”শুনহে রসিক নাতি। জাতি মিলায়ব ধন বিলায়ব নেহত আঁচল পাতি।।” হাসিয়া হাসিয়া রসিয়া বড়াই কহিছে রাধার ঠাঁই। ”কি শুন নাতিয়া বচন সচন কেমনে শুনহ রাই।। কুলশীল পনা শুনহ নাতিনা নিতে চাহে ও না দানী। তার কিবা ভয় কিসের সংশয় এই কর বিকি কিনি।। অমূল্য রতন যাহার বচন কিবা সে লোকের ভয়। যে চাহে তা দিয়ে […]
keyboard_arrow_right