• আউলাইল কুন্তল মোর সত্বর গমনে
    আউলাইল কুন্তল মোর সত্বর গমনে। করযুগ তুলী তার করিলোঁ বন্ধনে।। শ্রমের কারণে হাম্ভী হৈল ঘন ঘনে। গাঅ মোড়িএ কাহ্নঞিঁ আলস্য কারণে।। তোহ্মা দেখি যদি মোর বিচলিল মনে। তবেঁ মোরে জীতেঁ না জুআএ এখনে।।ধ্রেু।। পবনে চলিল মোর হৃদয় বসনে। দৈবযোগেঁ তাত তোর পড়িল নয়নে।। লাজ ভএঁ ভৈল মোর তরল নয়নে। সত্বরেঁ ঢাকিলোঁ মুখ দেহের বসনে।। যুমনা […] keyboard_arrow_right
  • আজি জখনে মোঁ রাঢ়ায়িলোঁ পাএ
    আজি জখনে মোঁ রাঢ়ায়িলোঁ পাএ। পাছেঁ ডাক দিল কালিনীমাএ।। তার ফলেঁ মোর পরাণ পতী। মোক ছাড়ী কাহ্নঞিঁ গেলা কতী।। বাহুড় এ কাহ্নরূপ মুরারী। তোঁ লাগি বিকলী রাধা  গোআলী।।ধ্রু।। সামল কোমল  দেহ তোহ্মার। কেমনে  সহিবেঁ বিষের জাল।। ধিকছুক কাহ্নাঞিঁ সে  কালীনাগে। আহ্মা না দংশিল তোহ্মার আগে।। সহ্মাত বড় যাক  তোহ্মার নেহা। যা সমে তোহ্মার একয়ি দেহা।। […] keyboard_arrow_right
  • আষাঢ় শ্রাবণ মাসে মেঘ বরিষে যেহ্ন ঝরএ নয়নের পাণী
    আষাঢ় শ্রাবণ মাসে মেঘ বরিষে যেহ্ন ঝরএ নয়নের পাণী। আল বড়ায়ি। সংপুটে প্রণাম করি বুইলোঁ সব সখিজনে কেহো নান্দে কাহ্নঞিকে আণী।। আল বড়াবি চাহা চাহা। কোণ দিগেঁ মৌহরী বাজে।।ধ্রু।। রূপস দেখিএ যথাঁ নানা ফুল ফল গড়া সেই সে কাহ্নঞিঁর দেশ। নান্দের নন্দন কাহ্ন … … … সোঁঅরিতেঁ পাঞ্জর শেষ।। কাহ্নঞিঁ বিহাণে মোর সকল সংসার ভৈল […] keyboard_arrow_right
  • আসাঢ় মাসে নব মেঘ গরজএ
    আসাঢ় মাসে নব মেঘ গরজএ। মদন কদনে মোর নয়ন ঝুরএ।। পাখী জাতী নহোঁ বড়ায়ি ঊড়ী জাওঁ তথা। মোর প্রাণনাথ কাহাঞিঁ বসে যথা।। কেমনে বঞ্চিবোঁ রে বারিষা চারি মাস। এ ভর যৌবনে কাহ্ন করিলে নিরাস।।ধ্রু।। শ্রাবণ মাসে ঘন ঘন বরিষে। সেজাত সুতিঁআ একসরী নিন্দ না আইসে।। কত না সহিব রে কুসুমশর জালা। হেন কালে বড়ায়ি কাহ্ন […] keyboard_arrow_right
  • আহা কে না সুতীথে তপ কৈল ভাগ্যমতী
    আহা। কে না সুতীত্থে তপ কৈল ভাগ্যমতী। কে নারী কাহ্নের সঙ্গে করে সুরতী।। কাহ্ন বিনী আভাগিনী গোপ যুবতী। দেখ সহ্মে নিকুঞ্জে গোবিন্দ গেলা কতী।। হরি হরি। সুন্দর সে গীত গাআঁ  বাঁআ করতালী। দেখ পাঅ চিহ্ন কথাঁ গেলা বনমালী।।ধ্রু।। কে না কুশক্ষেত্রে বিধিবতেঁ কৈল দান। কাহার ফলিল পুক্ষর পুন্য সিনান।। কাহাকে মিলিল আজি অষ্ট মহাসিধী। কারেঁ […] keyboard_arrow_right
  • আহোনিশি যোগ যে আই
    আহোনিশি যোগ  ধেআই। মন পবন গগনে রহাই।। মূল কমলে কয়িলে মধুপান। এষেঁ পাইঞাঁ আহ্মে ব্রহ্মগেআন।। দূর আনুসর সুন্দরি রাহী। মিছা লোভ কর পায়িতেঁ কাহ্নাঞী।।ধ্রু।। ইড়া পিঙ্গলা সুসমনা সন্ধী। মন পবন তাত কৈল বন্দী।। দশমী দুয়ারে দিলোঁ কপাট। এবে চড়িলোঁ মো সে যোগবাট।। গেআন বাণে ছেদিলোঁ মদনবাণ। তে আর না ভোলো তোহ্মার যৌবন।। এবে দেহে মোর […] keyboard_arrow_right
  • কালী দলিল আহ্মে শলিল শোধিল
    কালী দলিল আহ্মে শলিল শোধিল। কংস মারিবারে আহ্মে আবতার কৈল।। মামা বধ করিবোঁ মো লিখিত করম। তেকারণে গোপকুলে লভিল জরম।। পসরিলহে মদন পাঁচ বাণে। কে তোর রাখিবে রাখঊ পরাণে।।ধ্রু।। হের ফুলের ধনু ফুলের পাঁচ বাণ। এহি ফুলেঁ আজি তোর লইবোঁ পরাণ।। আহ্মার খাঁখার কৈলেঁ সব জন থানে। তেকারণে রাধা তোক যোড়োঁ পাঁচ বাণে।। হেন পাঁচ […] keyboard_arrow_right
  • কাহ্নাঞিঁক দেখি যত গোপ গোপীগণে
    কাহ্নাঞিঁক দেখি যত গোপ গোপীগণে। হরিয়েঁ হিয়লা তবেঁ সজল নয়নে।। কেহো দৃঢ় ভুজযুগেঁ কৈল আলিঙ্গন। কেহো ঘন ঘন  তার চুম্বিল  বদন।। হরষিত ভৈল সব  যুবতীসমাজে। কালীয় সাপের মুখে জিলা দেবরাজে।।ধ্রু।। ততিখনে যশোদার দেব দামোদরে। তনে হৈতেঁ ঝরিআঁ পড়িল ক্ষীর ধারে।। বুইল দশ দিশ শূন্য ভৈল মোরে। চিরকাল জীউ  পুত্র মোর গদাধরে।। নেহেঁ তবেঁ আকুলী রাধিকা […] keyboard_arrow_right
  • কৃষ্ণ পরশিল করে শরীর রাধার
    কৃষ্ণ পরশিল করে শরীর রাধার। বিহড়িল আষ্ট ধাতু আয়িল তাহার।। ধেআন করিআঁ করেঁ ঝাড়ে বনমালী। ধীরেঁ ধীরেঁ গাঅখানী তোলে চন্দ্রাবলী।। মরিআঁ জিলী রাধা গোকুল সমাজে। তিরীবধে ঊদ্ধার পাইল দেবরাজে।।ধ্রু।। তালের বিণিঞঁ রাধাক বিচি কাহ্ন। নির্ম্মল যমুনা জল করায়িল পান।। জিআঁ ঊঠিলী রাধা পরম হরিষে। সখিজন হুলাহুলী পাড়ে চৌদিশে।। রাধা বস করি কাহ্ন গেলা বৃন্দাবনে ।। […] keyboard_arrow_right
  • কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নই কূলে
    কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নই কূলে। কে না বাঁশী বাএ বড়ায়ি এ গোঠ গোকুলে।। আকুল শরীর মোর বেআকুল  মন। বাঁশীর শবদেঁ মো আঊলাইলোঁ  রান্ধন।। কে না বাঁশী বাএ বড়ায়ি সে না কেন জনা। দাসী হআঁ তার পাএ নিশিবোঁ আপনা।।ধ্রু।। কে না বাঁশী বাএ বড়ায়ি চিত্তের হরিষে। তার পাএ বড়ায়ি মোঁ কৈলোঁ কোণ দোষে।। […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ