(তোমরা মোরে) ডাকিয়া শুধাও না, প্রাণ আন-চান বাসি। কেবা নাহি করে প্রেম আমি হলুঁ দোষী ।।ধ্রু।। গোকুল-নগরে কেবা কি না করে তাহে কি নিষেধ বাধা। সতী কুলবতী সে সব যুবতী কানু-কলঙ্কিনী রাধা।। বাহির হইতে লোক-চরচাতে বিষ মিশাইল ঘরে। পীরিতি করিয়া সব হৈল বৈরি আপনা বলিব কারে।। তোমরা আমার পরম ব্যথিত জীবনে মরনে সঙ্গ। অনেক দোষের […]
keyboard_arrow_right