মাধব বহুত মিনতি করি তোয়। দেই তুলসী তিল দেহ সমর্পিলুঁ দয়া জনি ছোড়বি মোয়।। গনইতে দোস গুনলেস না পাওবি জব তুহুঁ করবি বিচার। তুহুঁ জগন্নাথ জগতে কহায়সি জগ বাহির নহ মুঞি ছার।। কিএ মানুস পসু পাখিয়ে জনমিয়ে অথবা কীট পতঙ্গ। করম বিপাক গতাগত পুনপুন মতি রহু তুয়া পরসঙ্গ।। ভনই বিদ্যাপতি অতিসয় কাতর তরইতে ইহ ভবসিন্ধু। […]
keyboard_arrow_right