শুনগো রাধিকা চাঁপার কলিকা অধিক উজর কে। কত কোটী চাঁদ উদয় করেছে একলা তোমার দে।। তুয়া এক পদে চাঁদ শত নিন্দে দন্ত অধিক শোভা। তোমার তরাসে উছলি আকাশে দেখিয়া ও রূপ আভা।। কেবা তোমার অধিক উজর তোমার অঙ্গের মলা । বিধি আগে আনি ভাঙ্গি খানি খানি ধরে মোর ষোল কলা।। সিন্দূরের ফোঁটা অধরের ছটা অরুণ […]
keyboard_arrow_right