শ্রীদাম সুদাম আর বলরাম সুবল চলিয়া গেল। ইঙ্গিত জানিয়া সুবল বুঝিল পাতিতে দানের ছল।। কুমুদ কাননে চলিলা সঘনে ধেনু গণ নিয়োজিয়া। মথুরার পথে চলে যদুনাথ রাজপথ খানি বেয়া।। দুসারি কদম্ব তরুবর মাঝে বসিলা রসিক রায়। মধুর মুরলী পূরিলা তখনি আন ছলে কিছু গায়।। নটবর বেশ নাগরশেখর দান ছলে আছে বসি। ক্ষণেক ক্ষণেক রহি পথ চেয়ে […]
keyboard_arrow_right