• চাতুরি পরিহর নাগর চোর
    চাতুরি পরিহর নাগর চোর। সাখি দেয়ত সব অঙ্গহি তোর।। ভালে বিরাজিত সিন্দূর রেখ। মুকুর করে করি দেখ পরতেক।। লোহিত লোচন পঙ্কজ ভাঁতি। মলিন ভয়ো তুয়া অধরহি কাঁতি।। যাবক লাগল হিয়ে অনুরাগে। চুম্বনে লাগল কাজর দাগে।। কহে কবিশেখর কহই না পারি। তাহিঁ গমন কর যাহাঁ বর নারি।। keyboard_arrow_right
  • চাতুরি পরিহরি সরল হৃদয় করি
    চাতুরি পরিহরি সরল হৃদয় করি তুহুঁ বৈঠহ মঝু সঙ্গে। রাগ বিরাগ সকল সমুঝাওব মধুর আলাপন রঙ্গে।। সুন্দরি তুহুঁ গুণবতি পরিণাম। কণ্ঠহি কণ্ঠ মেলি সর সঞ্চরু দোসর বিনু নহে গান।। তুহুঁ ধনি গোরি মূরতিময় রাগিণী হাম শ্যাম নটরাজ। দুহুঁক আলাপন তাপ সমাপন কী ফল গুণিজন লাজ।। কুলমরিযাদ লাজভয় তেজলি আওলি বন দূরদেশে। দীনবন্ধু ভণ করহ আলাপন […] keyboard_arrow_right
  • চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে
    চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে। আমার গৌরচাঁদ ত্রিজগতের চাঁদ চাঁদে চাঁদ ঘেরা ঐ আভরণে।। গৌরচাঁদে শ্যাম-চাঁদেরি আভা, কোটি চন্দ্র জিনিয়ে শোভা রূপে মুনির মন করে আকর্ষণ, ক্ষুধা শান্ত সুধা বরিষণে।। গোলোকেরি চাঁদ গোকুলেরি চাঁদ নদীয়ায় গৌরাঙ্গ সেই পূর্ণচাঁদ আর কি আছে চাঁদ সে আর কেমন চাঁদ আমার ঐ ভাবনা মনে মনে।।; লয়েছি এই গলে গৌররাঙ্গা […] keyboard_arrow_right
  • চাঁদ সুধাসম বচন বিলাস
    চাঁদ সুধাসম বচন বিলাস। ভল জন ততহি জাএত বিসবাস।। মন্দামন্দ বোলএ সবে কোয়। পিবইত নীম বাঁক মুহ হোয়।। এ সখি সুমুখি বচন সুন সার। সে কি হোইতি ভলি জে মুহ খার।। জে জত জৈসন হৃদয় ধর গোএ। তকর তৈসন তত গৌরব হোএ।। গৌরব এ সখি ধৈরজ সাধ।। পহু নহি ধরএ সতও অপরাধ।। জৌঁ অছ হৃদয়া […] keyboard_arrow_right
  • চাঁদনি রজনি উজাগরি নাগরি
    চাঁদনি রজনি উজাগরি নাগরি তোহারি পরশ রস সাধে। গুরুজন পরিজন পাপ ননদগণ কুঞ্জেগমন করু বাধে।। এ হরি কত পরবোধব রাই। কনয় পুতলি তহ ঝামরি ভেল জহ প্রেমধূম অবগাহি।। বিগলিত কবরী সম্বরি নাহি বান্ধই ধরণি লোটায়ই রোই। পরবশ দেহ লেহ রস লালসে জীবন সোঁপলি তোই।। লাখ আশোয়াস লখই নাহি পারিয়ে বহত কি নহি নিশ্বাস। তোহারি নাম […] keyboard_arrow_right
  • চাঁদবদনী চললি অভিসার
    চাঁদবদনী চললি অভিসার। নব নব রঙ্গিণী রস পরচার।। কর্পূর চন্দন অঙ্গে বিরাজ। অবিরত কঙ্কণ কিঙ্কিণী বাজ।। চরণ নূপুর বাজত রুনু ঝুনু। মদনবিজয়ী বাণ হাতে ফুলধনু।। বৃন্দাবিপিনে ভেটল শ্যাম রাই। নব নব কোকিল পঞ্চম গাই।। ধনী মুখ হেরি আকুল ভেল কান। করে ধরি কুঞ্জহি কয়ল পয়ান।। পূরল যতহু হৃদয় অভিলাষ। দূরহি দূরে রহু গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • চাঁদমুখে বেণু দিয়া সব ধেনু নাম লইয়া
    চাঁদমুখে বেণু দিয়া সব ধেনু নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চস্বরে। শুনিয়া কানুর বেণু ঊর্দ্ধমুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে।। অবসান বেণু-রব বুঝিয়া রাখাল সব আসিয়া মিলিল নিজ-সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কৈল চালাইলা গোকুলের মুখে।। শ্বেত-কান্তি অনুপাম আগে ধায় বলরাম আর শিশু চলে ডাহিন বাম। শ্রীদাম সুদাম পাছে ভাল শোভা করিয়াছে […] keyboard_arrow_right
  • চাঁদসার লএ মুখ-ঘটনা কর
    চাঁদসার লএ মুখ-ঘটনা কর লোচন চকিত চকোরে। অমিয় ধোএ আঁচরে জনি পোছল দহ দিশ ভেল উজোরে।। কামিনি কোনে গঢ়লী। রূপ স্বরূপ মোহি কহইতে অসম্ভব লোচন লাগি রহলী।। গুরু নিতম্ব ভরে চলএ ন পারএ মাঝ খীনিম নিমাই। ভাঁগি জাইতি মনসিজে ধরি রাখলি ত্রিবলি লতা অরুঝাই।। ভনই বিদ্যাপতি অদভুত কৌতুক ই সব বচন সরূপে। রূপনরায়ন ই রস […] keyboard_arrow_right
  • চানন ভরম সেবলি হম সজনী
    চানন ভরম সেবলি হম সজনী পূরত সকল মনকাম। কন্তক দরস পরস ভেল সজনী সীমর ভেল পরিনাম।। একহিঁ নগর বসু মাধব সজনী পরভাবিনি বস ভেল। হম ধনি এহন কলাবতি সজনী গুন গৌরব দূরি গেল।। অভিনব এক কমল ফুল সজনী দৌনা নিমক ডার। সেহো ফুল ওতহি সুখাএল সজনী রসময় ফুলল নেবার।। বিধিবস আজ আএল পুথি সজনী এতদিন […] keyboard_arrow_right
  • চানন ভেল বিসম সর রে
    চানন ভেল বিসম সর রে ভূসন ভেল ভারী। সপনহুঁ নহি হরি আএল রে গোকুল গিরধারী।। একসর ঠাড়ি কদম-তর রে পথ হেরথি মুরারী। হরি বিনু দেহ দগধ ভেল রে ঝামরু ভেল সারী।। জাহ জাহ তোঁহে উধব হে তোঁহে মধুপুর জাহে। চন্দ্রবদনি নহিঁ জীউতি রে বধ লাগত কাহে।। ভনহিঁ বিদ্যাপতি তন মন দে সুনু গুনমতি নারী। আজু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ