অরুণ কমল দলে শেজ বিছাওব বৈঠব কিশোর কিশোরী । স্মের-মধুর-মুখ পঙ্কজ -মনোহর মরকত মণি হেম গোরী।। প্রাণেশ্বরি কবে মোরে হবে শুভদিঠি।। আজ্ঞায় লইব কবে চম্পক-কুসুমবর শুনব বচন আধ মিঠি।। ধ্রু।। মৃগমদ সিন্দূরে তিলক বনাওব বিলেপন চন্দন গন্ধে। গাথিয়া মালতী ফুল মালা পহিরাওব ভুলব মধুকর বৃন্দে।। ললিতা আমার করে দেওব বীজন বীজব মারুত হাম মন্দে। শ্রমজল […]
keyboard_arrow_right