চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে। আমার গৌরচাঁদ ত্রিজগতের চাঁদ চাঁদে চাঁদ ঘেরা ঐ আভরণে।। গৌরচাঁদে শ্যাম-চাঁদেরি আভা, কোটি চন্দ্র জিনিয়ে শোভা রূপে মুনির মন করে আকর্ষণ, ক্ষুধা শান্ত সুধা বরিষণে।। গোলোকেরি চাঁদ গোকুলেরি চাঁদ নদীয়ায় গৌরাঙ্গ সেই পূর্ণচাঁদ আর কি আছে চাঁদ সে আর কেমন চাঁদ আমার ঐ ভাবনা মনে মনে।।; লয়েছি এই গলে গৌররাঙ্গা […]
keyboard_arrow_right