“হেদেহে নাগর চতুর শেখর সবারে করিবে পার। যাহা চাহ দিব ও পার হইলে তোমার শুধিব ধার।। মনে না ভাবিহ তোমার মজুরী যে হয় উচিত দিয়ে। তবে সে গোপিনী যত গোয়ালিনী যাবত ও পার হয়ে।।” হাসি কহে কানু করে লয়ে বেণু “শুনহ সুন্দরী রাধা। তোমা পার করি দিতে সে আমার তিলেক নাহিক বাধা। তবে করি পার […]
keyboard_arrow_right