• বঁধু ভাল সে বটহ তুমি
    বঁধু, ভাল সে বটহ তুমি। এক অপরাধ জনম অবধি করিয়া আছিল আমি।। সেই অপরাধ বিষম বিবাদ করিলা নাগর রায়। আমরা অবলা অখলা কি জানি সকল গোচর পায়।। কালিয়া যে জন কঠিন সে জন এবে সে জানিল দঢ়। কালার সঙ্গেতে যে করে পীরিতি পরিণামে হয়ে আর।। যখন না ছিল তোমার মিলন তখন আছিল ভাল। হাসিয়া হাসিয়া […] keyboard_arrow_right
  • বঁধু যদি গেল বনে শুন ওগো সখি
    বঁধু যদি গেল বনে শুন ওগো সখি। চূড়া বেঁধে যাব চল যেতা কমলআঁখি ।। বিপিনে ভেটিব যেয়ে শ্যাম-জলধরে। রাখালেরহ বেশে যাব হরিষ অন্তরে।। চূড়াটি বাঁধহ শিরে যত সখীগণ। পীত ধরা পর সবে আনন্দিত মন।। চণ্ডীদাস বলে –“শুন রাধা বিনোদিনি। নয়নে দেখিব সেই শ্যাম গুণমণি।।” keyboard_arrow_right
  • বঁধু যদি গেল বনে শুন ওগো সখি
    বঁধু যদি গেল বনে শুন ওগো সখি। চূড়া বেঁধে যাব চল যেথা কমল-আঁখি।। বিপিনে ভেটিব যেয়ে শ্যাম জলধরে। রাখালের বেশে যাব হরিষ অন্তরে।। চূড়াটি বাঁধহ শির যত সখীগণ। পীতধড়া পর সবে আনন্দিত মন।। চণ্ডীদাস বলে শুন রাধা বিনোদিনী । নয়নে দেখিব সেই শ্যাম গুণমণি।। keyboard_arrow_right
  • বঁধু হে নয়নে লুকায়ে থোব
    বঁধু হে, নয়নে লুকায়ে থোব। প্রেম-চিন্তামণি রসেতে গাঁথিয়া হৃদয়ে তুলিয়া লব।। শিশুকাল হৈতে আন নাহি চিতে ও পদ করেছি সার। ধন জন মন জীবন যৌবন তুমি সে গলার হার।। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে কভু না পাসরি তোমা। অবলার ত্রুটি শত হয় কোটি সকলি করিবে ক্ষমা।। না ঠেলিহ বলে অবলা অখলে যে হয় উচিত তোর। ভাবিয়া […] keyboard_arrow_right
  • বঁধু হে, নয়নে লুকায়ে থোব
    “বঁধু হে, নয়নে লুকায়ে থোব। প্রেম-চিন্তামণি রসেতে গাঁথিয়া হৃদয়ে তুলিয়া লব।। শিশু কাল হৈতে আন নহি চিতে ও পদ করেছি সার। তুমি “ধন জন” জীবন যৌবন তুমি সে গলার হার।। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে কভু না পাসরি তোমা। অবলার ত্রূটী হয় কত কোটি সকলি করিবে ক্ষমা।। না ঠেলিহ বলে অবলা অখলে যে হয় উচিত তোর। […] keyboard_arrow_right
  • বঁধু, আর কি ঘরের সাধ
    “বঁধু, আর কি ঘরের সাধ। হ্যাদে গো সজনী কহ মোরে বাণী এ সুখে হইল বাদ।। যে জন ব্যথিত সে জন নৈরাশ মনে না পূরল সাধ।” * * * * * * * * * * ।। কাষ্ঠের পুতলি রহে সারি সারি চাহিয়া নাগর-পানে। যেন সে চান্দের রসের লাগিয়া চকোর থাকয়ে ধ্যানে।। তেমত নাগরী রসের গাগরী […] keyboard_arrow_right
  • বধু, এ বোল না বল মোরে
    বধু, এ বোল না বল মোরে। না দেখিলে মুখ হয় জত দুখ কে আছে কহিব কারে।। ঘর নহে ঘর সব বাসি পর জখন না থাক কাছে। পরম লালস চিত ব্যাকুল পুন পুন জাই নাছে।। দাণ্ডাইএ থাকি জদি বা না দেখি মনের দুখেতে মরি। না জানি কি খেনে হল্য দরসনে তিলে পাসরিতে নারি।। উরে করাঘাত কহিব […] keyboard_arrow_right
  • বঁধু, কহ না রসের কথা শুনি
    “বঁধু, কহ না রসের কথা শুনি। কেমন কামিনী-সঙ্গে যাপিলা যামিনী রঙ্গে কত সুখে পোহালা রজনী।। নীল-নলিনী-আভা কে নিলে অঙ্গের শোভা কাজরে মলিন অঙ্গখানি। চিকণ চূড়ার ছাঁদ কে নিল বরিহা ফাঁদ আজি কেন পিঠে দোলে বেণী।। ধন্য সে বরজ-বধূ যে পিয়ে অধর-মধু পাষাণে নিশান তার সাখী। রক্ত উৎপল ফুলে যৈছন ভ্রমর বুলে ঐছন ফিরয়ে দুটি আঁখি।। […] keyboard_arrow_right
  • বঁধু, কহিলে বাসিবে মনে দুখ
    বঁধু, কহিলে বাসিবে মনে দুখ। যতেক রমণী ধনী বৈঠয়ে জগত মাঝে না জানি দেখয়ে তুয়া মুখ।। লোক মুখে জানিনু লখি আগে না দেখিনু আমারে কুমতি দিল বিধি। না বুঝিয়া করে কাজ তার মুণ্ডে পড়ে বাজ দুখ রহে জনম অবধি।। কেন হেন বেশ ধর পরের পরাণ হর স্ত্রীবধে ভয় নাহি কর। গগন-ইন্দু আনিয়া করে কর দর্শাইয়া […] keyboard_arrow_right
  • বঁধু, কি আর বলিব আমি
    “বঁধু, কি আর বলিব আমি। যে মোর ভরম ধরম করম সকলি জান হে তুমি।। যে তোর করুণা না জানি আপনা আনন্দে ভাসি যে নিতি। তোমার আদরে সবে স্নেহ করে বুঝিতে না পারি রীতি।। মায়ের যেমন বাপার তেমন তেমতি বরজ-পুরে। সখীর আদরে পরাণ বিদরে সে সব গোচর তোরে।। সতী বা অসতী তোহে মোর মতি তোহারি আনন্দে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ