মাধব হমর রটল দুর দেস। কেও ন কহে সখি কুসল সনেস।। জুগ জুগ জীবথু বসথু লাখ কোস। হমর অভাগ হুনক কোন দোস।। হমর করম ভেল বিহি বিপরীতি। তেজলহ্নি মাধব পুরুবিল প্রীতি।। হৃদয়ক বেদন বান সমান। আনক দুঃখ আন নহি জান।। ভনহিঁ বিদ্যাপতি কবি জয়রাম কি করত নাহ দৈব ভেল বাম।।
keyboard_arrow_right