• মধুর যামিনি কাম কামিনি
    মধুর যামিনী কাম কামিনি বিহরে কালিন্দিতীর। কোকিল কুহরত ভ্রমর ঝঙ্কৃত বদত কীর সুধীর।। রাধা মাধবসঙ্গ। সঙ্গে সহচরি নাচয়ে ফিরি ফিরি গাওয়ে রসপরসঙ্গ।।ধ্রু।। করহি বন্ধন ঝমকে কঙ্কণ চরণে মঞ্জির রোল। কটিতে কিঙ্কিণি বাজয়ে কিনি কিনি গণ্ডে কুণ্ডল দোল।। রাই নাচত কতহুঁ রসভৃত কানু কত কত গাওই। সবহুঁ সখি মেলি রচয়ে মণ্ডলি জ্ঞানদাসমতি ভাওই।। keyboard_arrow_right
  • মন মোর আর নাহি লাগে গৃহকাজে
    মন মোর আর নাহি লাগে গৃহকাজে। নিশিদিন কাঁদি সই হাসি লোকলাজে।। কালার লাগিয়া হাম হব বনবাসী। কালা নিলে জাতি কুল প্রাণ নিলে বাঁশী।। হাঁ রে সখি কি দারুণ বাঁশী। যাচিয়া যৌবন দিয়া হনু শ্যামের দাসী।। তরল বাঁশের বাঁশী নামে বেড়া জাল। সবার সুলভ বাঁশী রাধার হৈল কাল।। অন্তরে অসার বাঁশী বাহিরে সরল। পিবয়ে অধর সুধা […] keyboard_arrow_right
  • মন্দির তেজি কানন মাহ পৈঠলুঁ
    মন্দির তেজি কানন মাহ পৈঠলুঁ কানু-বচন প্রতি আশে। অভরণ বসন যে অঙ্গে চঢ়ায়লুঁ তাম্বুল-কপূর-সুবাসে।। সজনী সো মঝু বিপরীত ভেল। কানু রহল দূরে অনরথ আসি দ্বারে মনমথ দরশন দেল।। ফুলশরে জর জর সকল কলেবর কাতর মহি গড়ি যায়। পরভৃত বোলে ডোলে সব অন্তর উঠি বসি রজনি পোহায়।। শীতল চন্দ গরল সম লাগয়ে মলয়জ পবন হুতাশ।। লোচন-নীর […] keyboard_arrow_right
  • মাগো গেনু খেলাবার তরে
    মাগো গেনু খেলাবার তরে। পথে লাগি পেয়ে এক গোয়ালিনী লয়ে গেল মোরে ঘরে।। গোপ রাজরাণী নন্দের গৃহিণী যশোদা তাহার নাম। তাহার বেটার রূপের ছটায় জুড়াইল মোর প্রাণ।। কি হেন আকুতে তার বাম ভিতে লয়ে বসাইল মোরে। এক দিঠে রহি তাহার আমার রূপ নিরীক্ষণ করে।। বিজুরি উজোর মোর অঙ্গখানি সেহ নব জলধর।। সুমেল দেখিয়া দিবাকর ঠাঁই […] keyboard_arrow_right
  • মাতা যশোমতী ধাই উনমতী
    মাতা যশোমতী ধাই উনমতী গোপাল লইয়া কোরে। স্তন ক্ষীরধারে তনু বাহি পড়ে ঝরয়ে নয়ান লোরে।। নিজ ঘরে যাইয়া ক্ষীর সর লৈয়া ভোজন করাইয়া বোলে। ঘরের বাহির আর না করিব সদাই রাখিব কোলে।। কানাই আইলা শুনিয়া ধাইলা যতেক ব্রজের সখা। মরণ শরীরে পরাণ পাইল এমতি হইল দেখা।। যত ব্রজবাসী সভে দেখে আসি ভাসয়ে আনন্দ জলে। আর […] keyboard_arrow_right
  • মাধব কি কহব দৈব বিপাক
    মাধব কি কহব দৈব বিপাক। পথ আগমন কথা কত না কহয়ে হে যদি হয় বয়ান লাখে লাখ।। মন্দির তেজি যব পদচারি আয়হু নিশি হেরি কম্পিত অঙ্গ। তিমির দুরন্ত পথ হেরই না পারই পদযুগে বেঢ়ল ভুজঙ্গ।। একে কুলকামিনী তাহে কুহু-যামিনী ঘোর গহন অতি দূর। আর তাহে জলধর বরিখয়ে খরতর হাম রহব কোন পুর।। একে পদ-পঙ্কজ পঙ্কে […] keyboard_arrow_right
  • মাধব ঐছে বচন শুনি সো সখি
    মাধব ঐছে বচন শুনি সো সখি চললিহুঁ রাইক পাশ। মন মাহা বচন রচন করি যৈছনে নাহক পূরয়ে আশ।। অপরূপ দোতিক রীত। সখিগণ সঙ্গে রাই যাহাঁ বৈঠয়ে তাহিঁ যাই উপনীত।। শুন শন রমণি- শিরোমণি মুগধিনি তুয়া অনুগত ভেল শ্যাম। তুয়া রূপ হেরি সোই ভেল আকুল কহই দাস বলরাম।। keyboard_arrow_right
  • মাধব কি কহব দৈব বিপাক
    মাধব কি কহব দৈব বিপাক। পথ আগমন কথা কত না কহিব হে যদি হয় মুখ লাখে লাখ।।ধ্রু।। মন্দির তেজি যব পদ চারি আওলুঁ নিশি হেরি কম্পিত অঙ্গ। তিমির দুরন্ত পথ হেরই না পারিয়ে পদযুগে বেড়ল ভুজঙ্গ।। একে কুলকামিনি তাহে কুহুযামিনি ঘোর গহন অতি দূর। আর তাহে জলধর বরিখয়ে ঝর ঝর হাম যাওব কোন পুর।। একে […] keyboard_arrow_right
  • মাধব পেখলুঁ সো নববালা
    মাধব পেখলুঁ সো নববালা। বরজ রাজপথে চাঁদ উজালা।। অধরক হাস নয়নযুগে মেলি। হেম কমল পর চঞ্চরী খেলি।। হেরি তরুণী কোই করু পরিহাস। অন্তরে সমুঝয়ে বাহিরে উদাস।। শুনিয়া না শুনে রস পরসঙ্গ। চরণ চলন গতি মরাল সুরঙ্গ।। বক্ষ জঘন গুরু কটি ভেল ক্ষীণ। নয়নানন্দ দরশ শুভ দিন।। keyboard_arrow_right
  • মাধব রাধা স্বাধীনা ভেল
    মাধব রাধা স্বাধীনা ভেল। কতহু যতনে কত পরকারে বুঝাওনু তবহি উত্তর নাহি দেল।। তোহারি পরসঙ্গ শুনায় যদি সুন্দরি শ্রবণ মুদয়ে দুহুঁ পাণি। তোহারি পিরিতি কিরিতি করি মানই সো অবলা পন্থ জানি।। তোহারি.. তাম্বুল ধরল মুহ রাইক আগে। কোপে কমলমুখি পালটি না হেরই রহই বিমুখ বিরাগে।। যে বুঝি কুলিশ সার তছু অন্তর কোন মিটায়ব মান। গোবিন্দদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ