• প্রথমহি সিনেহ বঢ়াওল
    প্রথমহি সিনেহ বঢ়াওল জে বিধি উপজাএ। সে আবে হঠে বিঘটাওঁ দূসন কওন মোর পাএ।। এ সখি হরি সুমঝাওব কএ মোর পরথাব। তহ্নিকে বিরহে মরি জাএব তিরিবধ কওন আব।। জীবন থির নহি অথিকএ জৌবন তহু থোল। বচন আপন নিরবাহিঅ নহি করিঅএ ওল।। keyboard_arrow_right
  • প্রথমহি হৃদয় বুঝওলহ মোহি
    প্রথমহি হৃদয় বুঝওলহ মোহি। বড়ে পুনে বড়ে তপে পৌলিসি তোহি।। কাম-কলা-রস দৈব অধীন। মঞে বিকাএব তঞে বচনহু কীন।। দূতি দয়াবতি কহহি বিসেখি। পুনু বেরা এক কইসে হোএত দেখি।। দুর দুরে দেখলি জাইতে আজ। মন ছল মদনে সাহি দেব কাজ।। তাহি লএ গেল বিধাতা বাম। পলটলি দীঠি সূন ভেল ঠাম।। keyboard_arrow_right
  • ফূজলেও চিকুর রাহুক জোর
    ফূজলেও চিকুর রাহুক জোর। রোঅএ সুধাকর কামিনি কোর।। অরে কহ্নু অরে কহ্নু দেখহ আএ। বড়িঅ মগথ দেঅ বাদ ছড়াএ।। দুহু অঞ্জুলি ভরি দুহু পুজ সীব। কামদহন মোর রাখহ জীব।। জদি ন জাএব তোহে অপজস ভেল। সসধর কলা গগন চলি গেল।। ভনই বিদ্যাপতি হরি মন হাস। রাহু ছড়াএ চাঁদ দিঅ বাস।। keyboard_arrow_right
  • বড় জন জকর পিরীতি রে
    বড় জন জকর পিরীতি রে। কোপহুঁ ন তজয় রীতি রে।। কাক কোইল এক জাতি রে। ভেম ভমর এক ভাঁতি রে।। হেম হরদি কত বীচ রে। গুনহি বুঝিঅ উচ নীচ রে।। মনি কাদব লপটায় রে। তৈঁ কি তনিক গুন জাএ রে।। বিদ্যাপতি অবধান রে। সুপুরুস ন কর নিদান রে।। keyboard_arrow_right
  • বাট ভূঅঙ্গম উপর পানি
    বাট ভূঅঙ্গম উপর পানি। দুহু কুল অপজসে অঙ্গিরল আনি।। পরনিধি হরলএ সাহস তোর। কে জান কঞোন গতি করবএ মোর।। তোরে বোলে দূতী তেজল নিজগেহ। জীবসঞো তৌলল গরুঅ সিনেহ।। লহুকএ কহলহ গুরু বড় ভাগ। অন্তর ভর রজনি দূর অভিসার।। দসমি দসাহে বোলব কী তোহি। অমিঞ বোলি বিষ দেলএ মোহি।। keyboard_arrow_right
  • বামা নয়ন ফুরন আরম্ভ
    বামা নয়ন ফুরন আরম্ভ পুলক মুকুলে পূরল কুচকম্ভ। নীবী নিবিল সঁসরতে বীধি সগুণে সুচিহলু সাহস সীধি। চল চল সুন্দরি ন কর বেআজ মদনে মহাসিধি পাওবি আজ। বিলম্ব ন কর অঙ্গিরহি অভিসার হটেঁ পএ ফারএ কামিক বাণ। তাহি তরুনিকাঁ কওন তরঙ্গ জকরা মদন মহীপতি সঙ্গ। বিদ্যাপতি কবি কহএ বিচারি পুণমন্ত পাবএ গুণমতি নারি।। keyboard_arrow_right
  • বারিস জামিনি কোমল কামিনি
    বারিস জামিনি কোমল কামিনি দারুন অতি আঁধিআর। পথ নিসাচর সহসে সঞ্চর ঘন পর জলধার।। মাধব প্রথম নেহে সে ভীতি। গএ অপনহি সেঅ বিলোকিঅ করিঅ তৈসনি রীতি।। অতি ভয়াউনি আঁতর জউনি কইসে আউতি পার। সুরতরস- সুচেতন বালভু তা পতি সবে অসার।। এত শুনি মন বিমুখ সুমুখী তোহ মনে নহি লাজ। কতএ দেখল মধু অপনে জা মধুপগণ […] keyboard_arrow_right
  • বিধি বসে তুঅ সঙ্গম তেজল
    বিধি বসে তুঅ সঙ্গম তেজল দরসন ভেল সাধ।। সময় বসে মধু ন মিলএ সৌরভ কে কর বাধ।। মাধব কঠিন তোহর নেহ। তুঅ বিরহ বেআধি মুরছলি জীবন তাসু সন্দেহ।। জগত নাগরি কত ন আগরি তথুহু গুপুত পেম। সে রস বএস পুনু পাবিঅ দেলহু সহস হেম।। keyboard_arrow_right
  • মলিন কুসুম তনু চীরে
    মলিন কুসুম তনু চীরে। করতল কমল নয়ন ঢর নীরে।। কি কহব মাধব তাহী। তুঅ গুনে লুবুধি মুগুধি ভেলি রাহী।। উর পর সামরি বেনী। কমল কোস জনি কারি নগিনী।। কেও সখি তাকএ নিসাসে। কেও নলিনীদলে কর বতাসে।। কেও বোল আএল হরী। সমরি উঠলি চির নাম সুমরী।। বিদ্যাপতি কবি গাবে। বিরহ বেদন নিঅ সখি সুমঝাবে।। keyboard_arrow_right
  • মাধব ই নহিঁ উচিত বিচারে
    মাধব ই নহিঁ উচিত বিচারে। জনিক এহন ধনি কাম-কলা সনি সে কিঅ করু ব্যাভিচারে।। প্রানহুঁ তাহি অধিক কয় মানব হৃদয়ক হার সমানে। কোন পরিযুক্তি আন কৈঁ তাকব কী থিক হুনক গেআনে।। কৃপিন পুরুস কৈঁ কেও নহিঁ নিক কহ জগ ভরি কর উপহাসে। নিজ ধন অইছতি নহি উপভোগব কেবল পরহিক আসে।। ভনহিঁ বিদ্যাপতি সুনু মধুরাপতি ই […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ