• এস ভাই সখা দেহ মোরে দেখা
    এস ভাই সখা দেহ মোরে দেখা পরাণ কেমন করে। কোথা আছ ভাই খুঁজিতে না পাই একি পরমাদ মোরে।। আর কার সনে খেলিব যতনে বনে ফিরাইব পাল। আর না শুনিব মধুর বচন বেশ না করিব ভাল।। কানুর বিষাদ রোদন বেদন শুনি পশু পাখিগণে। পাষাণ গলিত শাখিকুল যত লম্বিত চরণ পানে।। আয় আয় ভাই ডাকয়ে মাধাই উত্তর […] keyboard_arrow_right
  • কমলনয়ন ধেয়ান স্মরণ
    কমলনয়ন ধেয়ান স্মরণ মুদিয়া নয়ান দুটি। ব্রহ্মজ্ঞানেতে দেখি হৃদয়েতে ব্রহ্মার হেনক কুটি।। আমায় ছলিতে আসি বনভিতে ঐছন তাহার কাজ। মোর তথ্য কিছু জানিতে নারিয়ে বুঝিব শকতি আজ।। আমি কি বটিয়ে জানিতে নারিয়ে পাইয়ে মরমে ব্যথা। তেঁই শিশু বৎস হরিয়া লইয়া জানিল এ তথ্য কথা।। ভাল ভাল বলি জানিয়ে অন্তরে নন্দের নন্দন কান। সৃজিল রাখাল যত […] keyboard_arrow_right
  • কৃষ্ণ বলরাম চলিলা তুরিতে
    কৃষ্ণ বলরাম চলিলা তুরিতে যথা যজ্ঞপত্নী রহে। তথা দুই ভাই চলিলা সঘনে দুয়ারে যাইয়া রহে।। দেখিলা ব্রাহ্মণী কৃষ্ণ বলরাম পুলকে পূরিত অঙ্গ। গদ গদ ভাবে কহিতে লাগিলা “কিবা শুভদিন রঙ্গ। আজু বড় শুভ করম ফলিল ভাগ্যের নাহিক সীমা। নয়ন ভরিয়া দেখিলাম আঁখে রামকৃষ্ণ দুই জনা।। কহ কহ কেনে এলে দুই জনে কি হেতু ইহার শুনি।” […] keyboard_arrow_right
  • কোথা আছ ভাই ছিদাম সুদাম
    কোথা আছ ভাই ছিদাম সুদাম বসুদাম আদি যত। দেহ দরশন না রহে জীবন ফুকরি ডাকত কত।। কোন বনমাঝে আছ কোন কাজে উত্তর না দেহ কেনে। ভাই ভাই বলি করিয়া বিকলি বুলত বনহি বনে।। কাঁদিয়া আকুল নন্দের নন্দন বচন না সরে মুখে। আজি সে দুর্দ্দিন হইল মিলন পাইল ভোজন দুখে।। প্রাণের দোসর রাখাল সকল তারা বা […] keyboard_arrow_right
  • ঘন শ্যাম শরীর কেলি রস
    ঘন শ্যাম শরীর কেলি রস যমুনাক তীর বিহার বনি। শ্রীদাম সুদাম ভায়া বলরাম সঙ্গে বসুদাম রঙ্গে কিঙ্কিণী।। ঘন চন্দন ভাল কানে ফুল ডাল অঙ্গে গিরি লাল কিয়ে চলনি। লুফিছে পাচনি বাজিছে কিঙ্কিণী পদ নূপুর ঝুনু ঝুনু শুনি।। কত যন্ত্র সুতান কলা রস গান বাজায়ত মান করি সুমেলে। যব বেণু পুরে মৃগ পাখী ঝুরে পুলকে তরু […] keyboard_arrow_right
  • পুনঃ শিশুগণে করল হরণ
    পুনঃ শিশুগণে করল হরণ রাখিল গোপন করি। ব্রহ্মার মনেতে করি কিছু চিতে ইহ কি গোলোক-হরি।। এই দাঁড়াইয়া ধেনু বৎস লয়া বুঝিতে আপন মন। তেঁই সে হরিল বালক সকল বুঝিবে কোন বা জন।। হেথা বনমালী খুঁজিয়া বিকলি না পাই ধেনুর লাগি। কমল লোচন না স্ফুরে বচন উঠত বিরহ আগি।। আসি সেইখানে ভোজনের স্থানে না দেখি বালকগণে। […] keyboard_arrow_right
  • প্রভাত হইল সবাই জাগিল
    প্রভাত হইল সবাই জাগিল গুরুবিত জনা। গৃহ কাজ যত সব সমাধিয়া আন পথে আনাগোনা।। গৃহ মাঝে গিয়া দেখি এল ধেয়া শ্যামের চূড়ার মালা। নীল অতসীর ফুল তাহে ছিল তা দেখি হইল জ্বালা ।। আর কাল জাদ তা দেখি বিষাদ উঠিল বিরহ আগি।। নয়ন অঞ্জন মুছিল তখন হইয়া বিরহ রাগি।। খেলে শ্যাম রায় পথ পানে চায় […] keyboard_arrow_right
  • বদন হেরিয়া গদ গদ হৈয়া
    বদন হেরিয়া গদ গদ হৈয়া কহে বিনোদিনী রাই। শুনলো স্বজনি হেন মনে গণি আন ছলে পথে যাই।। হেরি শ্যামরূপ নয়ন ভরিয়া আঁখির নিমিষ নয়। এক আছে দোষ গুরুজন রোষ তাহাই বাসিয়ে ভয়।। আঁখির পুতলি তারার মণি যেমন খসিয়া পড়ে। শিরীষ কুসুম জিনিয়া কোমল পাছে বা গলিয়া পড়ে।। ননীর অধিক শরীর কোমল বিষম ভানুর তাপে। জানি […] keyboard_arrow_right
  • বিস্ময় ভাবিলা বালক সকল
    বিস্ময় ভাবিলা বালক সকল কহিতে লাগিলা তায়। “এ জন নন্দের ভবনে জন্মিল ধরিয়া মানুষ-কায়।। কেবল ঈশ্বর দেব দামোদর নহিলে এমন হয়। নানা সে আপদ সঙ্কট নিকট ঘুচায় সবার ভয়।। বিষপান বেলা সবাই মরিলা এই সে যমুনাতটে। অমৃত দৃষ্টিতে চাহিয়া বাঁচায়ে সকল বালক উঠে।। অঘাসুর আদি যতেক অসুর সকলি করিল ধ্বংস। বুঝিল সাক্ষাতে এমন সম্পদ কেবল […] keyboard_arrow_right
  • ব্রজরাজ বালা রাজ পথে আইলা
    ব্রজরাজ বালা রাজ পথে আইলা লইয়া ধেনুর পাল। সঙ্গে সখাগণ ভাই বলরাম ছিদাম সুদাম ভাল।। সুবল সঙ্গাত তার কাঁধে হাত আরোপি নাগর রায়। হাসিতে হাসিতে সঙ্কেত বাঁশীতে এ দুই আঁখর গায়।। এ কথা আনেতে কিছু না জানে সুবল কিছু সে জানে। হৈ হৈ বলি রাজপথে চলি গমন করিছে বনে। গবাক্ষে বদন দিয়া প্রেমময়ী রূপ নিরক্ষণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ