বিচিত্র আসনে বসিলা সুন্দরী
রাধার মন্দির-ঘরে।
বিনোদিনী রাই কহেন তাহাই
অধিক আদর করে।।
বিয়োগী দেখিয়া নবীন কিশোরী
বিবিধ মিঠাই আনি।
শাকরই ক্ষীর ঝুনা নারিকেল
চিনি চাপাকলা ফেণী।।
আনি বিনোদিনী রাজার নন্দিনী
যোগাই তাহার কাছে।
পুন পুন কহে— “এ[ ] প বদনে
তবে বহু সুখ আছে।।”
হাসিয়া রমনী কুলের কামিনী
কহেন উত্তর বানী।–
“এসব মিষ্টান্ন দুজনে পাইব
একেলা না লব আমি।।”
এক কথা শুনিয়া বৃকভানুসুতা
হাসিয়া হাসিয়া বলে।—
“তোমার আদর পরম যতনে
শাস্ত্রের লিখন-সারে।।
অভ্যাগত আগে পূজন যজন
এই সে মানিয়ে ভালে।
হয়ে নয়ে দেখ মনে বিচারিয়া
সকল জনাতে বলে।।”
কহেন উত্তর হইয়া……….
সেই সেও নবরামা।—
“আগে আস্য শষ্যে করি আলিঙ্গন
জানিব তোমার প্রেমা।।”
চণ্ডীদাস বলে— অপরূপ দেখ
অসীম যাহার লীলা।
দুঁহে পরস্পর একুই সমসর
বাহু পসারিয়া নিলা।।