• আইস ধনী রাধা তুমি তনু আধা
    ”আইস ধনী রাধা তুমি তনু আধা অনন্ত ভাবিয়া ভাবে। ভব বিরিঞ্চি তারা নিরন্তর যে পদপল্লব লবে।। শুক সনাতন পরম কারণ ও পদপল্লব লবে।। শুক সনাতন পরম কারণ ও পদ আশে।। ব্রজপুরে হেতা হয়ে গুল্ম লতা ইহাতে করিয়ে বাসে।। কেনে তরু লতা হইব দেবতা কিসের কারণে হেন। ও পদ-পঙ্কজ রেণুর লাগিয়া ও হেতু তাহার শুন।। ধেয়ানে […] keyboard_arrow_right
  • আজু দান মোর হইল সফল
    ”আজু দান মোর হইল সফল পাইল তোমার সঙ্গ। বিহি মিলাইল ভাল ঘটাইল বিকি কিনি হল রঙ্গ।। তোমার কারণে দান সিরজিল বসিল কদম্ব তলে। দিনে কত বেরি বুলি ফেরি ফেরি থাকিয়ে কতেক ছলে।। বাঁশীতে সঙ্কেত সদা নাম নিয়ে গোঠেতে গোধন রাখি। তোমার কারণে এ পথে ও পথে সদাই ছলেতে থাকি।।” আদর পিরিতে রাই মন তুষি নাগর […] keyboard_arrow_right
  • আন জন যত বলে
    ”আন জন যত বলে। সে সব সৌরভ এ চূয়া চন্দন করিয়া লইয়াছি হেলে।। তুমি মোর ধনি নয়ন অঞ্জন দুটি সে আঁখির আঁখি। যবে তিল আধু তোমারে না দেখি মরমে মরিয়া থাকি।। শয়নে ভোজনে নয়নে নয়নে আঁখির গোচর যবে। তবে কি পরাসে জীবই জীবনে পরাণ না রহে তবে।। তেজি আন পথ গোপত আরোপি সকল তোমার পায়। […] keyboard_arrow_right
  • কহিছে বড়াই “শুন ধনী রাই
    কহিছে বড়াই “শুন ধনী রাই বেলা সে উচর হল। তোলহ পশরা অতি রবি খরা তুরিত করিয়া চল।। গৃহপতি তারা অতি সে মুখরা গঞ্জিব কতেক গালি।” শুনি উঠে তাপ বিষম সন্তাপ গমন তুরিতে ভালি।। লোক চরচাতে হেন মনে করে সকল বুড়ির দোষ। আমি না আইলে কেবা লয়ে যায় কাহারে করিব রোষ।। রাধা বলে তায় ”কিবা আছে […] keyboard_arrow_right
  • কাঁচুলির কড়ি দশ লাখ নিব
    ”কাঁচুলির কড়ি দশ লাখ নিব হারের বিংশতি লক্ষ। নয়ানের কোণে আছে কত ধন বঙ্কিম যার কটাক্ষ।। নিতম্ব মণ্ডল সাত লাখ নিব নূপুর সহস্র পর।। * * * অমূল্য রতন যাহার নাহিক ওর।। নীলবাস পর শোভিত সুন্দর ইহা বা কিসের লেখা। দশ লাখ নিব কে তোমা রাখিব পেয়েছি তোমার দেখা।। কিঙ্কিণী নূপুর কোটি লাখ নিব যাহার […] keyboard_arrow_right
  • কানু কহে শুন গোপি আমার বচন
    কানু কহে শু গোপি আমার বচন। দান দিয়া মথুরাতে করহ গমন।। কড়ি নিব আজি বুঝি কড়া কড়া। রাজার হাসিল কড়ি নাহি যায় ছাড়া।। বহুদিন গেছ তোরা দানী ভাণ্ডাইয়া। আজি সে লইব দান পশরা লুটিয়া।। যাবে যদি বিকি কিনি করিতে মথুরা। রাজার হাসিল কড়ি দিয়া যাহ তোরা।। চণ্ডীদাস কহে শুন রাধা বিনোদিনী। কতদিন গেছ পথে তাহা […] keyboard_arrow_right
  • কানুর বচন শুনি গোপীগণ
    কানুর বচন শুনি গোপীগণ কহিতে লাগিলা তায়। ”কে জানে কিসের দানের বিচার মোর মনে নাহি তায়।। এই পথে মোরা করি আনাগোনা কে জানে দানের কথা। আচম্বিতে শুনি দানের বিচার কেবা কড়ি দিবে হেথা।। রাজকর মোরা গোকুলে দিয়াছি মো সবার পতি জনা। কখন এ পথে তরুণী যাইতে কেহ নাহি করে মানা।।” তাহে কহে বাণী ”শুন বিনোদিনী […] keyboard_arrow_right
  • কালিয়া বরণে না ছুঁইও রাধার অঙ্গ
    ”কালিয়া বরণে না ছুঁইও রাধার অঙ্গ। কালিয়া হইব সোণার বরণ তোমার কালিয়া রঙ্গ।। লাখবান সোণা মোর নিজ দেহ কালিয়া হইয়া যাব। দূরেতে থাকহ কাছে না আসিহ শিরে দধি ঢালি দিব।।” ”কালিয়া বিরণ নাহি কোন জন কালিয়া না বল রাধে। কালিয়া সায়রে সিনান করিয়া কালিয়া হয়েছি সাধে।। কালিয়া বরণ এ তিন ভুবন এ সব কালিয়া ভাবে। […] keyboard_arrow_right
  • কালিয়া বরণ ধরিলে যতন
    কালিয়া বরণ ধরিলে যতন মেলহ নয়ান দুটি। পুথলি উপরে ধরহ কালিয়া তার তেন মুছি দুটি।। নোটন বন্ধান কুণ্ডল করিয়া তাহা বা পরেছ রাধে। কালজাদ কাল তাহা কেনে ধনি পরিয়াছ নিজ সাধে।। নয়নে পরিলে কাজল কালি মুছিয়া করহ দূর। হিয়ার কাঁচলি কালিয়া বরণ কেন বা ধরেছ ওর।। ভাঙ ভুজ দুটি উপরে ধরিলে অঙ্গের বসন কাল। নিরবধি […] keyboard_arrow_right
  • ঠেকিনু দানীর হাতে
    ”ঠেকিনু দানীর হাতে। বহুদিন এই পথে আসি যাই পশরা লইয়া মাথে।। যে বলে জাগাতি যায় তার জাতি কুলের বজর পড়ি। যত করে নাট আসি এই ঘাট এই যে বড়াই বুড়ি।। বুড়ির বচনে এ পথে আসিয়া ঠেকিল দানীর ঠাঁই। কেমনে ও পারে গেলে সে আমরা আর সে আসিব নাই ।। কে জানে এমন হবে পরিণাম তবে […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ