• বোললি বোল উত্তিম পএ রাখ
    বোললি বোল উত্তিম পএ রাখ। নীচ সবদ জন কী নহি ভাখ।। হমে উত্তিম কুল গুনমতি নারি। এত বা নিঅ মনে হলব বিচারি।। সিনেহ বঢ়াওল সুপুরুস জানি। দিনে কএলহ আসা হানি।। কত ন অছ জগত রসমতি ফুল। মালতি মধু মধুকর পএ ভুল।। গেল দীন পুনু পলটি ন আব। অবসর পল বহলা রহ পচতাব।। keyboard_arrow_right
  • ভাবিনি ভল ভএ বিমুখ বিধাতা
    ভাবিনি ভল ভএ বিমুখ বিধাতা। জইহ পেম সুরতরু সুখদায়ক সইহ ভেল দুখদাতা।। তোর সুমরি গুন মোর হৃদয় সূন নোর নয়ন রহু ঝাঁপি। গরজ গগন ভরি জলধর হরি হরি অব হমর হিয় কাঁপি।। করিঅ জতন জত বিফল হোয় তত ন পাইঅ তোহর সমাজে। বিরহ দহন দহ তইও জীব রহ সব তহ ই বড়ি লাজে।। নিবিড় নেহ […] keyboard_arrow_right
  • মাধব কি কহব তিহরো জ্ঞানে
    মাধব কি কহব তিহরো জ্ঞানে। সুপহু কহলি জব রোস কয়ল তব কর মুনল দুহু কানে।। আয়ল গমনক বেরি ন নীন টরু তেঁ কিছু পুছিও ন ভেলা। এহন করমহিন হম সনি কে ধনী কর সঁ পরসমনি গেলা।। জৌঁ হম জনিতহুঁ এহন নিঠুর পহু কুচ কঞ্চন গিরি সাধী। কৌসল করতল বাহুঁলতা লয় দৃঢ় কর রখিতহুঁ বাঁধী।। ই […] keyboard_arrow_right
  • মাধব জগত কে নহি জান
    মাধব জগত কে নহি জান। আরতি আকুল জঞো কেও আবএ বড় কর সমধান।। হমে যে ভাবিনি ভাদর জামিনি অএলাহু জানি সুঠাম। তোহে সুনাগর গুনক আগর পূরত সকল কাম।। কত ন মন মনোরথ অছল সবে নিবেদব তোহি। পূরুব পুনে পরীনতি পওলাহে পুছি ন পুছহ মোহি।। হমে হেরি মুখ বিমুখ কএলহ মন বেআকুল ভেল। তোহে জঞো পরে […] keyboard_arrow_right
  • মাধব হমর রটল দুর দেস
    মাধব হমর রটল দুর দেস। কেও ন কহে সখি কুসল সনেস।। জুগ জুগ জীবথু বসথু লাখ কোস। হমর অভাগ হুনক কোন দোস।। হমর করম ভেল বিহি বিপরীতি। তেজলহ্নি মাধব পুরুবিল প্রীতি।। হৃদয়ক বেদন বান সমান। আনক দুঃখ আন নহি জান।। ভনহিঁ বিদ্যাপতি কবি জয়রাম কি করত নাহ দৈব ভেল বাম।। keyboard_arrow_right
  • মালতি মধু মধুকর কর পান
    মালতি মধু মধুকর কর পান। সুপুরুস জঞো হো গুন নিধান।। অবুঝ ন বুঝএ ভলাহু বোল মন্দ। ভেক ন পিবএ কুসুম মকরন্দ।। এ সখি কি কহব অপনুক দন্দ। সপনেহুঁ জনু হো কুপুরুস সঙ্গ।। দূরে পটাইঅ সীচীঅ নীত। সহজ ন তেজ করইলা তীত।। কতে জতনে উপজাইঅ গূন। কহল ন বুঝএ হৃদয়ক সূন।। মন্দা রতন ভেদ নহি জান। […] keyboard_arrow_right
  • মোহন মধুপুর বাস
    মোহন মধুপুর বাস। হে সখি, হমহুঁ জাএব তনি পাস।। রখলহ্নি কুবজাক নেহ। হে সখি, তেজলহ্নি হমরো সিনেহ।। কত দিন তাকব বাট। হে সখি, রটলা জমুনাক ঘাট।। ওতহি রহথু দৃঢ় ফেরি। হে সখি, দরসন দেখু এক বেরি।। ভনহি বিদ্যাপতি রূপ। হে সখি, মানুস জনম অনূপ।। keyboard_arrow_right
  • মোহি তেজি পিয়া মোর গেলাহ বিদেস
    মোহি তেজি পিয়া মোর গেলাহ বিদেস। কৌনি পর খেপব বারি বএস।। সেজ ভেল পরিমল ফুল ভেল বাস। কতয় ভমর মোর পরল উপাস।। সুমরি সুমরি চিত নহী রহে থির। মদন দহন তন দগধ সরীর।। ভনহিঁ বিদ্যাপতি কবি জয় রাম। কি করত নাহ দৈব ভেল বাম।। keyboard_arrow_right
  • যে পদ যোগীরা জপে নিরন্তর
    “যে পদ যোগীরা সজপে নিরন্তর অনন্ত না জানে রীতি। মুনি অগোচর যে সুখ সম্পদ তাহা না পাইল ইতি।। আর কি ইহাকে আছে কত ধন বিকাল পশরা মোর।। ও রাঙ্গা চরণে দধি দুগ্ধ যত বিকাইল সব মোর।। কামনার ফল এই নীপ মূলে সফল হইল বিকি। আমার করমে এই সে সকলি তোরা যাহ যত সখী।।” গদ গদ […] keyboard_arrow_right
  • রভসহি তহ বোললহ্ণি মুখকান্তি
    রভসহি তহ বোললহ্ণি মুখকান্তি। পুলকিত তনু মোর কতধর ভান্তি।। আনন্দলোরে নয়ন ভরি গেল। পেম আকুর অঙ্কুর মেল।। ভেটল মধুর পতি সপনে মো আজ। তখনক কহিনী কহইতে লাজ।। জখনে হরল হরি আচর মোর। রসভরে মন রুকসনী ভোর।। করে কুচ মণ্ডল রহলিহুঁ গোএ। কমলে কনকগিরি ঝাঁপল হোএ।। বিদ্যাপতীত্যাদি। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ