• নৃপতি-সুখ বাঞ্ছ যদি
    নৃপতি-সুখ বাঞ্ছ যদি ব্রজে কি মন মানে না। গোপ-কুলে বসতি কেবা নন্দ ঘোষে জানে না।। রাইকে ছাড়ি রহলি ভুলি তাও কি মনে নিল না। তারে হরি চাহসি যদি কুবুজা সঞে মিল না।। জননি হেরি আয়বি ফিরি সবহুঁ রহ দূরে। গোপি প্রতি না কর কিছু শশিশেখরে ঝুরে।। keyboard_arrow_right
  • নেক লইঞা হরস হইয়া
    * নেক লইঞা হরস হইয়া পেয়াএ এ খির ননি। “মরি মরি তোর বালাই লইয়া” সদত কহিছে রানি।। “ভাগ্যে তোরে রাখিল গোসাঞি আমার তপের ফলে। তোমারে মারিতে কংসের আরতি আর কত হএ তোরে।। * দূরে ত্যজিয়া পাঠাএ সত্বরে এই সে ভাবনা মোর। দুষ্ট কংসাসুরে পাঠাএ অসুরে দেখিতে হইল ভোর।। * * মতি কিবা হএ গতি জা […] keyboard_arrow_right
  • নৈহর আব হম জাএব সদাসিব
    নৈহর আব হম জাএব, সদাসিব। নৈহর আব।। পড়িবা তিথি হম জাত্রা কয়কঁ, দ্বিতীয়াগমন করা এব, সিব হো নৈহর আব হম জাএব, সদাসিব নৈহর আব।। তৃতীয়ামেঁ হম পথাঁহ বিতাএব, চৌঠিমেঁ কাজর লগাএব, সিব হো নৈহর আব হম জাএব, সদাসিব নৈহর আব।। নবপত্রী সঙ্গ সপ্তমী প্রাতমেঁ, ভক্তক ঘর হম আএব, সিব হো নৈহর আব হম জাএব, সদাসিব […] keyboard_arrow_right
  • নৌকা খানি মোর অতি জর জর
    নৌকা খানি মোর অতি জর জর বুঝিয়া চাপিতে হয়। শুন সভে কই দুই জন বই তিন জন নাহি সয়।। আগে কে চাপিবে চাপ আসি। নিতম্বমণ্ডল পীন পয়োধর দেখি বড় ভয় বাসি।।ধ্রু।। আমি জানি আগে তোমরা সকলে কাতরা অতি কৃপণা। দেহ আলিঙ্গন মুখমধুপান নাহি চাহি রূপাসোণা।। নন্দের কুমার কি নাহি আমার মণিকে বাসিয়ে কড়া। জগন্নাথ বোলে […] keyboard_arrow_right
  • 1
  • 45
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ