• বায়স কোকিল ঘুঘু দহিয়াল রব
    বায়স কোকিল ঘুঘু দহিয়াল রব। তা সহ মিলিয়া ডাকে পরিকর সব।। আলস তেজিয়া গোরা উঠে শেজ হৈতে। আঁখি কচালিয়া হাতে চায় চারি ভিতে।। পরিকর সহ গোরা প্রাতঃকৃত্য সারি। অঙ্গেতে সুগন্ধি তৈল মাখে ধীরি ধীরে।। তৈল মাখি যায় সবে গঙ্গা অভিমুখে। বাসু ঘোষ স্নানলীলা গায় মনসুখে।। keyboard_arrow_right
  • বাঁশীর স্বরে পূরে যন্ত্র রাধা হৃদান্তরে
    বাঁশীর স্বরে পূরে যন্ত্র রাধা হৃদান্তরে। ধু রাধার মন্দির মাঝে, পঞ্চ শব্দে বাদ্য বাজে, রাধা কাল নিদ্রায় পীতিত। রাধিকার হৃদে বসি। দামোদরে ফুকে বাঁশী, প্রেম বশে গাহে যন্ত্রগীত। রাধিকার কায় মনে, ঠাকুরের বৃন্দাবনে, ষট্‌ ঋত রাগ তথা বৈসে। ছয় চক্র তান ঘর, তাতে সপ্ত সরোবর, রাজহংস শত পদ্মে ভাসে। বৃন্দাবনে বনমালী, রাধা সঙ্গে করে কেলি, […] keyboard_arrow_right
  • বিবিধ কুসুম দিয়া
    বিবিধ কুসুম দিয়া সিংহাসন নিরমিয়া কানাই বসিলা রাজাসনে। রচিয়া ফুলের দাম ছত্র ধরে বলরাম গদগদ নেহারে বদনে।। অশোক পল্লব ধরে সুবল চামর করে সুদামের করে শিখিপুচ্ছ। ভদ্রসেন গাঁথি মালে পরায় কানাইর গলে শিরে দেয় গুঞ্জাফলগুচ্ছ।। স্তোককৃষ্ণ পুতি বানা ঠাঞি ঠাঞি বসাইলা থানা আজ্ঞা বিনে আসিতে না পায়। শ্রীদামাদি দূত হৈয়া কানাইর দোহাই দিয়া চারি পাশে […] keyboard_arrow_right
  • বিমল হেম জিনি তনু অনুপাম রে
    বিমল হেম জিনি তনু অনুপাম রে তাহে শোভে নানা ফুল দাম। কদম্ব কেশর জিনি একটি পুলক রে তার মাঝে বিন্দু বিন্দু ঘাম।। চলিতে না পারে গোরা- চান্দ গোসাঞি রে বলিতে না পারে আধ বোল। ভাবে অবশ হইয়া হরি হরি বোলাইয়া আচণ্ডালে ধরি দেই কোল।। গমন মন্থরগতি জিনি ময়মত্ত হাতী ভাবাবেশে ঢুলি ঢুলি যায়। অরুণ বসনছবি […] keyboard_arrow_right
  • বিরহ-বেয়াধি-বেয়াকুল সো পহুঁ
    বিরহ-বেয়াধি- বেয়াকুল সো পহুঁ বরজল ধৈরজ লাজ। বাসর যামিনি বিলপি গোঙায়ই বসি বসি বিপিনক মাঝ।। বিধুমুখী বেদন কি কহব আজ। বিষম-বিশিখ-শর বরিখণে জরজর বিকল বরজ-যুবরাজ।। বহু বৈদগধি বিবিধ-গুণ-চাতুরি বিছুরল সবহুঁ মুরারি। বরিখক ঠামে বোল তোহে পাবই বাউর ভেল বন-মালি।। বেশ-বিলাস বিশেষহি বিরচল বিরমল ভোজন পান। বোলইতে বদনে বচন নহি নিকসই বলরাম কি কহব জান।। keyboard_arrow_right
  • বিরহে ব্যাকুল ধনি কিছুই না জানে
    বিরহে ব্যাকুল ধনি কিছুই না জানে। আন-আন বরণ হইল দিনে দিনে।। কম্প পুলক স্বেদ নয়নহি ধারা। তানব মালিন্য বহু ভাব বিথারা।। যোগিনি যৈছন ধ্যানি আকার। ডাকিলে সমতি না দেই দশবার।। উনমত-ভাতি ধনি আছয়ে নিচলে। জড়িমা ভরল হাত পদ নাহি চলে।। আধ আধ বচন কহিছে কার সনে। পুন পুন পুছয়ে সবহুঁ তরুগণে।। ত্রিভঙ্গ হইয়া ক্ষেণে বাজায় […] keyboard_arrow_right
  • বিশাখা সখীরে দেখি ঢুলু ঢুলু করে আঁখি
    বিশাখা সখীরে দেখি ঢুলু ঢুলু করে আঁখি বলিতে বচন নাহি স্ফুরে। অন্তরে আছয়ে ভয় কহিলে কি জানি হয় ধরিল তাহা দু-টি করে।। শুন ত নাগর ওহে কি কথা কহিবে মোহে কহ তুমি করিয়া নিশ্চয়। রাধা রাজ-নন্দিনী তাহার সঙ্গিনী আমি আমি যাব তাহারি আলায়।। এ কথা শুনিয়া হরি কহে কথা ধীরি ধীরি তাহার লাগিয়া প্রাণ ঝুরে। […] keyboard_arrow_right
  • বিষ্ণুপ্রিয়া সঙ্গিনীরে পাইয়া বিরলে
    বিষ্ণুপ্রিয়া সঙ্গিনীরে পাইয়া বিরলে। ব্যাকুল হিয়ার গদগদ কিছু বলে।। আজি কেন নদীয়া উদাস লাগে মোরে। অঙ্গে নাহি পাই সুখ দুটি আঁখি ঝুরে।। নাচিছে দক্ষিণ অঙ্গ দক্ষিণ নয়ন। খসিয়া পড়িল মোর কর্ণের ভূষণ।। সুরধুনী পুলিনে মলিন তরুলতা। ভ্রমর না কায় মধু শুকাইল পাতা।। স্থগিত হইল কেন জাহ্নবীর ধারা। কোকিলের রব নাহি হৈল মূক পারা।। এই বড় […] keyboard_arrow_right
  • বিহানে উঠিঞা যেই ডাঁড়াইলাম পথে
    বিহানে উঠিঞা যেই ডাঁড়াইলাম পথে। আসি এক গোয়ালিনী ধরিলেক হাথে।। হাসিঞা গোপিনী সব কাল কাল বল্যা। অপমান কর‍্যা কত গাএ দিলে ধূলা।। ঢাকিঞা ক্ষীরের নাড়ু রাখিঞা আঁচলে। বারে বারে দেখাইঞা ধর ধর বলে।। ক্ষীর সর নবনী যাচাঞা দিঞা মোরে। চোর বল্যা কেহো কেহো বান্ধে দুটি করে।। মা বল্যা ডাকিতে চাহি মনে ভয় পাঞা। খরতর ধরে […] keyboard_arrow_right
  • বৃন্দা কহে পঢ় শারি শারী পঢ়ে মনোহারী
    বৃন্দা কহে পঢ় শারি শারী পঢ়ে মনোহারী জলজনয়নী ধনী রাধে। জগন্নারীর গর্ব্বহারী জয় রাধে সুকুমারী কৃষ্ণপ্রিয়া কৃষ্ণসর্ব্বসাধে।। সুনাগরী সুসাধিকে কৃষ্ণচিত্তমরালিকে কহে শারী ধনী অতি ধন্যা।। জগততরুণীশ্রেণী কলাশিশক্ষাগুরুমণি ভুবন ভরিল যশবন্যা।। সর্ব্বগুণ মণি খনি প্রেমসুধানিধি ধনী ত্রিভুবন সাধ্বীগণবন্দ্যা। ভূবনপূজিতা ধনী বৃন্দারণ্যরাজ্যরাণী লক্ষ্মী জিনি স্বয়ং লক্ষ্মীছন্দা।। সর্ব্বসল্লক্ষণময়ী সুসদ্‌গুণ সুসঞ্চরী প্রণম্য প্রণয়ে নিরমলা। অজিত করল বশ হেন প্রেমসুধারস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ