• জহিআ কাহ্ন দেল তোহে আনি
    জহিআ কাহ্ন দেল তোহে আনি। মনে পাওল ভেল চৌগুন বানি।। আবে দিনে দিনে পেম ভেল থোল। কএ অপরাধ বোলব কত বোল।। অবে তোহি সুন্দরি মনে নহি লাজ। হাথক কাকন অরসী কাজ।। পুরুসক চঞ্চল সহজ সভাব। কএ মধুপান দহও দিস ধাব।। একহি বেরি তঞে দূর কর আস। কূপ ন আবএ পথিকক পাস।। গেলে মান অধিক হোঅ […] keyboard_arrow_right
  • জাগল জামিক জন চউদিস গরজ ঘন
    জাগল জামিক জন চউদিস গরজ ঘন সাসু নহি তেজএ গেহা রে। তইও সে চলল বুধিবলে কউসল এত বড় তোহর সিনেহা রে।। এ হরি তোহর থৈরজ জত সে সব কহব কত ধনি গেলি সূন সঁকেতা রে। জদি ন অএলা হে তোহে ধনি সে কহলি কোহে থোইআ গেলি মালতি মালারে।। সগরি রয়নি জাগি তুঅ দরসন লাগি তরুতর […] keyboard_arrow_right
  • জাতি পদুমিনি সহতি কতা
    জাতি পদুমিনি সহতি কতা। গজেঁ দমসলি দমন-লতা।। লোভে অধিক মূল ন মার। জে মূল রাখএ সে বনিজার।। অছল জোর সিরীফল ভাতি। কএলহ ছোলঙ্গ নারঙ্গ কাতি।। ভনই বিদ্যাপতি ন কর লাথ। ভূখল নখ দুহূ হাথ।। keyboard_arrow_right
  • জাবে ন মালতি কর পরগাস
    জাবে ন মালতি কর পরগাস। তাবে ন তাহি মধু বিলাস।। লোভ পরীহরি সূনহি রাঁক। ধকে কি কেও কুই বিপাক।। তেজ মধুকর এ অনুবন্ধ।। কোমল কমল লীন মকরন্দ।। এখনে ইছসি এহন সঙ্গ। ও অতি সৈসবে ন বুঝ রঙ্গ।। কর মধুকর তোঁহে দিঢ় গেআন। অপনে আরতি ন মিল আন।। keyboard_arrow_right
  • জাবে সরস পিয়া বোলএ হসী
    জাবে সরস পিয়া বোলএ হসী। তাবে সে বালভু তঞো পেয়সী।। জঞো পএ বোলএ বোল নিঠূর। তঞো পুনু সকল পেম জা দূর।। এ সখি অপুরুব রীতি। কঁহাহু ন দেখিঅ অইসনি পিরীতি।। জে পিয়া মানএ দোসরি পরান। তকরাহু বচন অইসন অভিমান।। তৈসন সিনেহ জে থির উপতাপ। কে নহি বস হো মধুর অলাপ।। হঠে পরিহর নিঅ দোসহি জানি। […] keyboard_arrow_right
  • তাকে নিবেদিঅ জে মতিমান
    তাকে নিবেদিঅ জে মতিমান। জলহি গুন ফল কে নহি জান।। তোরে বচনে কএল পরিছেদ। কৌআ মুহন ভনিঅএ বেদ।। তোহে বহুবল্লভ হমহি অঞানি। তকরাহুঁ কুলক ধরম ভেলি হানি।। কএল গতাগত তোহরা লাগি। সহজহি রয়নি গমাউলি জাগি।। ধন্ধ বন্ধ সফল ভেল কাজ। মোহি আবে তহ্নি কী কহিনী লাভ।। দূতী বচন সবহি ভেল সার। বিদ্যাপতি কহ কবি কণ্ঠহার।। keyboard_arrow_right
  • তুঅ বিসবাসে কুসুমে ভরু সেজ
    তুঅ বিসবাসে কুসুমে ভরু সেজ। বসন্তক রজনী চাঁদক তেজ।। মন উতকঠিত কতএ ন ধাব। দহ দিস সূন নয়ন ভনি আব।। হরি হরি হরি তুঅ দরসন লাগি। নাগরি রয়নি গমাউলি জাগি।। সুপুরুস ভএ নহি করিঅএ রোস। বড় ভএ কপটী ই বড় দোস।। ভনই বিদ্যাপতি গরুবি বোল। জে কুল রাখএ সেহে অমোল।। keyboard_arrow_right
  • তেঁহ হুনি লাগল উচিত সিনেহ
    তেঁহ হুনি লাগল উচিত সিনেহ। হম অপমানি পঠওলহ গেহ।। হমরিও মতি অপথে চলি গেলি। দুধক মাছী দূতী ভেলি।। মাধব কি কহব ই ভল ভেলা। হমর গতাগত ই দুর গেলা।। পহিলহি বোললহ মধুরিম বানী। তোহহি সুচেতন তোহহি সয়ানী।। ভেলা কাজ বুঝাওল রোসে। কহি কী বুঝওবহ অপনুক দোষে।। keyboard_arrow_right
  • তোরা অধর অমিঞে লেল বাস
    তোরা অধর অমিঞে লেল বাস। ভল জন নেঞোতল দিঅ বিসবাস।। অমর হোইঅ জদি কএলে পান। কী জীবন জঞো খণ্ডত মান।। ধ্রু।। নাগরি করবএ করই এ ঝাট। দিবসক ভোজনে বর্ষ ন আট।। রথু উপজাএ করিঅ জে কাজ। জে নহি জেমঞে তকরা লাজ।। তঞে মহি করবএ পরমুহ সূন। পর উপকারে পরম হোঅ পূন।। keyboard_arrow_right
  • ত্রিবলি সুরতরঙ্গিনি ভেলি
    ত্রিবলি সুরতরঙ্গিনি ভেলি। জনি বঢ়িহাএ উপটি চলি গেলি।। আসঞো হে উঠ চল ধাএ। কনক ভূধর গেল দহাএ।। মাধব সুন্দরি নয়নক বারি। পীন পয়োধর বন ঝারি।। সহজহি সঙ্কট পরবস পেম । পতক ভীত পরাপতি জেম।। তোহরি পিরিতি রীতি দূর গেলি। কুল সঞো কুলমতি কুলটা ভেলি।। ভনই বিদ্যাপতীত্যাদি keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ