• অমিঅক লহরী বম অরবিন্দ
    অমিঅক লহরী বম অরবিন্দ। বিদ্রুম পল্লব ফুলল কুন্দ।। নিরবি নিরবি মৈঁ পুনু পুনু হেরু। দমন-লতা পর দেখল সুমেরু। সাঁচ কহওঁ মৈঁ সাখি অনঙ্গ। চান্দক মণ্ডল জমুনা তরঙ্গ।। কোমল কনককেআ মুতি পাত। মসি লএ মদনে লিখল নিজ বাত।। পঢ়হি ন পারিঅ আখর-পাঁতি। হেরইত পুলকিত হো তনু কাঁতি।। ভনই বিদ্যাপতি কহওঁ বুঝাএ। অরথ অসম্ভব কে পতিআএ।। keyboard_arrow_right
  • কবরীভয়ে শিখী গেয় গিরিকন্দরে
    কবরীভয়ে শিখী গেয় গিরিকন্দরে মুখভয়ে চান্দ অকাসে। হরিনি নয়নভয়ে স্বরভয়ে কোকিল গতিভয়ে গজ বনবাসে।। সুন্দরি কাহে মোহে সম্ভাসি ন যাসি। তুঅ ডরে ইহ সব দূরহি পলাএল তুহুঁ পুন কাহি ডরাসি।। কুচভয়ে কমলকোরক জলে মুদি রহু ঘট পরবেসে হুতাসে। দাড়িম সিরিফল গগনে বাস করু সম্‌ভু গরল করু গ্রাসে।। ভুজভয়ে কনক মৃনাল পঙ্কে রহুঁ করভয়ে কিসলয় কাঁপে। […] keyboard_arrow_right
  • কী কাহ্ন নিরেখহ ভৌঁহ বিভঙ্গ
    কী কাহ্ন নিরেখহ ভৌঁহ বিভঙ্গ। ধনু মোহি সোপি গেল অপন অনঙ্গ।। কঞ্চনে কামে গঢ়ল কুচকুম্ভ। ভগইতে মনব দেইতে পরিরম্ভ।। চতুর সখী জন সারথি লেহ। আসেপ মোহি বাল্ক সসিরেহ।। রাহু তরাস চান্দ সঞো আনি। অধর সুধা মনমথে ধরু জানি।। জিবজঞো রাথঞো রহঞো মুগোধি। পিবি জনু হলহ লাগতি মোরি চোরি।। কৈতব করথি কলামতি নারি। গুণগাহক পহু বুঝথি […] keyboard_arrow_right
  • কুণ্ডল তিলকে বিরাজ মুখ
    কুণ্ডল তিলকে বিরাজ মুখ সোভিত সীদূর বিন্দু হেমলতামে সমারু বিধি কবি রবি তারা ইন্দু।। ইন্দুবদনি ধনি নয়ন বিসালা। কমলকলিত জনি মধুকর মালা।। দেখলি কলাবতি অপরুব রমনী। জিনএ আইলি সুরপুর গজগমনী।। বেনী বিমল বিরাজ তনু রস কুসুমাবলি হার। স্যাম ভুজঙ্গম দেখিকহু কিয়ো কাম পরহার।। করু পরহার মদন-সর বালা। কুটিল কটাখ বান কনিয়ালা।। কম্বু কণ্ঠ মৃনাল ভুজ […] keyboard_arrow_right
  • কেশপাশে শোভে তার সুরঙ্গ সিন্দুর
    কেশপাশে শোভে তার সুরঙ্গ সিন্দুর। সজল জলদে যেহ্ন ঊইল নব সুর।। কনককমলরুচি বিমল বদনে। দেখি লাজে গেলা চান্দ দুঈ লাখ যোজনে।। মুনি-মনমোহিনী রমণী আনুপামা। পদুমিনী আহ্মার নাতিনী রাধানামা।।ধ্রু।। ললিত আলকপাঁতিকাঁতি দেখি লাজে। তমালকলিকাকুল রহে বনমাঝে।। আলস লোচন দেখি কাজলে উজল। জলে পসি তপ করে নীল উতপল।। কণ্ঠদেশ দেখিআঁ শঙ্খত ভৈল লাজে। সত্বরে পসিলা সাগরের জল […] keyboard_arrow_right
  • ঘটক বিহি বিধাতা জানি
    ঘটক বিহি বিধাতা জানি। কাচে কঞ্চনে ছাউলি আনি।। কুচ সিরিফল সঞ্চা পূরি। কুঁদি বইসাওল (কনক কটোরি)।। রূপ কি কহব মঞে বিসেখি। গএ নিরূপিঅ ঝটিত দেখি।। নয়ন নলিন সম বিকাস। চান্দহ তেজল বিরহ ভাস।। দিনে রজনী হেরএ বাট। জনি হরিনী বিছুরল ঠাট।। keyboard_arrow_right
  • চরণ কমল কদলী বিপরীত
    চরণ কমল কদলী বিপরীত। হাস কলা সে হরএ সাঁচীত।। কে পতি আওব এহু পরমান। চম্পকেঁ কএল পুহবি নিরমাণ।। এরে মাধব পলটি নিহার। অপরূব দেখিঅ জুবতি অবতার।। কূপ গভীর তরঙ্গিনী তীর। জনমু সেমার লতা বিনু নীর।। চহকি চহকি দুই খঞ্জন খেল। কামকমান চান্দ উগি গেল।। উপর হেরি তিমিরেঁ করু বাদ। ধমিলেঁ কএল তাকর অবদাস।। বিদ্যাপতি ভন […] keyboard_arrow_right
  • জকর নয়ন জতহি লাগল
    জকর নয়ন জতহি লাগল ততহি সিথিল গেলা। তকর রূপ সরূপ নিরূপএ কাহু দেখি নহি ভেলা।। কমলবদনি রাহী জগত তকর। পুন সরাহিয় সুন্দরি মীনতি জাহীরে।। পীন পয়োধর চীবুক চুম্বএ কীএ পটতর দেলা। বদন চান্দ তরাসে নুকাএল পলটি হের চকোরা।। keyboard_arrow_right
  • জমুনাতীর যুবতী কেলি কর
    জমুনাতীর যুবতী কেলি কর উঠি উগল সানন্দা। চিকুর সেমার হার অরুঝাএল জূথে জূথে উগ চন্দা।। মানিনি অপুরুব তুঅ নিরমানে পাঁচেবানে জনি সেনা সাজলি অইসন উপজু মোহি ভানে।। আনি পুনিম সসি কনক থোএ কসি সিরিজল তুঅ মুখ সারা। জে সবে উবরল কাটি নড়াওল সে সবে উপজল তারা।। উবরল কনক ঔটি বটুরাওল সিরিজল দুই আরম্ভা। সীতল ছাহ […] keyboard_arrow_right
  • জেহে অবয়ব পুরুব সময়
    জেহে অবয়ব পুরুব সময় নিচর বিনু বিকার। সে আবে জাহু তাহু দেখি ঝাপএ চিহ্নিমি ন বেবহার।। কন্‌হা তুরিত সুনসি আএ। রূপ দেখত নয়ন ভুলল সরূপ তোরি দোহাএ।। সৈসব বাপু বহীরি ফেদাএল যৌবনে গহল পাস। জেও কিছু ধনি বিরুহ বোলএ সে সেও সুধাসম ভাস।। জৌবন সৈবব খেদএ লাগল ছাড়ি দেহে মোর ঠাম।। এত দিন রস তোহে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ