হাসি কেহ তবে সব গোপনারী “আর কিবা নিতে আছে। এ নব যৌবন কুল সমাপন দিয়াছি তোমার কাছে।। কায়মন চিতে বিধির বিধান শরণ লইয়াছি। আর কিবা চাহ আগে তাহা লহ আমরা জানিয়াছি।। তুমি তরু লতা মোরা ফল পাতা তুলিয়া লইতে কি। নহে অতি দূর বড় পরিশ্রম তোমারে বলিব কি।। এ তিল তুলসী তোমার চরণে সঁপিয়াছি জাতিকুল। […]
keyboard_arrow_right