• গোরা অবতারে যার না হৈল ভকতিরস
    গোরা অবতারে যার না হৈল ভকতিরস আর তার না দেখি উপায়। রবির কিরণে যার আঁখি পরসন্ন নৈল বিধাতা বঞ্চিত ভেল তায়।। ভজ গোরাচাঁদের চরণ। এ তিন ভুবনে ভাই দয়ার ঠাকুর নাই গোরা বড় পতিতপাবন।।ধ্রু।। হেম জলদ কিয়ে কিয়ে প্রেম সরোবর করুণাসিন্ধু অবতার। পাইয়া এ হেন জন যে না হৈল সুশীতল কি জানি কেমন মন তার।। […] keyboard_arrow_right
  • গোরা অভিষেক কথা অদ্ভুত কথন
    গোরা অভিষেক কথা অদ্ভুত কথন। শুনিয়া পণ্ডিত ঘরে ধায় ভক্তগণ।। ধাওয়াধাই করি আসি নাচে কুতূহলে। দুবাহু তুলিয়া জয় গোরাচাঁদ বলে।। চাঁদ নাচে সূয্য নাচে নাচে তারাগণ। ব্রহ্মা নাচে বায়ু নাচে সহস্র লোচন।। অরুণ বরুণ নাচে সব সুরগণ। পাতালে বাসুকি নাচে নাচে নাগগণ।। স্বর্গ নাচে মর্ত্ত্য নাচে নাচয়ে পাতাল। পরম আনন্দে নাচে দশ দিক্‌পালে।। আনন্দে ভকতগণ […] keyboard_arrow_right
  • গোরা গেলা পূর্বদেশ নিজগণ পাই ক্লেশ
    গোরা গেলা পূর্বদেশ নিজগণ পাই ক্লেশ বিলাপয়ে কত পরকার। কাঁদে দেবী লক্ষ্মীপ্রিয়া শুনিতে বিদরে হিয়া দিবসে মানয়ে অন্ধকার।। হরি হরি গৌরাঙ্গ বিচ্ছেদ নাহি সহে। পুনঃ সেই গোরামুখ দেখিয়া ঘুচিবে দুখ এখন পরাণ যদি রহে।।ধ্রু।। শচীর করুণা শুনি কাঁদয়ে অখিল প্রাণী মালিনী প্রবোধ করে তায়। নদীয়া নাগরীগণ কাঁদে তারা অনুক্ষণ বসন ভূষণ নাহি ভায়।। সুরধুনী তীরে […] keyboard_arrow_right
  • গোরা চাঁদ হারা শুনি গোপীনাথ ঘরে
    গোরা চাঁদ হারা শুনি গোপীনাথ ঘরে। দারুণ বিষের শেল ফুটিল অন্তরে।। টানিয়া খসায়ে কেহো হেন নাহি দেখি। বিষম শেলের বিষ জ্বলে ধ্বকধ্বকি।। গোরা বিনে দশদিশ সকলি আন্ধার। গোরা বিনে ধিক ধিক জীবন আমার।। এ কথা শুনিয়া কেনে না গেল পরাণ। কেমন কঠিন হিয়া পাষাণ সমান।। দাস হরেকৃষ্ণ মরে বুক বিদারিয়া। নিরবধি ঝুরে আঁখি গোরা না […] keyboard_arrow_right
  • গোরা তনু ধূলায় লোটায়
    গোরা তনু ধূলায় লোটায়। ডাকে রাধা রাধা বলি গদাধর কোলে করি পীতবসন বংশী চায়।।ধ্রু।। ধরি নটবর বেশ সমুখে বাঁধিয়া কেশ তাহে শোভে ময়ূরের পাখা। ত্রিভঙ্গ ভঙ্গিম করি সঘনে বোলয়ে হরি চাহে গোরা কদম্বের শাখা।। শুনি বৃন্দাবনগুণ রসে উনমত মন সখীবৃন্দ কোথা গেল হায়। তা বুঝিয়া রসবোধে প্রিয় সব পারিষদে গৌরাঙ্গ বলিয়া গুণ গায়।। কেহো বলে […] keyboard_arrow_right
  • গোরা নাচে নব রঙ্গিয়া
    গোরা নাচে নব রঙ্গিয়া। হেম কিরণিয়া বরণ খানি গো প্রেম পড়িছে চুয়াইয়া।। গুণ শুনিয়া মন মানিয়া দেখিয়া নাটের ছটা। রূপ দেখিবারে হুড় পড়িয়াছে নদীয়া-নাগরীর ঘটা।। গৌর বরণ সরুয়া বসন সরুয়া কাঁকালি বেড়া। গৌরাঙ্গ নাচিছে দুই দিগে দুলিছে রঙ্গিয়া পাটের ডোরা।। keyboard_arrow_right
  • গোরা নাচে প্রেম বিনোদিয়া
    গোরা নাচে প্রেম বিনোদিয়া। অখিল ভুবনপতি বিহরে নদীয়া।। দিগ্বিদিগ না জানে গোরা নাচিতে নাচিতে চান্দমুখে হরি বোলে কান্দিতে কান্দিতে।। গোলোকের প্রেমধন জীবে বিলাইয়া। সংকীর্ত্তনে নাচে গোরা হরি বোল বলিয়া।। প্রেমে গর গর অঙ্গ মুখে মৃদু হাস। সে রসে বঞ্চিত ভেল বলরাম দাস।। keyboard_arrow_right
  • গোরা নাচে শচীর দুলালিয়া
    গোরা নাচে শচীর দুলালিয়া। চৌদিকে বালক মেলি সভে দেয় করতালি হরি বোল হরি বোল বলিয়া।। গলায় সোনার কাঁঠি সুরঙ্গ চতুনা আঁটি ঝোঁটা বাঁধা সুচাঁচর কেশ। কত সাধ করি শচী পরায়েছে ধড়াগাছি ভুবনমোহন নব বেশ।। রজত কাঞ্চনে গড়া নানা আভরণে জড়া সুবলিত তনুখানি সাজে। রাতা উতপল জিনি চরণ যুগল জানি চলিতে নূপুর ঘন বাজে।। শচীর অঙ্গন […] keyboard_arrow_right
  • গোরা পহুঁ না ভজিয়া মলুঁ
    গোরা পহুঁ না ভজিয়া মলুঁ। আপনার করমদোষে আপনি ডুবিলুঁ।। অধনে যতন করি ধন তেয়াগিলুঁ। প্রেমরতন মণি হেলায় হারাইলুঁ।। বিষয় বিষম বিষ সতত খাইলুঁ। গৌরকীর্ত্তনরসে মগন না হৈলুঁ।। সৎসঙ্গ ছাড়িয়া কৈলুঁ অসতে বিলাস। তে কারণে করমবন্ধন লাগে ফাঁস।। এমন গৌরাঙ্গের গুণে না কান্দিল মন। মনুষ্যদুর্ল্লভ জন্ম হৈল অকারণ।। কেনে বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া। বল্লভদাসিয়া […] keyboard_arrow_right
  • গোরা পহুঁ বিরলে বসিয়া
    গোরা পহুঁ বিরলে বসিয়া। অবনত বদন করিয়া।। ভাবাবেশে ঢুলুঢুলু আঁখি। রজনী জাগিল হেন সাখী।। বিরস বদনে কহে বাণী। আশা দিয়া বঞ্চিলা রজনী।। কাঁদিয়া কহয়ে গোরা রায়। এ দুঃখ সহনে নাহি যায়।। কাতরে কহয়ে সবিষাদ। নরহরি মাগে পরসাদ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ