboard_arrow_right
  • বাজে ঝনন ঝুনিয়া
    বাজে ঝনন ঝুনিয়া। মণির মেখলা কঙ্কণ বলয়া মঞ্জীর একুই হইয়া।। ঝুলে রাই শ্যাম শোভা অনুপাম জলদ-দামিনী জ্যোতি। তলে সখী তার উড়ু-পরিবার ইহ অপরূপ-ভাতি।। বিপঞ্চীর তাল মহতী মিশাল অনঙ্গ মুগধে ধায়। মঙ্গল মালব কেদার ভৈরব মল্লার মিশাই গায়।। মৃদঙ্গ মন্দিরা বীণা সপ্ত-স্বরা মুরজ করিয়া সাথী। বায়ে সখীগণ আনন্দিত মন দোঁহার প্রেমেতে মাতি।। ললিতা অবলা তরুণী তরলা […] keyboard_arrow_right
  • বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মুড়া
    বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মুড়া অবসর নাহি বাঁশী নিতে। নূপুর বিহনে পায় অমনি চলিয়া যায় পীত ধড়া পরিতে পরিতে।। ননী জিনি সুকোমল দুখানি চরণতল কোথা পড়ে নাহিক ঠাহর। দয়া করি চাতকীরে পিপাসা করিতে দূরে ধায় যেন নবজলধর।। সেই সে রাধার ধাম আসি উপনীত শ্যাম বিরহিণী জিউ হেন বাসে। গোবিন্দদাসেতে কয় মৃত তরু মুঞ্জরয় বসন্ত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ