বিনোদিনী না কর চতুরপণা। ভাঁড়িয়া আমারে হিয়ার মাঝারে লইয়া যাইছ সোনা।।ধ্রু।। নিবেদন করি শুন লো সুন্দরি সহজে তোমরা ধনী। দধি ঘৃত দেখি যাহ বিলাইয়া তবে সে মহিমা জানি।। শ্রীরাধা – গোয়লা ধরম রাখিতে গোধন ফিরহ গহন বনে। পথে লাগি পায়্যা পরনারী লয়্যা সাধ করিয়াছ মনে।। সখীগণ – নাগর নাগরী রসের চাতুরী শুনি হাসে সখীগণে। অনুগা […]
keyboard_arrow_right