• বৃন্দা কুন্দলতা দোঁহে মেলি
    বৃন্দা কুন্দলতা দোঁহে মেলি। বাঢ়াওত দুহুঁজন কৌতুক কেলি।। সখিগণে থির করি কহে পুন বাণী। ঐছনে হারি জীত নাহি মানি।। নিজ অঙ্গপণে পাশা খেল পুনর্বার। হারিজীত তব করব বিচার।। এত শুনি দোঁহে পুন বৈঠল তাই। ষোড়শ দ্বাদশ দশ দান নিল রাই।। সাতা দুয়া চৌ পঞ্চ দান নিল কান। তাক ততহুঁ অঙ্গ যাক যত দান।। ঐছে বিচারি […] keyboard_arrow_right
  • বৃন্দাবনের ভাবে গোরা ফিরায় পাঁচনি
    বৃন্দাবনের ভাবে গোরা ফিরায় পাঁচনি। আবা আবা রবে ডাকে গোরা গুণমণি।। ডাকিছেন গোরাচাঁদ সেই ভাবাবেশে। বৃন্দাবনের ভাবে গোরার হইল আবেশে।। শচী প্রতি কহে মালিনী চল দেখিবারে। বিপিনে যাইবে গোরা গোষ্ঠ করিবারে।। শ্রীবাসের ব্রাহ্মণী ধাইয়া চলিল। বাসুদেব ঘোষ কহে যাইতে হইল।। keyboard_arrow_right
  • বেণুরব শুনি কানে চিতে না ধৈরজ মানে
    বেণুরব শুনি কানে চিতে না ধৈরজ মানে চমকিয়া অমনি উঠিল। কে যাবি কে যাবি আয় আয় ত না রহা যায় বলি ধনী আপনি সাজিল।। সুচতুর সহচরী বুঝাইছে বেরি বেরি চল যাব মথুরার বিকে। গোবিন্দ গোধন লৈয়া পথ পানে আছে চাঞা বড়াইরে আমি আনি ডেকে।। সঙ্গে গেলে বড়াই আই পথে কিছু ভয় নাই গুরুজনা অনুমতি দিবে। […] keyboard_arrow_right
  • বেলি অবসানে সখীর সহিতে
    বেলি অবসানে সখীর সহিতে গেলুঁ যমুনার জলে। নয়ন হিলোলে কিরূপ দেখিলু পরাণ চঞ্চল কৈলে।। সই এ কথা কহিব কারে। সাপিনী দংশিল বিষেতে ছাইল তনু জরজর করে।। আপনার দুখ আপনা অন্তরে কেবা পরতীত যায়। শাশুড়ী ননদী যদি কথা কহে গরল লাগে হিয়ায়।। অঙ্গের অঙ্গিনী সঙ্গের সঙ্গিনী সুখ দুখ সেহি জানে। চণ্ডীদাসে কহে দুখজ্বালা যত না যাবে […] keyboard_arrow_right
  • বেলি-অবসানে সহচরী সনে
    বেলি-অবসানে সহচরী সনে করত বিবিধ বেশ। চিকুর আঁচড়ি বনাল্য কবরী যতনে বান্ধিল কেশ।। কিবা সে লোটন-গোটা। কুঙ্কুমে মাজল বদন উজ্জ্বল তাহাতে সিন্দূর –ফোঁটা।।ধ্রু।। অলকা তিলকে আধ ঝলকে সাজনি বদন-চান্দে। দেখিয়া বদন ফাঁফর মদন ঝুরিয়া ঝুরিয়া কান্দে।। জটিলা তখন কহিছে বচন কলসী করহ কাঁখে। যমুনার তীরে ভরি আন নীরে দিনমণি যেন থাকে।। শুনিয়া তখন কহিছে বচন […] keyboard_arrow_right
  • বেশ-ভূষা করি বরজ-কিশোরী
    বেশ-ভূষা করি বরজ-কিশোরী ভেটিতে নাগর রাজ। সঙ্গে সখীগণ বেশ মনোরম সভার সমান সাজ।। চলে গজ-রাজ জিনি গমন মন্থর রূপ মনোহর চরণে নূপুর-ধ্বনি।।ধ্রু।। সুধাকর যেন ঘিরি তারা-গণ তেমন শোভিত রাই। গলে হেম-মালা দশ দিগ আলা নাগর নিকট যাই।। নিজ-অঙ্গ-ছবি শ্যামের অঙ্গেতে দেখিলা কিশোরী গোরী। নিমানন্দ বোলে হইল জঞ্জালে বসিলা বদন মোড়ি।। keyboard_arrow_right
  • বোলে বনমালী শুন গোয়ালিনি
    বোলে বনমালী শুন গোয়ালিনি কেনে পাতিয়াছ রোল। পার করি দিব বিকিরে যাইবে আগে ফুরাও মোর বোল।। সমূহ রমণী নহ একাকিনী বিবেচনা মতে কবা। যাহার যেমন আছয়ে পসরা বুঝিয়া সুঝিয়া লবা।। শুন্যাছ রমণি কি বলিছি আমি ইনা কথার কি না ফল। যমুনা পাথারে যদি হবে পার বুঝিয়া বেতন ফেল।। তুমি হে কাণ্ডারী আমরা তো ভারী দেওয়া […] keyboard_arrow_right
  • ভাদরে দেখিনুঁ নট চাঁদে
    ভাদরে দেখিনুঁ নট চাঁদে। সেই হৈতে উঠে মোর কানু পরিবাদে।। কত আছে যুবতী গোকুলে। কলঙ্ক কেবল লেখা মোর সে কপালে।। সোআমী ছায়াতে মারে বাড়ি। তার আগে কথা কয় দারুণ শাশুড়ী।। ননদী দেখয়ে চৌখের বালি। শ্যাম নাগর তোলাই সদাই পাড়ে গালি।। এ দুখে পাঁজর হৈল কাল। ভাবিয়া দেখিনু এবে মরণ সে ভাল।। দ্বিজ চণ্ডীদাসে পুনঃ কয়। […] keyboard_arrow_right
  • ভাদরে দেখিনু নটচাঁদে
    ভাদরে দেখিনু নটচাঁদে। সেই হৈতে উঠে মোর কানু পরিবাদে।। এতেক যুবতীগণ আছয়ে গোকুলে। কলঙ্ক কেবল লেখা মোর সে কপালে।। স্বামী ছায়াতে মারে বারি। তার আগে কুকথা কয় দারুণ শ্বাশুড়ী ।। ননদিনী দেখয়ে চোখের বালি। শ্যাম নাগর তোমায় পাড়ে গালি।। এ দুখে পাঁজল হৈল কাল। ভাবিয়া দেখিনু এবে মরণ সে ভাল।। দ্বিজ চণ্ডীদাস পুনঃ কয়। পরের […] keyboard_arrow_right
  • ভাব-ভরে গরগর চিত
    ভাব-ভরে গরগর চিত। খেণে উঠে খেণে বৈসে না পায় সম্বিত।। অতি রসে নাহি বান্ধে থেহ। সোঙরি সোঙরি কান্দে পুরুব সুনেহ।। নাচে পহু গোরা নট-রাজ। কি লাগি গোকুল-পতি সঙ্কীর্ত্তন মাঝ।। নিজ পর কিছুই না জানে। দীনহীন উত্তম অধম নাহি মানে।। প্রিয়-গদাধর কর ধরি। মরম-কথাটি কহে ফুকরি ফুকরি।। ডগমগ আনন্দ-হিলোলে। লোলিয়া লোলিয়া পড়ে পতিতের কোলে।। গোরা-রসে সব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ