“বঁধু, কহ না রসের কথা শুনি। কেমন কামিনী-সঙ্গে যাপিলা যামিনী রঙ্গে কত সুখে পোহালা রজনী।। নীল-নলিনী-আভা কে নিলে অঙ্গের শোভা কাজরে মলিন অঙ্গখানি। চিকণ চূড়ার ছাঁদ কে নিল বরিহা ফাঁদ আজি কেন পিঠে দোলে বেণী।। ধন্য সে বরজ-বধূ যে পিয়ে অধর-মধু পাষাণে নিশান তার সাখী। রক্ত উৎপল ফুলে যৈছন ভ্রমর বুলে ঐছন ফিরয়ে দুটি আঁখি।। […]
keyboard_arrow_right